দুর্ভাগ্যজনকভাবে ক্যাম্প এলাকার আশেপাশে রোহিঙ্গারা মারধর ও লুটপাটের শিকার হলে খুব একটা বিচার আচার হয়না।


রোহিংগা ক্যাম্পে কর্মরত বাংলাদেশ আর্মির সদস্যরা কিছু ত্রাণের টোকেন দিয়েছিলেন এই অসহায় নারীগুলিকে। অত:পর তাঁরা যেখানে ত্রাণ দেওয়া হচ্ছে, সেখান থেকে ত্রাণ নিয়ে ফেরার সময় পাহাড়ি রাস্তায় পথ হারিয়ে ফেলেন। পথ হারিয়ে ফেলার কথা একজন হুজুরকে জানালে ওনি তাঁদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন।

পথিমধ্যে স্থানীয়রা 'হাইব্যা' নামের স্থানীয় এক লোক তাদের রিলিফে পাওয়া জিনিসপত্র লুটপাট করে তাদেরকে নির্মমভাবে মারধর করে। সংগে থাকা হুজুরটি তাদেরকে বাঁধা দিলে ওনাকেও খুব বেশি মারধর করেছে, উনার গায়ে জোব্বা ছিল, মারতে মারতে জুব্বাটা ছিঁড়ে ফেলছে গেঞ্জিটাও ছিড়ে ফেলেছে  যা ফূটেজে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে! আর কিছু টাকা-পয়সা ছিল, সেগুলোও নিয়ে নিছে।  মোবাইলটাও কেড়ে নিয়েছে!

যারা মেরেছে তাদের মধ্যে একজনের নাম #হাইব্বা, আরেকজন #রইক্যা। এছাড়া তাদের পরিবারের সকল সদস্যরাও একত্রে মারধর করেছে ওনাদেরকে।

দুর্ভাগ্যজনকভাবে, সত্যটা হলো.... স্থানীয়দের দ্বারা রোহিঙ্গারা এভাবে প্রতিনিয়তই মারধর ও লুটপাটের শিকার হচ্ছে, যেগুলো খুব একটা মিডিয়া কাভারেজ পায়না এবং বিচার আচারও হয়না। শুনতে ভারতের কাশ্মীর, আসাম, গুজরাট কিংবা যোগিরাজ্যের Mob Lynching এর কাহিনীর মতো মনে হলেও এটাই বাস্তব সত্য!
 
আমাদের দেশের সর্বসাধারণের বিশেষতঃ বিবেকবান মানুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং জনসচেতনতা তৈরী করার মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করার জন্য ভিডিও টি আপলোড করা হয়।

এটি ২৭ আগস্ট, ২০১৯ তারিখের ঘটনা! দুর্ভাগ্যজনকভাবে, এরকম ঘটনা অদূর ভবিষ্যতে ঘটলেও বাংলাদেশের বা পৃথিবীর মানুষের পক্ষে তা জানা সম্ভব হবে না বিচার আচার দূরে থাক। কারণ বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের উপর স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তারপরও আমাদের একান্ত আশা, আকাঙ্ক্ষা এবং প্রার্থনা যে, নির্যাতিত রোহিঙ্গাদের উপর এরকম অবিচার ও অত্যাচারের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না এবং যেকোন ধরণের অবিচার এর সঠিক ন্যায়বিচার তাঁরা পাবেন, ইনশাআল্লাহ। 

আসুন, আমরা সবাই মিলে একত্রে নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গা ভাইদের পাশে দাঁড়াই।

=====
প্রাসংগিকঃ এবার আর মারধর নয়, খোদ সেনাবাহিনীর হাতেই ধর্ষণের শিকার হলো ১২বছরের রোহিংগা কিশোরী! .......  রোহিংগা কিশোরী ধর্ষণের ঘটনায়। Arakan Times এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তাই বলে 'ডয়চে ভেলে (DW)' কি রাম সাম যদু মধু টাইপের কিছু? হ্যাঁ, এরা নাস্তিকতার পৃষ্টপোষতা করে, জানা কথা। কিন্ত এরকম একটি পুরাতন এবং স্বনামধন্য মিডিয়া ১০০% বানোয়াট সংবাদ প্রচার কিরবে এটা ভাবা স্বাভাবিক ? বিস্তারিত....
https://bloggerosmancox.blogspot.com/2019/10/blog-post.html
=====

Let's strongly #StandWithRohingya.
#StopGenocideInMyannmar 
#SaveHumanity
#Rohingya  ---
Courtesy for Footage: Taslima Sultana (Fb id).

Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

ঔদ্ধ্যত্বপূর্ণভাবে মেজর সিনহাকে হত্যাঃ যা ঘটেছিল সেদিন