আপনার আদরের মেয়ে কিংবা বোনটা স্কুল কলেজ কোচিং এর নামে কোন পার্কে যায়? কোন হোটেলে যায়? খবর রাখিও, সম্মানিত অভিভাবকবৃন্দ
আপনার আদরের মেয়ে কিংবা বোনটা স্কুল/কলেজ কোচিং এর নামে কোন পার্কে যায়? কোন হোটেলে যায়? খবর রাখিও, সম্মানিত অভিভাবকরা!
পাশাপাশিঃ
* আকষ্মিকভাবে পরা নুতন জামাটি /হ্যান্ড ব্যাগ/ জুতো জোড়া
* হাতে ফোনের নতুন মডেলটি আপনিই কিনে দিয়েছেন নাকি অন্য কেউ সেটাও খেয়াল করতে হবে।
* স্কুলের শ্রেণী শিক্ষক সহ অন্যান্য পরিচিত টিচার,
* কোচিং / প্রাইভেট টিচার,
* আপনার ছেলে মেয়ের সহপাঠীদের মধ্যে আপনার প্রতিবেশি/আত্মীয় কিংবা অন্য কোন আস্থাভাজন যারা তাদের সাথে ও তাদের বাবা-মার সাথে আপনার সন্তানের কিংবা তাদের নিজেদের/সন্তানের পড়াশুনার অগ্রগতি, নিয়মিত/বিলম্বিত উপস্থিতি, ভালো দিকগুলো এবং খারাপ আশক্তিগুলো সম্পর্কে কৌশলে আলাপ করে জেনে নিন... এবং সংশ্লিষ্ট ফ্যাক্টগুলোতে ধীর স্থির, সুচিন্তিত অথচ কার্যকর পদক্ষেপ নিন।
আপনার ছেলে কিংবা মেয়েকে যে পরিমাণ হাতখরচ দেন তা থেকে নাস্তা পানি, শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া-আসা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে তাদের পক্ষে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলা কিংবা আন-ইন্টারাপ্টেড হেভি ডাটা (MB) ব্যবহার করা সম্ভব কিনা, সেটা ভাবাটা আরো বেশি জরুরী। যদি মনে করেন সম্ভব, ধরে নেন আপাততঃ ঠিক আছে। কিন্তু যদি মনে করেন, সম্ভব নয়... তাইলে নিশ্চিত থাকেন আপনার পরিবারের ভাগ্যাকাশে ১০ নাম্বার মহা বিপদ সংকেত চলছে।
★★★ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রতিমাসে আপনার সন্তানের পড়াশোনার অগ্রগতি ও সোশ্যাল এক্টিভিটি এর পাশাপাশি তার আদব আখলাক, দ্বীনদারিতা ও মানবিক আচরণ/কার্যক্রম সম্পর্কে ১০ স্কেলে মনে মনে মূল্যায়ন করুন। ফলাফল ৮ এর নিচে হলে ইমপ্রুভমেন্ট এর জন্য প্রয়োজনীয় কাউন্সেলিং করুন কিংবা যথাযথ পদক্ষেপ নিন।
★★★ আত্মীয়-স্বজন কিংবা পাড়া প্রতিবেশী অসুস্থ শুনলে (প্রযোজ্য ক্ষেত্রে) নিজে না গিয়ে আপনার সন্তানদেরকে (বয়স ও পরিপক্বতার বিচারে) পাঠান উপযুক্ত খাবার, পথ্য কিংবা অর্থ সাহায্য সহকারে কিংবা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে। কাউকে হাসপাতালে ভর্তি করা লাগলে আপনার সন্তানকে সবার আগে পাঠান। এটা প্র্যাত্যাহিক পড়াশুনার কিংবা কোচিং প্রাইভেট এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন, আপনার সন্তান যাতে মানব থেকে দানবে পরিণত না হয় এবং পরকালীন পরিণতি নিয়ে ভীত হয় (তাকওয়া/খোদাভীতি তৈরী হওয়া), তার জন্য এটাই সর্বোত্তম মাধ্যম।
★★★ রাজনীতি প্রসঙ্গেঃ আপনার সন্তান ছাত্র রাজনীতি করতে চাইলে তাকে বাধা দেওয়ার দরকার নাই। কেননা, এটা তার/তাদের মানবিক ও সামাজিক গুণাবলী বিকশিত হবার অনন্য মাধ্যম .... 👹👹👹 তবে তারা যাতে কোনো অবস্থাতেই ধর্ষণ, ইভটিজিং কিংবা মাদক সেবন/বিক্রির জন্য বিখ্যাত কোন রাজনৈতিক দল বা কিশোর গ্যাং এর সাথে যুক্ত হতে না পারে এবং ওসব দল/গ্যাং এর ছেলেমেয়েদের সাথে মেলামেশা না করে👹👹👹 সে ব্যাপারে ম্যাক্সিমাম লেবেলের সতর্ক ও যত্মবান হওয়া অতীব জরুরী... এমনকি ওসব দল বা গ্যাং এর সাথে আপনি নিজে যুক্ত থাকলেও।
Comments
Post a Comment