ইমরান খান ভন্ড! বেলুচিস্তানের স্বাধীনতা দিচ্ছেননা কেন?
"পূর্ব পাকিস্তানকে" স্বাধীন করার জন্য "ভারত" কেন সর্বোতভাবে সাহায্য করেছিল বলতে পারবেন? নিশ্চয়ই এটা ভগবান কিংবা গোমাতাকে খুশি করার জন্য নয়? আর আপনি যদি এবার কাশ্মীর ইস্যুটা সরাসরি "পুর্ব পাকিস্তান বিচ্ছিন্নকরণ" এর সাথে খাপে খাপে মিলিয়ে নিতে চান, তাইলে আমার আপত্তি নেই, যদিও এখানে 'ইসলামী বা মুসলিম ভ্রাতৃত্ববোধ' এর বিষয়টাও যে জড়িত, তা সুপ্রমাণিত। কাশ্মীরের স্বাধীনতা যোদ্ধাদেরকে 'মুজাহিদিন' বলা হয় এটা নিশ্চয়ই জানেন? প্রাসংগিকভাবে, মুসলিম আরাকান, পাত্তানী, কুর্দিস্তান, ঝিংঝিয়াং .... এই দেশগুলি স্বাধীন কেন হতে পারছে না জানেন? কারণ এগুলোকে স্বাধীন করার জন্য পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্রগুলির বাংলাদেশ স্বাধীন হওয়া কিংবা কাশ্মীরের জিহাদে সহযোগিতা করার মতো বড় ধরনের কোন গুরুত্বপূর্ণ আঞ্চলিক, ধর্মীয় কিংবা অর্থনৈতিক স্বার্থ বা লাভ নেই সেজন্য। কিছু ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্যহীনতাও অবশ্য দায়ী। আর বেলুচিস্তানের তথাকথিত স্বাধিকার আন্দোলনের পেছনে রয়েছে ট্রিপল কন্সপারেসি (Triple Conspiracy) থিওরি যা আমি নিচে ব্যাখ্যা করার চেষ্টা করছি। ১/...