ইমরান খান নির্যাতিত উইঘুর মুসলিমদের পক্ষে কিছু বলেননি কেন?
প্রশ্নঃ পাক প্রধানমন্ত্রী ইমরান খান নির্যাতিত উইঘুর মুসলিমদের পক্ষে কিছু বলেননি কেন?
তাছাড়া, দীর্ঘ ৫২ বছর পর কাশ্মীর ইস্যু নিরাপত্তা পরিষদে তুলে ইমরান 'আন্তর্জাতিকীকরণ এর যেই ধাক্কাটা দিয়েছিলেন, ওটার প্রভাব অক্ষুণ্ণ রাখতে ব্যাক টু ব্যাক এবার Live এ তুলোধোনা করার সুযোগটা ছিল ৭০ বছর ধরে নির্যাতিত কাশ্মীরীদের ভাগ্যাকাশে রীতিমতো ঈদের চাঁদের মতোই। যা ইমরান Perfectly কাজে লাগাতে চেয়েছেন এবং লাগিছেনও, আলহামদুলিল্লাহ ।
আরেকটা বিষয় আমাদের ভাইদের অনেকেই হয়তো অবগত নন যে, উইঘুররা কিন্তু তুর্কীদেরই একটা শাখা। এজন্য খান সাহেব যেমন কাশ্মীরীদের জন্য একপায়ে খাড়া, সুলতান এরদুগানও কিন্তু রীতিমতো দুইপায়ে খাড়া উইঘুরদের জন্য।
#Uighur
#UighurMuslims
#StandWithUighurMuslims
----
প্রাসঙ্গিকঃ
উওরঃ বাস্তবতাজনিত বিষয়। আসলে, বর্তমান বিশ্ব রাজনীতি (Geo Politics) বলা চলে প্রায় পুরোটাই বলয়ভিত্তিক.... মার্কিন বলয়, রুশ বলয়, চাইনিজ বলয় ইত্যাদি অন্যতম।
পাকিস্তান এবং মালয়েশিয়া ক্লিয়ারলি চাইনিজ বলয়ের সাথে যুক্ত যা সবারই জানা। কাজেই, ইমরান সরাসরি চীনের বিরুদ্ধে গেলে আমেরিকান আর রেন্ডডিয়ানরা মিলে বেগুন ভর্তা করে খাবে পুরো পাকিস্তানকেই। মহাথিরেরও একই সমস্যা আছে যা আগেই বলেছি।
সেজন্য ওনারা সরাসরি উইঘুর প্রসংগে যাননি, বরং উইঘুর ইস্যুটা এরদুগান, রুহানী ও অন্যান্য মুসলিম নেতাদের দিকে সিস্টেমে ঠেলে দিয়েছেন, যা খুবই স্বাভাবিক এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তও বটে।
আর রোহিংগাদের মতো উইঘুরদের জন্যও হাই ভোল্টেজ কাভারেজ দিয়ে যাচ্ছে আমেরিকান মিডিয়া এবং স্টেইট ম্যাকানিজন। পাশাপাশি, বৃটিশ মিডিয়াও সদা তৎপর ব্যাং-খাওরাদের সব জারিজুরি ফাঁস করে দিতে।
কাজেই, ঝিংঝিয়াং এ আগের মতো যাচ্ছেতাই করার সুযোগ এখন কিছুটা হলেও কমেছে চাইনিজদের। পাশাপাশি, প্রস্তাবিত Tri-nation মিডিয়া সিন্ডিকেট চালু হলে উইঘুর সমস্যার ব্যাপারে আলজাজিরা স্টাইলে আরো কাভারেজ বাড়বে ইনশাআল্লাহ ।
সর্বোপরি, মজলুমদের জন্য আল্লাহ পাকের বহুমূখী কুদরতি সাহায্য ও সমর্থন এর ব্যবস্থা তো আছেই, ইনশাআল্লাহ ।
#Uighur
#UighurMuslims
#StandWithUighurMuslims
----
ইমরান খান ভন্ড! বেলুচিস্তানের স্বাধীনতা দিচ্ছেননা কেন?
https://bloggerosmancox.blogspot.com/2019/09/blog-post_30.html
https://bloggerosmancox.blogspot.com/2019/09/blog-post_30.html
করোনা-ভাইরাসের পেছনে পেছনে দৌড়ানো বনাম সামনে থেকে মোকাবেলা করা।
https://bloggerosman112.blogspot.com/2020/04/blog-post.html?spref=tw
https://bloggerosman112.blogspot.com/2020/04/blog-post.html?spref=tw
Comments
Post a Comment