ফিলিস্তিনি বৃদ্ধ সিংহ বনাম আমাদের ঘরকুনো, আয়েশপ্রিয় জাতি ও নতজানু সরকার!

শুরুতেই একটি বহুল-প্রচলিত গল্প বলিঃ
একটি গর্ভবতী  হাতি ও  কুকুরের গল্প
একটি হাতি ও একটি কুকুর একই সময় গর্ভবতী হলো। ৬ মাস পরে কুকুরটি ৪টি বাচ্চা প্রসব করলো। হাতি তখন গর্ভবতি। তার ৪মাস পরে আরও ৬টি বাচ্চা প্রসব করলো। হাতি তখনও গর্ভবতি। ১৮ মাস পরে কুকুরটি ৪ বার মা হলো। হাতি তখনও গর্ভবতি।

অষ্টাদশ মাসে কুকুরটি হাতির কাছে জিজ্ঞাসা করে, "আপনি কি নিশ্চিত যে আপনি গর্ভবতী? কারন আমি এতবার মা হলাম আর আপনার এখনও বাচ্চা হলো না!"
হাতি জবাব দিল, আমি কুকুরছানা নয়, হাতি শাবক প্রসব করি। আমার বাচ্চা যখন মাটিতে পড়ে, তখন পৃথিবী তা অনুভব করে। আমার বাচ্চা যখন রাস্তা অতিক্রম করে সবাই জানবে যে, কিছু একটা রাস্তা দিয়ে যাচ্ছে। মানব সমাজ  অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং প্রশংসা করতে থাকে। 

আমি যা বহন করি, সেদিকে সবার দৃষ্টি আকৃষ্ট হয় এবং তা শক্তিশালী ও দুর্দান্ত!

কিন্তু তোমার বাচ্চা এমন হবে না। তাই আমার বাচ্চা দেরি করে আসবে। 

মোরাল
১. সঠিক আত্মপরিচয় এবং
২. সুদৃঢ় আত্মবিশ্বাস এর প্রয়োজনীয়তা।


বিলাল আল আশরাম এক বিল্পবী দেশ প্রেমিকের নাম, যে ২০১৮ সালে প্যালেস্টাইনে ইজরায়েলি অধিপত্য বিস্তারের প্রতিবাদে গাঁজা সীমান্তে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহন করে। 
কিন্তু সে বিক্ষোভ থেকে ফেরা হল না আর!

তার মা নিসমা'র কথায় "আমি এখনো বিশ্বাস করমে পারছিনা আমার ছেলে আর পৃথিবীতে নেই। সে ছিল আমার পুরো পৃথিবী, আট সন্তানের মধ্যে সেই বড়, হাইস্কুল শেষ করেছে মাত্র। আমার স্বামী ছয় বছর যাবত জর্ডানে কর্মরত। স্বামীর অনুপস্থিতিতে সে-ই পুরো পরিবারকে আগলে রাখত"। 
" আমি তাকে বিক্ষোভে অংশ নিতে নিষেধ করেছিলাম, কিন্তু সে শুনেনি আমার কথা। ঘর থেকে বেরোনোর সময় তার পথ রোধ করে আটকাতে চেয়েছি কিন্তু পারিনি, আজ সে বুঝি পৃথিবীতে নেই"😭 

আমারা বিশ্বাস করি একদিন প্যালেস্টাইন মুক্ত হবে। সেদিন হয়ত নিসমা গর্ববোধ করে বলবে "আমার ছেলে বিলালের রক্তও মিশে আছে প্যালেস্টাইনের এই মুক্ত ভূমিতে"✌️ 

Palestine will be free In sha Allah 

Hasan Mahmud 

#GZR #MNUB
নিচের ছবিতে গুলতি হাতে শস্রুমন্ডিত যে বৃদ্ধ মুরবীকে দেখতে পাচ্ছেন, ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের "দেইর জারির" গ্রামের বাসিন্দা ওনি। নাম শেখ সাইয়েদ আর্মি জারবাহ। 
'ইন্তিফাদা' এর মধ্য দিয়ে বয়সটা কখন যে গোধূলীলগ্নে পৌঁছে গেছে, সেদিকে ভ্রুক্ষেপ করতে নারাজ এই ফিলিস্তিনের বৃদ্ধ সিংহ! 

মাথা গোঁজার ঠাঁই তথা বসতবাড়ি সমেত এলাকাটা দখল করে নিতে এসেছে অবৈধ ইহুদী বসতি স্থাপনকারীরা। আরতো ঘরে বসে থাকা যায়না। পাড়ার তরুণ যুবকদের সাথে নেমে পড়েছেন  দখলদার শত্রদেরকে ঠেকাতে। হাতে তুলে নিলেন সেই চিরচেনা গুলতি...! বাকীটা দেখুন নিচের ফুটেজেঃ 


টুইটারে (Twitter) ভিডিওটি আরো দীর্ঘ পরিসরে দেখুন। লিংক


একটা বিদেশী পত্রিকা মারফত জানা গেছে দুর্ভাগ্যজনকভাবে, অসীম সাহসী এই বৃদ্ধ-সিংহকে ইসরাইলি দখলদার বাহিনী জানুয়ারির ৮ তারিখ অ্যারেস্ট করেছে, ইন্না-লিল্লাহ। যদিও জীবনে এ ধরনের অভিজ্ঞতা  হয়তো ওনার নতুন নয়, তারপরেও সমগ্র মুসলিম উম্মাহর সকলের পক্ষ থেকে উনার জন্য হৃদয়ের গভীর থেকে দুয়া করছি; আল্লাহ ওনাকে হেফাজত করুন, আমিন। 

কিন্তু গ্রেফতার হওয়ার পুর্বে এরকম পড়ন্ত বয়সে ওনার প্রদর্শিত অদম্য সাহস, দুর্দমনীয় কর্মস্পৃহা  সারা দুনিয়ার সকল নিপীড়িত মুসলিম জাতির জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে, নিঃসন্দেহে। 

চলচ্চিত্রের কোন দৃশ্য নয়-
গাজার সীমান্তে ইসরায়েলি ইহুদী সেনাদের বর্বর হামলায় আহত হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন বাবা,ছেলে পিছনে ফিরে দেখে বাবা পড়ে গেছেন,ইসরাইলি বাহিনীর গুলিকে পরোয়া না করে বাবাকে উদ্ধারে বীরের মত ঝাপিয়ে পড়ে।
শিশুটিকে দেখে পুরো বিশ্ব হতবাক!
আজাদ হোক ফিলিস্তিন😍😍😍

অস্ত্রধারী ইসরাইলী সৈন্যকে উপরে উঠিয়ে আছাড় মারার দৃশ্য!

লক্ষ্য যদি সঠিক হয়,অস্ত্রের সামনে ও মুসলমানরা কাফেরদের ভয় করে না।

_হাতে অস্ত্র থাকা সত্ত্বেও ইসরাইলী সৈন্যকে উপরে উঠিয়ে আছাড় মেরেছে শহীদী তামান্না নিয়ে জন্ম নেওয়া ও বেঁচে থাকা জাতী ফিলিস্তিনি এক তরুন।

_স্যালুট! তোমায় হে, বীর ফিলিস্তিনি যুবক!

_হাতে অস্ত্র থাকা সত্ত্বেও ইসরাইলী সৈন্যকে উপরে উঠিয়ে আছাড় মারার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল.......ঈমানের তেজ বাতিল কে মহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে,,,,
আল্লাহু আকবার--


******** ফিলিস্তিন অধ্যায় শেষ *******

আসুন, এবার ফিলিস্তিনের মতোই আরেকটা পাহাড়ি জনপদ এর গল্প শুনি। দুনিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের অধিকারী ছোট্ট দেশটির নাম নেপাল।

মাত্র বছর খানেক আগে নেপালের এক লোক মারা যায় ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে, মানে বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিদিন কুকুরের মত মরে ঐরকম কান্ড ঘটাতে চেয়েছিল আরকি। দেখা গেল পরেরদিন নেপালের প্রায় সবগুলো মানুষই রাজপথে নেমে আসে এবং ভয়াবহ জনবিস্ফোরণের সম্মুখে খোদ নরেন্দ্র মোদিই ক্ষমা চাইতে বাধ্য হয় এবং ক্ষতিপূরণের অংগীকার করে। 

পরবর্তীতে আরো একবার মনে হয় ঘটেছিল একই কান্ড এবং যথারীতি 'ফিকশনাস পরাশক্তি' ভারত সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়। এরকম মাত্র দুই একটা ঘটনাবলীর প্রেক্ষিতে নেপালীরা স্থায়ীভাবে ইন্ডিয়ার পণ্য বর্জন করা শুরু করে এবং সীমান্তে ভারতীয়দের পারাপারের ব্যাপারে কড়াকড়ি আরোপ করে এমনকি ধাওয়া করতে গিয়ে নেপালি নিরাপত্তারক্ষীরা এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করে। জবাবে তেমন কিছুই করার ছিলনা  ভারতীয়দের। ধারাবাহিক প্রতিক্রিয়া হিসেবে দুনিয়ার  অন্যতম বৃহত্তর সেনাবাহিনীর অধিকারী ইন্ডিয়ার সীমান্তরক্ষীদের সাথে প্রায়ই 'বেপরোয়াভাবে' গুলি বিনিময় করতে দেখা যায় নেপালীদের। সমন্তরালে বেপরোয়া দেখা গেল নেপালী প্রধানমন্ত্রীর বিভিন্ন ব্রিফিংগুলি।

অবশেষে, নেপাল নিজেদের মানচিত্র পরিবর্তন করে এশিয়া মহাদেশের জঘন্যতম সাম্রাজ্যবাদী রাষ্ট্র ভারতের ভেতরের নিদ্রিষ্ট কিছু অংশকে নিজেদের বলে দাবি করতে থাকে নেপাল যার 'তেব্র প্রতিক্রিয়া' জানানো ছাড়া বিপরীতে কোন দালিলিক প্রমাণ দেখাতে পারলোনা ভারত সরকার! 

*** ঘটনাগুলি মোটামুটি প্রায় সবাই জানেন, তাই খুব বেশি লিংক দেওয়া হলনা। তবে, সময় সুযোগমতো কিছু লিংক যুক্ত করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। 

******** এবার বাংলাদেশ অধ্যায় *******

শুরুতেই একটা ব্যস্তানুপাতিক পোস্ট পড়তে মন চাইলে নিচে ক্লিক করুনঃ

ঘৃণ্য পরিবারতন্ত্রঃ শেখ পরিবারের রাহুগাসের কবলে ২১শতকের বাংলাদেশ। 


পড়েছেন? 

আসুন, এবার পবিত্র কুরআনের একটা আয়াত তিলাওয়াত করে মনটা একটু শীতল করার চেষ্টা করিঃ

তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী-পুরুষ আর শিশুদের (রক্ষার) জন্য লড়াই করবে না, যারা দু‘আ করছে- ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এ যালিম অধ্যূষিত জনপথ হতে মুক্তি দাও, তোমার পক্ষ হতে কাউকেও আমাদের বন্ধু বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকেও আমাদের সাহায্যকারী করে দাও।’ (সূরা আন নিসা, আয়াতঃঃ ৭৫)

কিন্তু, কতক্ষণ আর মন শীতল থাকে বলুন.... যদি আইনের পোশাক পরেই অর্ধ শতাধিক মা-বোনকে ধর্ষণ করার খবর কানে আসে? 

পড়ুনঃ ইউনিফর্মের জোরে  কুখ্যাত "সিরিয়্যাল ধর্ষক" ওসি প্রদীপের "অর্ধশতাধিক রোমহষর্ক ধর্ষণের কাহিনী"!  লিংক



#Palestine #FreePalestinians

#FreePalestine #SaveAlAqsa

#SaveAlQuds

#SaveGaza

#BDS

Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই