বর্ণবাদী ঘৃণা নয়, চাই ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থান
আল্লাহর কসম! সারাদেশে রোহিংগা বিদ্বেষ ছড়ানো আমাদের এই বর্ণবাদী আর উগ্র জাতীয়তাবাদী স্বজাতিরা সারা পৃথিবীতে বাথরুম, ফ্ল্যাট আর রাস্তা নোংরা করার জন্য কুখ্যাত। কেবল নোংরা ও অপরিচ্ছন্ন হওয়ার কারণেই বাংগালী বসতিগুলি স্থানীয়রা এডিয়ে চলে পৃথিবীর সব দেশেই।
*** বিদেশে উচ্চশিক্ষারত শিক্ষার্থীরা এবং উচ্চশিক্ষিত পেশাজীবীগণ এক্ষেত্রে এপার্ট। তাছাড়া তারাঁ কম্যুনিটি বেইজড জীবন যাপন করেননা বা দরকার পড়েনা .... যদিও তাঁদের সংখ্যা নিশ্চিতভাবে ১০% এর চেয়েও কম।
-
অথচ আমরা তথাকথিত স্বাধীনতা আর জাতীয় পতাকা পেয়েছি ৪৮ বছর পার হলো। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার পর মাধ্যমিক শিক্ষাও বাধ্যতামূলক এখন। আছে উপবৃত্তি, কোটাসহ সহ নানাবিধ সুযোগ সুবিধা। তারপরও মিনিমাম ৮০% মানুষ বিদেশে যা যা করে; ... সভ্য, শিক্ষিত কোন বাংলাদেশী ওসব দেশে থাকলেও মাথা নিচু করে চলতে হয়।
*** একমত হতে না পারলে বিদেশে যারা "পিএইচডি কিংবা বিভিন্ন উচ্চশিক্ষার কোররকরতেছেন" কিংবা "সুশিক্ষিত পেশাজীবীগণ" আছেন, তাঁদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
-
পক্ষান্তরে, আপনি যাদেরকে ১০০% অনুগত, ভদ্র, সৎ সভ্য, সুশৃঙ্খলভাবে আপনার মনের মতো করে দেখতে চান বা রাখতে চান ..... মুসলিম আরাকানের সেসব অসহায় মানুষগুলি প্রায় ৩০০বছর ধরে অত্যাচারিত হচ্ছে অবিরাম! পড়ালেখা করতে পারে না, মেয়েরা মাথায় কাপড় দিতে পারেনা, ছেলেরা বিকাল ৫টার পর ঘর থেকে বের হতে পারেনা, ২জনের অধিক লোক এক জায়গায় দাঁড়াতে পারেনা, প্রকাশ্যে বিয়ে করতে পারেনা, বিয়ের অনুষ্ঠান করতে পারেনা, বিয়ের পর কুমারী নারীরা স্বামীকে নিজের সতীত্ব উপহার দিতে পারেনা, ১সেকেন্ডের জন্যও নিজের মা-বোন-স্ত্রী-কণ্যার ইজ্জতের নিরাপত্তা সুরক্ষিত রাখতে পারেনা, ..... নিজস্ব ভূখণ্ড নাই, দেশ নাই, পতাকা নাই, ভাষা নাই, বর্ণমালাও নাই .... অস্ত্র নাই, মিত্র বাহিনী নাই, সুশিক্ষিত গভেষক, বুদ্ধিজীবী, লবিস্ট নাই .... কিছুই নাই ..... একমাত্র আল্লাহ ছাড়া! 😢😢😢😢😢😢💔💔💔💔💔💔💔
*** বিদেশে উচ্চশিক্ষারত শিক্ষার্থীরা এবং উচ্চশিক্ষিত পেশাজীবীগণ এক্ষেত্রে এপার্ট। তাছাড়া তারাঁ কম্যুনিটি বেইজড জীবন যাপন করেননা বা দরকার পড়েনা .... যদিও তাঁদের সংখ্যা নিশ্চিতভাবে ১০% এর চেয়েও কম।
-
অথচ আমরা তথাকথিত স্বাধীনতা আর জাতীয় পতাকা পেয়েছি ৪৮ বছর পার হলো। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার পর মাধ্যমিক শিক্ষাও বাধ্যতামূলক এখন। আছে উপবৃত্তি, কোটাসহ সহ নানাবিধ সুযোগ সুবিধা। তারপরও মিনিমাম ৮০% মানুষ বিদেশে যা যা করে; ... সভ্য, শিক্ষিত কোন বাংলাদেশী ওসব দেশে থাকলেও মাথা নিচু করে চলতে হয়।
*** একমত হতে না পারলে বিদেশে যারা "পিএইচডি কিংবা বিভিন্ন উচ্চশিক্ষার কোররকরতেছেন" কিংবা "সুশিক্ষিত পেশাজীবীগণ" আছেন, তাঁদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
-
পক্ষান্তরে, আপনি যাদেরকে ১০০% অনুগত, ভদ্র, সৎ সভ্য, সুশৃঙ্খলভাবে আপনার মনের মতো করে দেখতে চান বা রাখতে চান ..... মুসলিম আরাকানের সেসব অসহায় মানুষগুলি প্রায় ৩০০বছর ধরে অত্যাচারিত হচ্ছে অবিরাম! পড়ালেখা করতে পারে না, মেয়েরা মাথায় কাপড় দিতে পারেনা, ছেলেরা বিকাল ৫টার পর ঘর থেকে বের হতে পারেনা, ২জনের অধিক লোক এক জায়গায় দাঁড়াতে পারেনা, প্রকাশ্যে বিয়ে করতে পারেনা, বিয়ের অনুষ্ঠান করতে পারেনা, বিয়ের পর কুমারী নারীরা স্বামীকে নিজের সতীত্ব উপহার দিতে পারেনা, ১সেকেন্ডের জন্যও নিজের মা-বোন-স্ত্রী-কণ্যার ইজ্জতের নিরাপত্তা সুরক্ষিত রাখতে পারেনা, ..... নিজস্ব ভূখণ্ড নাই, দেশ নাই, পতাকা নাই, ভাষা নাই, বর্ণমালাও নাই .... অস্ত্র নাই, মিত্র বাহিনী নাই, সুশিক্ষিত গভেষক, বুদ্ধিজীবী, লবিস্ট নাই .... কিছুই নাই ..... একমাত্র আল্লাহ ছাড়া! 😢😢😢😢😢😢💔💔💔💔💔💔💔
Comments
Post a Comment