চসিক নির্বাচনের ফলোআপঃ ৪টি লাশ, জালভোট সহ ২২% ভোট কাস্ট ও নায়ক রিয়াজদের নির্লজ্জ চামচামি!

"বাঁচতে হলে শুনতে হবে" --- ডাকসু ভিপি নুরের বক্তব্যটি চসিক নির্বাচনের একটি পরিপূর্ণ ফলোআপ। দয়া করে একটু সময় নিয়ে নিচের লিংকে ক্লিক করে দেখুন, স্টাডি করুনঃ 

সোশ্যাল মিডিয়ায় অকাট্য দলিল সহকারে বিভিন্ন একটিভিস্টগণের পোস্ট করা ছবি ও ভিডিও সহ বিভিন্ন পোস্ট এখানে সংযুক্ত করা হলো। 
(পরিবর্তিত পরিস্থিতিতে সঙ্গত কারণে কার্টেসি দেয়া থেকে বিরত থাকলাম)।

=====

👉 চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটারদের কাছ থেকে ব‍্যালট পেপার কেডে নিয়ে সিল মারতেছে আওয়ামী সন্ত্রাসীরা।
এটাই সুষ্ঠু নির্বাচন যা আমরিকাতে হয়নি।
মহিলা ওয়াড কাওনসিলর আওয়ামীলীগের ভোট
ডাকাতী দেখে অসহায় হয়ে কাদেছেন রাস্তায় রাস্তায়।
ভিডিওর লিংক

👉  চসিক নির্বাচন : খুন, হামলা আর সংঘর্ষের মাঝে শেষ হলো ভোটগ্রহণ😁😁

মন খারাপের কোন কারণ নেই, জনগণ উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়েছে😁😁

মুরিদরা বলবে, উল্টো 🤬


👉 ভোট দিতে না পেরে দাদীর আর্তনাদ

👉 খুঁজে দেন সোনার ছেলেকে!!

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সহিংসতায় জড়িত অস্ত্রধারী ছাত্রলীগ নেতা আ ফ ম সাইফুদ্দিনকে খুঁজছে পুলিশ।

👉 বাংলাদেশের প্রিতিটি মা বাবার উচিৎ
তার সন্তান কে আওয়ামীলীগ নামক জালেম
খুনি দল থেকে বিরত রাখা।

মা বাবা তার সন্তান কে এই দল থেকে ফেরাতেনা পারলে দুনিয়া ও আখেরাতে এর চরম মূল‍্য দিতে হবে।


👉 চসিক নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে: সিএমপি😁😁

পাডার পো পাডাগুলো খালি গুজব ছড়ায়😝😝

চট্টগ্রামের নির্বাচন অনিয়মের মডেল : মাহবুব তালুকদার😙😙
কাগু, আপনি একমাত্র মাঝেমধ্যে দু-একটা হাচা কথা কন, কিন্তু লাভের তো কিছু হয় না🥱
গণতান্ত্রিক অধিকার টোটালি হারিয়ে ফেলে আমরা হিজড়া ন্যায় হয়ে গেছি।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে তার সরকারি বাসভবন থেকে চট্টগ্রাম সিটি নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারিজনিত শঙ্কা কাটিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো সন্তোষজনক। নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা না করায় এবং গণপরিবহন বন্ধ ছিলো বিধায় ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কিছুটা কম হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কর্তৃক ইভিএম মেশিন ভাঙা ও কেন্দ্র দখলসহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতার পথ বেছে নিয়েছে বিএনপি। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে। বরাবরের মতো বিএনপি ভোটের মাঠে অংশগ্রহণ না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিস্থিতি সৃষ্টি করে তার দায়ভার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপানোর চেষ্টা করছে।’

ফাইনালি.....  লন, ইকটু হাইসা লই!🤣🤣🤣

Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই