এই দানবদের রুখতে হবে
কক্সবাজেরে কয়জনের বাড়ি ভাংতে পারবে আর কয়জনকে টর্চার করতে পারবে #প্রদীপ_এন্ড_কোং...? হাতে হাত ধরে সবাই ঐক্যবদ্ধ হোন।
আসুন, ইয়াবা ব্যবসার কমিশনের লোভ পরিত্যাগ করে .... সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে জাতির বিবেক, প্রতিবাদী কলম সৈনিকদের পাশে দাঁড়াই। জান বাঁচবে, জাতিও বাঁচবে।
উল্লেখ্য, সদ্য গ্রেফতার হওয়া সাংবাদিক ফরিদুল মোস্তফার উপর পুলিশের অকথ্য নির্যাতনের প্রতিবাদ করে "বুটের নীচে পড়ে রইল স্বাধীনতার বড়াই" শিরোনামে নিজের ফেইসবুকের টাইমলাইনে একটি পোস্ট করেন স্থানীয় সাংবাদিক Ahmad Gias. এতে ক্ষিপ্ত হয়ে প্রশাসন "খাস জায়গায় বসবাস করছেন" এই অযুহাতে তাঁর বাড়ি ভাংগার জন্য তোড়জোড় শুরু করে দেয়।
----------
----------
FB Post টি হুবুহু Copy করা হলোঃ
বুটের নীচে পড়ে রইল স্বাধীনতার বড়াই!
দৈনিক আমাদের সময়/ আমাদের অর্থনীতি'র সাবেক/ বর্তমান রিপোর্টার ও দৈনিক কক্সবাজারবাণীর সাবেক সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান মদ খায়(!), সেটা শুনতাম! তাই বলে এতগুলো বিদেশী মদের বোতল। আবার ৪ হাজার পিস ইয়াবা! শুধু তাই নয়, পাওয়া গেল ২টি আগ্নেয়াস্ত্রও! কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল তাকে আটকের পর তার দেখানো মতেই নাকী এসব মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
অনেকের কাছে শুনি, চাল-ডাল কেনার ১শ' টাকার জন্য মাঝেমধ্যে মাঝরাতে সে বেরিয়ে পড়ে। ঘনিষ্টজনদের কাছে হাত পাতে। কিন্তু সেই ফরিদুল মোস্তফার ঘরভর্তি বিদেশী মদের বোতল, লাখ লাখ টাকার ইয়াবা, আবার আগ্নেয়াস্ত্রও! মাথা গুলিয়ে আসে।
পুলিশের পাঠানো প্রেসব্রিফিং-এর ছবিতে ফরিদুল মোস্তফাকে চিনতে কষ্ট হচ্ছিল। তার মুখমন্ডল থেতলানো। একটি চোখ ভালভাবে খুলতে পারছিল না। বুঝাই যাচ্ছে, কী হয়েছে।
তবে বুঝতে পারছি না যে, একজন ওসির বিরুদ্ধে রিপোর্ট করার এই পরিণতি কীনা তার!
তবে এটা বুঝতে পারছি যে, এই ধরনের ঘটনা অগণতান্ত্রিক সরকার নামে পরিচিত কোন সামরিক নেতার সরকারের আমলে ঘটেনি। ঘটেনি সেনা নেতার গঠিত কোন দলের আমলেও।
সরকার আসে সরকার যায়, বুটের রাজত্বের যেন শেষ নাই। বুটের নীচে পড়ে রইল স্বাধীনতার বড়াই!
(Ahmad Gias)
#WeWantJustice
#FreedomOfSpeech
#SaveHumanity
#FundamentalHumanRights
দৈনিক আমাদের সময়/ আমাদের অর্থনীতি'র সাবেক/ বর্তমান রিপোর্টার ও দৈনিক কক্সবাজারবাণীর সাবেক সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান মদ খায়(!), সেটা শুনতাম! তাই বলে এতগুলো বিদেশী মদের বোতল। আবার ৪ হাজার পিস ইয়াবা! শুধু তাই নয়, পাওয়া গেল ২টি আগ্নেয়াস্ত্রও! কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল তাকে আটকের পর তার দেখানো মতেই নাকী এসব মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
অনেকের কাছে শুনি, চাল-ডাল কেনার ১শ' টাকার জন্য মাঝেমধ্যে মাঝরাতে সে বেরিয়ে পড়ে। ঘনিষ্টজনদের কাছে হাত পাতে। কিন্তু সেই ফরিদুল মোস্তফার ঘরভর্তি বিদেশী মদের বোতল, লাখ লাখ টাকার ইয়াবা, আবার আগ্নেয়াস্ত্রও! মাথা গুলিয়ে আসে।
পুলিশের পাঠানো প্রেসব্রিফিং-এর ছবিতে ফরিদুল মোস্তফাকে চিনতে কষ্ট হচ্ছিল। তার মুখমন্ডল থেতলানো। একটি চোখ ভালভাবে খুলতে পারছিল না। বুঝাই যাচ্ছে, কী হয়েছে।
তবে বুঝতে পারছি না যে, একজন ওসির বিরুদ্ধে রিপোর্ট করার এই পরিণতি কীনা তার!
তবে এটা বুঝতে পারছি যে, এই ধরনের ঘটনা অগণতান্ত্রিক সরকার নামে পরিচিত কোন সামরিক নেতার সরকারের আমলে ঘটেনি। ঘটেনি সেনা নেতার গঠিত কোন দলের আমলেও।
সরকার আসে সরকার যায়, বুটের রাজত্বের যেন শেষ নাই। বুটের নীচে পড়ে রইল স্বাধীনতার বড়াই!
(Ahmad Gias)
#WeWantJustice
#FreedomOfSpeech
#SaveHumanity
#FundamentalHumanRights
Comments
Post a Comment