বড় রাজনৈতিক দলগুলির নির্লিপ্ততার সুযোগে আইনের শাসন ও বিচার ব্যবস্থার প্রতি উপহাস। চলছে নির্বিচার ক্রসফায়ার!


আমাদের রিজভী লিডার যা বলছেন, এগুলো যথারীতি খোয়াবি স্টাইল ... রিফিউজিরা যেভাবে আমেরিকা আর ইউএন এর কাছে ভিক্ষা চায়,

নিজেরাও চেয়ে আসছেন ... অনেকদিন ধরেই,  তারই ধারাবাহিকতা!

ওনি 'আইন'  *দাচ্ছেন, অথচ দেশে এরচেয়ে হাজারগুণ জঘন্য কান্ড ঘটাচ্ছে  হাসিনা রেজিম! .....  মাত্র ৩টা নমুনা দিলামঃ

১. আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার মামলায় অন্ততঃ ১ম ১৫ জন আসামীকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। অধিকাংশই জামাত-শিবিরের জেলা উপজেলা লেবেলের নেতা। বি এনপিরও বেশ কয়েকজন আছে। ঝিনাইদহ, গাইবান্ধা ও সাতক্ষীরায় আপনি ১জন ব্যক্তিও পাবেননা, যাদের কোন না কোন আপনজন ক্রস্ফায়ারে মারা যায়নি কিংবা RAB-Police-লীগ-ইন্ডিয়ান এস্পিউনাজ ফোর্সের দ্বারা ধর্ষিতা হয়নি।

২. ওসি প্রদীপের হাতে বন্দুকযুদ্ধের নামে এ পর্যন্ত খুনের শিকার হয়েছে ১৫৫জন তথাকথিত ইয়াবা ব্যবসায়ী!  ইয়াবা পাচার কমেছে? না! 
কিন্ত কেন? কারণ স্পষ্টতঃ 'রিয়্যাল মাস্টারমাইন্ডকে' সেইভ করা হচ্ছে! তার উপর সাংবাদিক নামের কিছু নটির পোলা যারা ওসি প্রদীপের ঘেটুপুত্র, তারা যার তার নামের আগে 'শীর্ষ ইয়াবা ডন' লিখে নিউজ প্রচার করছে আজকাল "ভাসুরের নাম" ঢাকা দেওয়ার জন্য।

৩. বদি-বৌদির পরিকল্পিত হত্যাকান্ডের শিকার যুবলীগ নেতা ফারুক হত্যাকান্ডের অযুহাতে এ পর্যন্ত খুন করা হয়েছে ৭জন রিফফিউজিকে। যাদের মধ্যে প্রথম দুইজন ফারুককে হত্যার অগে থেকেই পুলিশের হেফাজতে ছিল।

*** নুন্যতম সেন্স থাকলে আজাইরা "আইন" না মারাইয়া এগুলো নিয়ে সোচ্চার হতো বুড়ো শেয়ালটা।

Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই