ঢাবির ছাত্রসংসদে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ ও নূরের দুর্বল প্যানেলের অসহায়ত্ব
১. সবার আগে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে (DUCSU) নূর কিন্তু পূর্ণ প্যানেলে জিতেননি, বরং ছমুছা স্যারের আশীর্বাদপুষ্ট আওয়ামী + শাহবাগীরাই সংসদে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠ। সেজন্য নূর প্রভাবশালীদের প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা যেমন রাখেননা, আবার নিজের প্রস্তাবটিও টিকাতে পারেননি বলে অপমানিত হয়ে গুরুওপূর্ণ মিটিং থেকে রেগেমেগে বের হয়ে যান!
২. আর "ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার" (মূলতঃ শিবিরকে ঠেকাতেই) প্রস্তাবটি নূর করেননি, করেছে এজিএস (জিএস রব্বানীর অনুপস্থিতিতে) সাদ্দাম হোসেন, যে মূলতঃ ছমুছা স্যার ও শোভন-রব্বানীর আশীর্বাদপুষ্ট সংসদে সবচেয়ে প্রভাবশালী প্রতিনিধি। তাছাড়া, সেও বলেছে, ‘এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিখিতভাবে ধর্মভিত্তিক মৌলবাদী ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল....।' এটা মিথ্যা নয় কিন্ত।
*** জি! ঢাবিতে শিবির কোনদিনই প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি। বি এন পি - জামায়াত ক্ষমতায় থাকাকালীনও যার একচুল পরিমাণ রদবদল হয়নি। কাজেই, এটা নুতন কোন আবিষ্কার নয়, বরং পুরানো জুলুমেরই ধারাবাহিকতা।
৩. এবার জেনে নিই, ভিপি মানে কি? VP মানে হলো, Vice President. তাইলে President কে? সব বিশ্ববিদ্যালয়েই ছাত্রসংসদের 'প্রেসিডেন্ট' থাকেন ভিসি (VC) আর ছাত্র সংসদের উপর তাঁর ক্ষমতা স্বাভাবিকভাবেই সার্বভৌম।
৪. এখানে সার্বভৌম ক্ষমতা মানে কি?
এটা দুই দিক থেকে হয়ে থাকে।
ক) ছাত্রসংসদের প্রেসিডেন্ট বা অভিভাবক হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী বিল অনুমোদন বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে তা।
খ) কিন্তু কোন সংখ্যাগরিষ্ঠ মতামত উনার পছন্দ না হলে ওনি 'প্রতিষ্ঠান প্রধান(ভিসি)' হিসেবে নিজের ক্ষমতাকে কাজে লাগান ডীনদেরকে দিয়ে .... ফলাফল, গ্রেডিং, এটেন্ডেন্স, বৃত্তি, সার্টিফিকেট,... নিয়োগ এসব ইস্যুকে কাজে লাগিয়ে। আরো অনেক প্রক্রিয়া আছে... অনুগত গ্রুপ দিয়ে হামলা, হুমকি ধামকি বিভিন্নভাবে ডিফেমিং করা, পুলিশ লেলিয়ে দেওয়া (কারণ ভিসিগণ সরকারী দলের ব্যাপক আশীর্বাদপুষ্ট হয়ে থাকেন) ইত্যাদি পদ্ধতিতে শিক্ষার্থীদের জিম্মি বা ব্ল্যাকমেইল করা হয়।
*** বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ডিপার্টমেন্টের মেয়েদের কোন পদ্ধতিতে ব্ল্যাকমেইল করে যৌন হয়রানী করে থাকেন, এটাও এখানে প্রাসঙ্গিক। কারণ, তুরুপের তাসগুলি ঘুরেফিরে সেইম ফলাফল, গ্রেডিং, এটেন্ডেন্স, বৃত্তি, সার্টিফিকেট, ...।
৫. দুর্ভাগ্যজনকভাবে, নূর মাইর খাওয়ার সময় ছাত্রদল-শিবিরকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায়না। তবে, উভয় দলের ভাইদের তাঁর প্রতি প্রত্যাশাটা নিজ নিজ দলের কেন্দ্রীয় সভাপতির মতোই; যা সত্যিই হতাশাজনক।
৬. পাশ করার পুর্বে একটি বিল উপস্থাপন করা হলো মূলতঃ একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র (অধিকাংশ ক্ষেত্রেই)। তার আগে বেশ কিছু ধাপ বা প্রক্রিয়া রয়েছে, যা সাধারণতঃ পর্দার অন্তরালেই সম্পন্ন করা হয়ে থাকে, তা জাতীয় সংসদে হোক কিংবা ছাত্র সংসদে। কাজেই, নূরকে ভিসি স্যার এবং সংশ্লিষ্ট প্রভাবশালীরা নিশ্চয়ই আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে, এই বিলের বিরোধিতা করা যাবেনা। তাই নূরও ওই মূখস্থ বুলিটাই আউড়িয়েছে, ‘ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি আগেও নিষিদ্ধ ছিল, এখনও নিষিদ্ধ করা হয়েছে।’
৭. নূরের নিজের প্যানেল সংখ্যালঘু হওয়ায় ঢাবির ছাত্র সংসদে নূরের অসহায়ত্বের প্রমাণঃ
ক) এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘ভিপি নুরুল হক নুর সভা শেষ হওয়ার আগেই বিয়ের একটি অনুষ্ঠানের কথা বলে চলে গেছেন।'
খ) ভিপি নুরুল হক নুর বলেন, ‘যারা জালিয়াতি করে ভর্তি হয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছে, তাদের বিরুদ্ধে এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করলে ছাত্রলীগ প্যানেলের প্রতিনিধিদের তোপের মুখে পড়ে আমি সভা থেকে বের হয়ে যায়। ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন আমার নামে মিথ্যা তথ্য দিয়েছেন, আমি নাকি বিয়েতে অংশগ্রহণের কথা বলে সভা ত্যাগ করি। যা সম্পূর্ণ মিথ্যা এবং অগ্রহণযোগ্য।
৮. এ প্রসংগে ফেইসবুকে স্বমামধন্য 'সাইবার স্পেশালিষ্ট'
৯. অবশেষে বলবো, ঢাকা ইউনিভার্সিটির নাস্তিকতার শেকড় সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের জন্য রাজনীতি কিংবা ফেইসবুক নয়, তাবলীগই বেটার। বহুত ফায়েদা হপে।
বিঃ দ্রঃ প্রাসঙ্গিক লিংক ও ইমেজ সংযুক্ত করা হলো।
#DUCSU #ডাকসু
http://www.banglatribune.com/others/news/555609/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE
২. আর "ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার" (মূলতঃ শিবিরকে ঠেকাতেই) প্রস্তাবটি নূর করেননি, করেছে এজিএস (জিএস রব্বানীর অনুপস্থিতিতে) সাদ্দাম হোসেন, যে মূলতঃ ছমুছা স্যার ও শোভন-রব্বানীর আশীর্বাদপুষ্ট সংসদে সবচেয়ে প্রভাবশালী প্রতিনিধি। তাছাড়া, সেও বলেছে, ‘এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিখিতভাবে ধর্মভিত্তিক মৌলবাদী ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল....।' এটা মিথ্যা নয় কিন্ত।
*** জি! ঢাবিতে শিবির কোনদিনই প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি। বি এন পি - জামায়াত ক্ষমতায় থাকাকালীনও যার একচুল পরিমাণ রদবদল হয়নি। কাজেই, এটা নুতন কোন আবিষ্কার নয়, বরং পুরানো জুলুমেরই ধারাবাহিকতা।
৩. এবার জেনে নিই, ভিপি মানে কি? VP মানে হলো, Vice President. তাইলে President কে? সব বিশ্ববিদ্যালয়েই ছাত্রসংসদের 'প্রেসিডেন্ট' থাকেন ভিসি (VC) আর ছাত্র সংসদের উপর তাঁর ক্ষমতা স্বাভাবিকভাবেই সার্বভৌম।
৪. এখানে সার্বভৌম ক্ষমতা মানে কি?
এটা দুই দিক থেকে হয়ে থাকে।
ক) ছাত্রসংসদের প্রেসিডেন্ট বা অভিভাবক হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী বিল অনুমোদন বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে তা।
খ) কিন্তু কোন সংখ্যাগরিষ্ঠ মতামত উনার পছন্দ না হলে ওনি 'প্রতিষ্ঠান প্রধান(ভিসি)' হিসেবে নিজের ক্ষমতাকে কাজে লাগান ডীনদেরকে দিয়ে .... ফলাফল, গ্রেডিং, এটেন্ডেন্স, বৃত্তি, সার্টিফিকেট,... নিয়োগ এসব ইস্যুকে কাজে লাগিয়ে। আরো অনেক প্রক্রিয়া আছে... অনুগত গ্রুপ দিয়ে হামলা, হুমকি ধামকি বিভিন্নভাবে ডিফেমিং করা, পুলিশ লেলিয়ে দেওয়া (কারণ ভিসিগণ সরকারী দলের ব্যাপক আশীর্বাদপুষ্ট হয়ে থাকেন) ইত্যাদি পদ্ধতিতে শিক্ষার্থীদের জিম্মি বা ব্ল্যাকমেইল করা হয়।
*** বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ডিপার্টমেন্টের মেয়েদের কোন পদ্ধতিতে ব্ল্যাকমেইল করে যৌন হয়রানী করে থাকেন, এটাও এখানে প্রাসঙ্গিক। কারণ, তুরুপের তাসগুলি ঘুরেফিরে সেইম ফলাফল, গ্রেডিং, এটেন্ডেন্স, বৃত্তি, সার্টিফিকেট, ...।
৫. দুর্ভাগ্যজনকভাবে, নূর মাইর খাওয়ার সময় ছাত্রদল-শিবিরকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায়না। তবে, উভয় দলের ভাইদের তাঁর প্রতি প্রত্যাশাটা নিজ নিজ দলের কেন্দ্রীয় সভাপতির মতোই; যা সত্যিই হতাশাজনক।
৬. পাশ করার পুর্বে একটি বিল উপস্থাপন করা হলো মূলতঃ একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র (অধিকাংশ ক্ষেত্রেই)। তার আগে বেশ কিছু ধাপ বা প্রক্রিয়া রয়েছে, যা সাধারণতঃ পর্দার অন্তরালেই সম্পন্ন করা হয়ে থাকে, তা জাতীয় সংসদে হোক কিংবা ছাত্র সংসদে। কাজেই, নূরকে ভিসি স্যার এবং সংশ্লিষ্ট প্রভাবশালীরা নিশ্চয়ই আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে, এই বিলের বিরোধিতা করা যাবেনা। তাই নূরও ওই মূখস্থ বুলিটাই আউড়িয়েছে, ‘ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি আগেও নিষিদ্ধ ছিল, এখনও নিষিদ্ধ করা হয়েছে।’
৭. নূরের নিজের প্যানেল সংখ্যালঘু হওয়ায় ঢাবির ছাত্র সংসদে নূরের অসহায়ত্বের প্রমাণঃ
ক) এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘ভিপি নুরুল হক নুর সভা শেষ হওয়ার আগেই বিয়ের একটি অনুষ্ঠানের কথা বলে চলে গেছেন।'
খ) ভিপি নুরুল হক নুর বলেন, ‘যারা জালিয়াতি করে ভর্তি হয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছে, তাদের বিরুদ্ধে এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করলে ছাত্রলীগ প্যানেলের প্রতিনিধিদের তোপের মুখে পড়ে আমি সভা থেকে বের হয়ে যায়। ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন আমার নামে মিথ্যা তথ্য দিয়েছেন, আমি নাকি বিয়েতে অংশগ্রহণের কথা বলে সভা ত্যাগ করি। যা সম্পূর্ণ মিথ্যা এবং অগ্রহণযোগ্য।
৮. এ প্রসংগে ফেইসবুকে স্বমামধন্য 'সাইবার স্পেশালিষ্ট'
ভাইয়ের "সামারাইজিং পোস্ট" টি পড়ে নিতে পারেনঃ
ঢাবি ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রথম মিশন সফল।
রেন্ডিয়ার উপদেশেই তাকে হিন্দুদের পক্ষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। তাদের প্রধান টার্গেট বাংলাদেশ থেকে ইসলামিক আন্দোলন চিরতরে বন্ধ করে দেওয়া। অনেকে বলবে ডাকসুর কাজ এটা। আসলে যে ডাকসু সবটাই ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে সেটা অনেকেই জানেনা। ভিপি নূরু শুধু নামেই পদ নিয়ে বসে আছে বাকিসব কাজ ছাত্রলীগের হাতে হয়। যদি সত্যি সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামি রাজনীতি নিষিদ্ধ হয়ে যায় তাহলে ঢাবিতে কোন রাজনীতিই হতে দেওয়া যাবে না।
রেন্ডিয়ার উপদেশেই তাকে হিন্দুদের পক্ষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। তাদের প্রধান টার্গেট বাংলাদেশ থেকে ইসলামিক আন্দোলন চিরতরে বন্ধ করে দেওয়া। অনেকে বলবে ডাকসুর কাজ এটা। আসলে যে ডাকসু সবটাই ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে সেটা অনেকেই জানেনা। ভিপি নূরু শুধু নামেই পদ নিয়ে বসে আছে বাকিসব কাজ ছাত্রলীগের হাতে হয়। যদি সত্যি সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামি রাজনীতি নিষিদ্ধ হয়ে যায় তাহলে ঢাবিতে কোন রাজনীতিই হতে দেওয়া যাবে না।
বিঃ দ্রঃ প্রাসঙ্গিক লিংক ও ইমেজ সংযুক্ত করা হলো।
#DUCSU #ডাকসু
http://www.banglatribune.com/others/news/555609/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE
Comments
Post a Comment