শিক্ষা ব্যবস্থাকে চূড়ান্তভাবে ধ্বংস করতে আস্তিক+মুসলিম 'সচিব ও ডিসিশন মেকারদেরকে' NCTB থেকে সরিয়ে দেওয়া হচ্ছে!
* NCTB (এনসিটিবি) এর পূর্ণরূপ হলো, ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সটবুক বোর্ড, ইংরেজিতে "National Curriculum and Textbook Board." বাংলায় যার অর্থ দাঁড়ায় "জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড", যেখান থেকে আপনার আমার সন্তানদের শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্য বই-পুস্তকগুলি লিখা, মনোনয়ন, ছাপানো এবং সিলেবাস প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়।
* প্রাসঙ্গিকঃ নিচের লিংকে ক্লিক করে রোমহর্ষক সব তথ্যাবলী সম্বলিত আমার এই ব্লগ পোস্টটি পড়ুন; দেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।
*** ষড়যন্ত্রের নীলনকশা সম্পর্কে বর্তমানে বেশ আর কম সবাই অবগত, খালি প্রকাশ্যে মুখ খুলতে পারছিনা, এই যা। কাজেই, সাংবাদিক ইলিয়াস সাহেবের পরিপূর্ণ ফিচার প্রতিবেদনটি সংযুক্ত করার পর আমি আমার নিজের কোন মতামত দেওয়ার প্রয়োজন মনে করলাম না।
তবে, ভিডিওর শেষের দিকের ৩/৪ মিনিটে ওনার আহ্বানগুলি দেশ ও দশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, প্রতিবাদী হই, রুখে দাঁড়াই।
আরো পড়ুনঃ
Comments
Post a Comment