অরাজনৈতিক স্যারের কাছে খোলা চিঠি
প্রিয় স্যার,
সালাম এবং ভালোবাসা রইলো।
স্যার, "Cowards die doubly" স্টাইলে পুরো জীবনটাই নিরবে নিভৃতে কাটিয়ে দিলেন! আর এখন তথাকথিত
"রাজনীতি বিরোধী অসভ্যদের" স্কুলে পাঠদান শুরু করলেন! বাহ! বাহ! আমি কিন্ত আপনাকে আপনাদের কোন 'পারিবারিক' কোন প্রতিষ্ঠানের দুর্নীতির কথা বলছিনা।
বাট ফেইসবুকে illitaracy rate (%) এর ইফেক্ট টা অফলাইনের চাইতে ভয়াবহ মাত্রায় বেশি .... এটা আপনি জানা সত্বেও তরুণ সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়বে এরকম হাস্যকর ক্যাম্পেইন এ সযত্নে আত্মনিয়োগ করা খুবই দুঃখজনক।
একটা 'শিক্ষা প্রতিষ্ঠানকে' যেমন পারিবারীকিকরণ করা যায়, তেমনি রাজিনীতিকেও করা যায়; তার উদাহারণ কেবল বংগবন্ধু পরিবার, শহীদ জিয়া পরিবার, ভূট্টো পরিবার, বুশ পরিবার, কেনেডি পরিবার কিংবা ক্লিনটন পরিবারই নয়, আপনার বাড়ির পাশেই দুই উপজেলা পরও দেখতে পাবেন। পাবলিকে কয় "বদির বদলে বদু, লাউয়ের বদলে কদু!" 😀
করুননা রাজনীতিটাও 'দখল।' অন্ততঃ কক্সবাজারবাসী উপকৃত হবে। জানি, কাজটা নিজ জমিতে শিক্ষা প্রতিষ্ঠান করার মতো কুসুমাস্তীর্ণ নয়। তারপরও বললাম, কারণ আপনার পরিবারের সকল সদস্যবৃন্দই উচ্চশিক্ষিত ও মেধাবী। আর 'মাদক সেবন ও বিক্রয়' এর ইতিহাস যে আপনাদের কারোই নেই, তা শত্রুও স্বীকার করতে বাধ্য।
দুর্নীতি কোথায় নাই, স্যার? সব দোষ রাজিনীতির! বিশ্বাস করুন, স্যার ... *** লেভেলের একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে যা দুর্নীতি করতে হয়, ন্যাশনওয়াইড জনপ্রিয় রাজনৈতিক দলগুলির একটি জেলা শাখার নেতৃবৃন্দের অতটা দুর্নীতি করার প্রয়োজনে পড়েনা। কাজেই এত ভয়ের কিছু নাই, দুনিয়াতে আমরা কেউই ধোয়া তুলসীপাতা নই। নিজের নৈতিক মনোবলটাই মূখ্য বিষয়।
আপনারা রাজনীতিতে আসছেননা বলেই আজকে "রাজনীতি, সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ব্যবসা ও মাদক সেবন" একই সমান্তরালে চলছে। রোজ হাশরের দিন পরবর্তী প্রজন্মের অভিশাপ এবং অভিযোগ এর জবাব দিতে পারবেন তো?
বয়সের কথা ভাবছেন? আমেরিকার Founder Father জর্জ ওয়াশিংটনকে যিনি পরাজিত করেছিলেন, তাঁর কাহিনী নিশ্চয়ই বিস্মৃত হননি।
তাও যদি সাহস সঞ্চয় করতে না পারেন, দয়া করে আমাদেরকে শেখানো আপনার Silence is gold পদ্ধতিটাই কি মন্দের ভালো ছিলনা, স্যার। আল্লাহর ওয়াস্তে ঘৃণা ছড়াবেননা। অন্ধদেরকে আরো অন্ধ কিংবা পথহারাদেরকে আরো পথহারা করে দেবেননা, প্লিজ। এমনিতেই নৈতিকতার অবক্ষয়ে জর্জরিত তরুণ সমাজ, তার উপর তাদেরকে আর ভুল মেসেজ দেবেননা, প্লিজ।
অতিরিক্ত লিখে আপনার ধৈর্যচ্যুতি ঘটাতে চাইনা। শেষ প্রান্তে এসে কেবল মনে করিয়ে দিতে চাই, Doctor can kill a patient, but a teacher can kill a nation.
ধন্যবাদ, স্যার। ভালো থাকুন, দীর্ঘজীবী হোন। আমিন।
সালাম এবং ভালোবাসা রইলো।
স্যার, "Cowards die doubly" স্টাইলে পুরো জীবনটাই নিরবে নিভৃতে কাটিয়ে দিলেন! আর এখন তথাকথিত
"রাজনীতি বিরোধী অসভ্যদের" স্কুলে পাঠদান শুরু করলেন! বাহ! বাহ! আমি কিন্ত আপনাকে আপনাদের কোন 'পারিবারিক' কোন প্রতিষ্ঠানের দুর্নীতির কথা বলছিনা।
বাট ফেইসবুকে illitaracy rate (%) এর ইফেক্ট টা অফলাইনের চাইতে ভয়াবহ মাত্রায় বেশি .... এটা আপনি জানা সত্বেও তরুণ সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়বে এরকম হাস্যকর ক্যাম্পেইন এ সযত্নে আত্মনিয়োগ করা খুবই দুঃখজনক।
একটা 'শিক্ষা প্রতিষ্ঠানকে' যেমন পারিবারীকিকরণ করা যায়, তেমনি রাজিনীতিকেও করা যায়; তার উদাহারণ কেবল বংগবন্ধু পরিবার, শহীদ জিয়া পরিবার, ভূট্টো পরিবার, বুশ পরিবার, কেনেডি পরিবার কিংবা ক্লিনটন পরিবারই নয়, আপনার বাড়ির পাশেই দুই উপজেলা পরও দেখতে পাবেন। পাবলিকে কয় "বদির বদলে বদু, লাউয়ের বদলে কদু!" 😀
করুননা রাজনীতিটাও 'দখল।' অন্ততঃ কক্সবাজারবাসী উপকৃত হবে। জানি, কাজটা নিজ জমিতে শিক্ষা প্রতিষ্ঠান করার মতো কুসুমাস্তীর্ণ নয়। তারপরও বললাম, কারণ আপনার পরিবারের সকল সদস্যবৃন্দই উচ্চশিক্ষিত ও মেধাবী। আর 'মাদক সেবন ও বিক্রয়' এর ইতিহাস যে আপনাদের কারোই নেই, তা শত্রুও স্বীকার করতে বাধ্য।
দুর্নীতি কোথায় নাই, স্যার? সব দোষ রাজিনীতির! বিশ্বাস করুন, স্যার ... *** লেভেলের একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে যা দুর্নীতি করতে হয়, ন্যাশনওয়াইড জনপ্রিয় রাজনৈতিক দলগুলির একটি জেলা শাখার নেতৃবৃন্দের অতটা দুর্নীতি করার প্রয়োজনে পড়েনা। কাজেই এত ভয়ের কিছু নাই, দুনিয়াতে আমরা কেউই ধোয়া তুলসীপাতা নই। নিজের নৈতিক মনোবলটাই মূখ্য বিষয়।
আপনারা রাজনীতিতে আসছেননা বলেই আজকে "রাজনীতি, সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ব্যবসা ও মাদক সেবন" একই সমান্তরালে চলছে। রোজ হাশরের দিন পরবর্তী প্রজন্মের অভিশাপ এবং অভিযোগ এর জবাব দিতে পারবেন তো?
বয়সের কথা ভাবছেন? আমেরিকার Founder Father জর্জ ওয়াশিংটনকে যিনি পরাজিত করেছিলেন, তাঁর কাহিনী নিশ্চয়ই বিস্মৃত হননি।
তাও যদি সাহস সঞ্চয় করতে না পারেন, দয়া করে আমাদেরকে শেখানো আপনার Silence is gold পদ্ধতিটাই কি মন্দের ভালো ছিলনা, স্যার। আল্লাহর ওয়াস্তে ঘৃণা ছড়াবেননা। অন্ধদেরকে আরো অন্ধ কিংবা পথহারাদেরকে আরো পথহারা করে দেবেননা, প্লিজ। এমনিতেই নৈতিকতার অবক্ষয়ে জর্জরিত তরুণ সমাজ, তার উপর তাদেরকে আর ভুল মেসেজ দেবেননা, প্লিজ।
অতিরিক্ত লিখে আপনার ধৈর্যচ্যুতি ঘটাতে চাইনা। শেষ প্রান্তে এসে কেবল মনে করিয়ে দিতে চাই, Doctor can kill a patient, but a teacher can kill a nation.
ধন্যবাদ, স্যার। ভালো থাকুন, দীর্ঘজীবী হোন। আমিন।
Comments
Post a Comment