Skip to main content

শেখ পরিবারের দুঃশাসনের রক্ষাকবচ আজিজ পরিবারের ৫ খুঁটি! আল জাজিরার ভিডিও প্রতিবেদনের অনুবাদ ও পর্যালোচনা সমূহ

০১/০২/২০২১:  অবশেষে.... হাসিনার দীর্ঘ দিনের কুকীর্তি ফাঁস করলো আলজাজিরা! আসুন সবাই মিলে আওয়াজ তুলি, ''মাদার অফ মাফিয়া নিপাত যাক, জনগন মুক্তি পাক।"  Al Jazeera - এর অফিশিয়াল Youtube চ্যানেলে প্রকাশিত  সম্পূর্ণ প্রতিবেদনের বাংলা ডাবিং  

১. অনুসন্ধানী প্রতিবেদনটির ফেইসবুক ভিডিওর (ইংরেজি) লিংকঃ

২. অনুসন্ধানী প্রতিবেদনটির ইউটিউব ভিডিওর (ইংরেজি) লিংকঃ 

৩. বাংলা সাব-টাইটেল সংযুক্ত ভিডিওর লিংক, পর্ব-১ঃ 

৪. বাংলা সাব-টাইটেল সংযুক্ত ভিডিওর লিংক, পর্ব-২ঃ

৫. বাংলা সাব-টাইটেল সংযুক্ত ভিডিওর লিংক, পর্ব-৩ঃ

৬. বাংলা সাব-টাইটেল সংযুক্ত ভিডিওর লিংক, পর্ব-৪ঃ


*** বাংলা ডাবিংসহ সম্পূর্ণ ভিডিও প্রতিবেদনটি দেখুন ফেইসবুকে (ভিডিও)


📝📝 জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডয়সে ভেলের ফলোআপ প্রতিবেদনঃ

📝📝 সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হাইভোল্টেজ টকশোর নির্মাতা, সর্বজনপ্রিয় Face the People এর উদ্যোগে পর্যালোচনামূলক টকশো চলছে। 

*** আছেনঃ  জনাব নাইমুল ইসলাম খাঁন, বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক। 

এবং জনাব তাজ হাশমি 
বিশিষ্ট ইতিহাসবিদ , সাবেক শিক্ষক 
ঢাকা বিশ্ববিদ্যালয়। 

এখানেও ভিডিও আলোচনার পাশাপাশি পাবলিক কমেন্টগুলি খুবই গুরুত্বপূর্ণঃ  লিংক 



📝📝 ভয়েচ অফ আমেরিকার (VOA) উদ্যোগে অনুষ্ঠিত পর্যালোচনামূলক প্রতিবেদন। আছেন ঢাকা বিশ্ববিদ্য়ালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল । আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।

ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: সাফিউল মাসুদ


আল জাজিরা বাংলা থেকে বেরিয়ে এসেছে সেই তথ্য।

আসুন, জেনে নিই.... কে এই সামি? (ভিডিও) 

অরিজিনাল সামী -

দেশবাসীর কাছে নিচের মেসেজ টি পাঠিয়েছেন। 
"বাংলাদেশের মানুষদের কাছে এ সন্ত্রাসীদের মুখোশ ও অপকর্ম প্রকাশের যে দায়িত্ব আমার ছিলো আমি তা পালন করেছি এবং করবো , নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে পারি। বাংলাদশের আজ আমাদেরকেই প্রয়োজন।"

আমার কথা -

Who is Sami? - নামটি ছদ্ম -

সামী বাংলাদেশ মিলিটারী একাডেমীতে ক্যাডেট হিসেবে ২০০০ সালে ঢুকেন অফিসার হবার জন্য। তখন তাঁর বয়স মাত্র ১৯। শারীরিক সমস্যার কারনে তিনি মিলিটারী ট্রেইনিং শেষ করতে পারেন নাই এবং ২০০২ সালে ফাইনাল টার্মে বের হয়ে যেতে হয় । এরপর তিনি হাংগেরীতে চলে যান রুটি রুজির জন্য। গড়ে তোলের নিজস্ব ব্যাবসা প্রতিষ্টান। 

Mbi Munshi ভাইয়ের আইডিতে পড়ুন উপরোক্ত ভিডিওটির টেক্সট ভার্সন


ডিজিএফআই কর্তৃক জুচ্চুরি করে ইসরাইলের কাছ থেকে দেশের নাগরিকদের বিরুদ্ধে আড়িপাতা যন্ত্র কেনার কাহিনী বিস্তারিত পড়ুন আমাদের প্রিয় অ্যাক্টিভিস্ট ডোনাল্ড ট্রাম্প এর পোস্টেঃ
আল জাজিরার প্রতিবেদনে, বাংলাদেশ ইন্টেলিজেন্স DGFI এর রহস্যজনক প্রযুক্তি সামগ্রী ক্রয় বিস্তারিতঃ
____________________________________
আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে হাঙ্গেরি প্রবাসী সামির সাথে বাংলাদেশের মিলিটারি তথা কাউন্টার ইন্টিলিজেন্স এজেন্সি DGFI এর ৪ জন অফিসার দেখা করে হাঙ্গেরি তে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বসে বৈঠকে এটা নিশ্চিত হয় সামি যে DGFI এর ওই ৪ জন অফিসার ইসরাইলের সভরেন সিস্টেম কোম্পানির কাছ থেকে এবং এবং ইসরাইলের ডিলার জেমস ম্যালোনি ডিলটা ফাইনাল করে করে যে বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা DGFI ইসরাইলের কাছ থেকে PICSIX P6 মডেলের ইন্টারসেপ্টার কিনছে।
.
কিন্তু বাংলাদেশ যেহেতু ৪র্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ধর্মপ্রান মুসলিমদের দেশ এবং ফিলিস্তিনের ভাইবোনদের প্রতি অনেক সহনশীল তাই এটি প্রকাশ পেলে হয়তো সমস্যা হবে।
.
তাই কৌশলে ভুল দেশ ও ভুল কোম্পানির নাম দিয়ে দেয় DGDP এর টেন্ডারে..... 


👉👉  ফেইসবুকে ভূ-রাজনীতি ও সমর কৌশল বিষয়ের উপর নিয়মিত লেখক Hasan Akand ভাইয়ের পোস্টের লিংকঃ 

👉👉  নেট দুনিয়ার ভাইরাল আল জাজিরার তদন্ত রিপোর্ট। 

সত্যি ভয়ংকর!! অবিশ্বাস্য তদন্ত প্রতিবেদন। প্রতি পরতে পরতে ভয়াবহ আতঙ্কের হাতছানি। বিপদজনক হয়ে উঠতে পারে ভীতুদের জীবন যদি শেয়ার করেন। সাহসী, আত্মবিশ্বাসী ও ঈমানী শক্তিতে বলীয়ান না হলে শেয়ার করবেন না কেউ। তবে নীরবে চুপচাপ দেখতে পারেন কিভাবে দেশের বারোটা বাজালো একটা আজ্জু সাজ্জু হাজ্জু আওয়ামী সাইকো চক্রের অপরাধ আয়োজন। ভিডিও কার্টেসী #dhakamafia
Al Jazeera English


👉👉 পড়ুন বিখ্যাত এনালিস্ট, বাংলাভাষী টপ-থ্রী ব্লগারদের একজন, লিজেন্ডারি রাজরাজনৈতিক সমালোচক এবং সাম্প্রতিককালে একাধিক বেস্ট সেলার বইয়ের  লেখক ডাক্তার পিনাকী ভট্টাচার্য স্যারের ফলোআপঃ 

👉👉 একজন সিনিয়র জিওপলিটিক্স বিশারদ, সমর নীতি বিশারদ ও সমর প্রযুক্তিবিদ Sabina Ahmed আপার বিশ্লেষণের লিংকঃ

👉👉 অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বিশিষ্ট রাজনৈতিক সমালোচক, কলামিস্ট এবং অনেক পুরানো ইসলামী ঘরানার ব্লগার Aman Abdullah ভাইয়ের ছোট্ট একটা চুটকিঃ সিডনির স্থানীয় এমপির প্রতিক্রিয়া।

👉👉 কোটা আন্দোলন নেতা  মোহাম্মদ রাশেদ খানের অফিসিয়াল পেইজের পোস্টঃ 
সরকারকে অনুরোধ করবো, সকল আন্তর্জাতিক গণমাধ্যমকে ডেকে সংবাদ ব্রিফিং করার জন্য।দেশীয় মিডিয়ায় গলা ফাটালেও কোন লাভ নাই, এগুলো আন্তর্জাতিক মিডিয়া নিউজ করবে না।
বিশদ পোস্টের লিংক 

👉👉 Ahmad Shoeb ভাইয়ের ওয়াল থেকেঃ 

“ওরা প্রধানমন্ত্রীর লোক”- শিরোনামীয় আলজাজিরার প্রতিবেদন ঝড়ে কাঁপছে বাংলাদেশ! সরকারে ত্রাহি ত্রাহি দশা। কারও কারও ধারণা, প্রতিবেদনে জেনারেল আজিজের ক্ষতি হয়েছে বটে, কিন্তু হাসিনা এবং তার দলবলের অপকর্ম তো পাশ কাটিয়ে গেছে!

আরে নাহ, এটা তো কেবল শুরু, এখনও বহু কিছু বাকী। মোট ১০ পর্ব থেকে কেবল প্রথমটি প্রচার করা হয়েছে, আরও ৯ পর্ব বাকী। 

চোখ রাখুন বাংলাদেশ সময়:
১ ফেব্রুয়ারী, সোমবার দিবাগত রাত ২টা
২ ফেব্রুয়ারী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা
৩ ফেব্রুয়ারী, বুধবার বেলা ১২টা
৪ ফেব্রুয়ারী, বৃহষ্পতিবার সকাল ৭টা
৫ ফেব্রুয়ারী, শুক্রবার বেলা ১২টা
৬ ফেব্রুয়ারী, শনিবার সন্ধ্যা ৬টা
৭ ফেব্রুয়ারী, রবিবার দিবাগত রাত ২টা|


📝📝 আবারও Ahmed Shoeb: আল জাজিরার রিপোর্টটি দেখার পর কতগুলি বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে। বাংলার মিডিয়া গুলি আবার জামাত, একাত্তরের কানেকশন বাহির করার জন্য প্রানান্তকর চেস্টা চালিয়ে যাচ্ছে।

কতগুলি পয়েন্ট আইডেন্টিফাই করেছি বাকি কোন পয়েন্ট থাকলে দয়া করে জানাবেন আপনারা 
ভিডিওটা ফেক না রিয়েল, সেদিকে না গিয়েও প্রশ্ন করা যায় - নীচের বিষয়গুলো কি মিথ্যা?

১. হারিস হাসিনার বডিগার্ড ছিল।
২. হারিস-আনিস-জোসেফ-আজিজ ঢাকায় আলীগের অন্যতম প্রধান সহযোগী ও দুঃসময়ের বন্ধু।
৩. ওরা নিজেরা বলেছে ওরা হাসিনা ওরা আলীগের পোষা গুন্ডা।
৪. আজিজ সামিকে ই-মেইল করেছে।
৫. আজিজ সামিকে থ্রেট দিয়েছে।
.

.

.

২৩. আজিজ সামীকে অনুরোধ করেছেন হারিসকে সহযোগিতা করার জন্য।

২৪. শেষের ভিডিও কনফারেন্সিং-এর আলোচনা ও তার বিষয়বস্তু।

মোট ২৪টি পয়েন্টসহ সম্পূর্ণ পোস্টটি দেখতে ক্লিক করুনঃ

আল জাজিরার প্রায় এক ঘণ্টার এই প্রতিবেদনে মূলত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার তিন ভাই-এর কার্যক্রম দেখানো হয়েছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আপন তিন ভাই ২০০৪ সালে একটি হত্যাকাণ্ডের অপরাধে আদালতে দণ্ডিত হয়েছিল।

এই ভাইদের মধ্যে আনিস আহমেদ এবং হারিস আহমেদ বর্তমানে পলাতক রয়েছেন।

তৃতীয় ভাই, তোফায়েল আহমেদ জোসেফ, যিনি হত্যার অপরাধে কারাদণ্ডে দণ্ডিত ছিলেন, রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে কারাগার থেকে মুক্ত হন।
বিস্তারিত পড়তে ক্লিক করুন


আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক দল যেসব দলিল সংগ্রহ করেছে, তার মধ্যে নজরদারী করার প্রযুক্তি ক্রয় করার একটি কন্ট্রাক্ট আছে, যেখানে তারিখ উল্লেখ করা হয়েছে ১৮ই জুন, ২০১৮।

এই চুক্তিতে সই করা হয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেসেস (ডিজিডিপি)-এর পক্ষ থেকে। ডিজিডিপি সামরিক বাহিনীর একটি সংস্থা, যেটি বাংলাদেশের সামরিক সরঞ্জাম ক্রয় করার দায়িত্ব পালন করে থাকে।

তবে ইসরালের সঙ্গে ব্যবসার আরও তথ্য আসে বুদাপেস্টে বসবাসরত একজন বাংলাদেশী ব্যবসায়ীর কাছ থেকে। তাকে আল জাজিরার প্রতিবেদনে পুরো সময় দেখানো হলেও, তিনি একটি ছদ্মনাম 'স্যামি' ব্যবহার করেন।

মি. স্যামি ঐ প্রতিবেদনে বলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এক বন্ধু তার সঙ্গে যোগাযোগ করেন, যিনি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স)-এ কর্মরত ছিলেন।

''তিনি জানালেন, চার জন বাংলাদেশী অফিসার সরকারি কাজে বুদাপেস্ট সফর করছেন," মি. স্যামি বলেন।

এই চারজন অফিসার ডিজিএফআই-এর কর্মকর্তা বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।

মি. স্যামি বলেন, "আমি তাদের রাতে খাবারের জন্য দাওয়াত দিলাম। তারা বললেন, তাদের সাথে আরও তিন জন অতিথি থাকবেন।''

এই তিনজন অতিরিক্ত অতিথির মধ্যে ছিলেন দু'জন ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞ এবং একজন আইরিশ ব্যক্তি, জানাচ্ছে আল জাজিরা। কিন্তু ইসরায়েলিরা ওই দাওয়াতে যোগ দেয়নি, অংশ নেন শুধু আইরিশ লোকটি।
ওই দিনের ঘটনার আরও বিস্তারিত বর্ণনা দেন মি. স্যামি: "বাংলাদেশী অফিসাররা আমার সাথে আইরিশ লোকটির পরিচয় করিয়ে দেন। বলা হয়, তিনি একজন কনট্রাক্টর (ঠিকাদার), যিনি নজরদারী সরঞ্জাম নিয়ে কাজ করেন।''

''আমি তাদের কথা-বার্তা শুনলাম, নজরদারী প্রযুক্তি ক্রয় করা নিয়ে কথা-বার্তা হচ্ছিল। একটি ডিভাইস নিয়ে আলাপ হচ্ছিল, যেটা দিয়ে সবার মোবাইল ফোনের ওপর নজরদারী করা যায়।''

ইসরায়েল থেকে 'গণহারে' নজরদারী করার প্রযুক্তি ক্রয়ঃ পিকসিক্স নজরদারী সরঞ্জামের ম্যানুয়ালে এই যন্ত্রকে 'ইমসি ক্যাচার' (IMSI catcher) বা স্টিংরে নামে বর্ণনা করা হয়েছে, এবং বলা হয়েছে যে মোবাইল ফোন 'মনিটরিং' হচ্ছে এর কাজ।এ

এই মেশিন একটি মোবাইল ফোন টাওয়ারের মত কাজ করে, বলছেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ এলিওট বেনডেনেলি।

''এটা সেল টাওয়ারের মত আচরণ করে। একটি নির্দিষ্ট এলাকার সব মোবাইল ফোন তার সাথে যোগ হবে এবং এই যন্ত্র সব কমিউনিকেশন ইনটারসেপ্ট করতে পারবে।

''টেক্সট মেসেজ, ইন্টারনেট - সব ধরনের কমিউনিকেশন ইনটারসেপ্ট করতে পারবে, এবং যে কোন সময় ২০০ থেকে ৩০০ মোবাইল ফোন এক সাথে ইনটারসেপ্ট করতে পারবে।

''এই মডেল সরাসরি হস্তক্ষেপ করতে পারে, যেমন টেক্সট মেসেজের কথা বদলে দিতে পারে, যে ব্যবহার করছে তার পরিচয় বদলে দিতে পারে," বলছিলেন এলিওট বেনডেনেলি।

এই বিশেষজ্ঞ জানান, এটা হচ্ছে 'গণহারে' নজরদারী করার প্রযুক্তি।

বিডিটুডে.নেট:ইসরায়েল থেকে 'নজরদারী প্রযুক্তি কিনেছে বাংলাদেশ': আল জাজিরা: 


📝📝 ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেয় বাংলাদেশি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই অফিসাররা, স্বীকৃতি না দিলেও ইজরায়েলের সংগে হাসিনা রেজিমের রয়েছে নানামুখী গোপন সম্পর্ক!

এমন বিস্ময়কর তথ্য সামনে এনেছে কাতারের জনপ্রিয় সংবাদমাধ্যম আজ-জাজিরা নেটওয়ার্ক। সম্প্রতি আল-জাজিরা বাংলাদেশ প্রশাসনে প্রবাসী মাফিয়া চক্রের প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণের রহস্য উন্মোচনের জন্য একটি ডকুমেন্টারি তৈরি করেছে। সেই ডকুমেন্টারির প্রেস রিলিজেই উন্মোচিত হয়েছে বাংলাদেশ-ইসরাইলের গোপন কানেকশন। 

প্রেসনোটে দাবি করা হয়, বাংলাদেশ ইসরাইলের কাছ থেকে গোপনে অজানা সংখ্যক ফোনে আঁড়িপাতার যন্ত্র "ফোন ইন্টারসেপ্ট সিস্টেম" ক্রয় করেছে। এছাড়া ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাথে রয়েছে গোপন সামরিক সম্পর্ক। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি গোপন ঘাঁটিতে ইসরাইলি গোয়েন্দা ও সেনাসদস্যরা নিয়মিত প্রশিক্ষণ দেয় DGFI (Military Intelligence service) অফিসার ও এক্সপার্টদের। 

প্রতিবেদনটিতে ফাঁস করা হয়েছে কিভাবে বাংলাদেশ ইসরাইলি স্পাইওয়্যার গোপনে ক্রয় ও ব্যবহার করে সেটিকে হাঙ্গেরিতে উৎপাদিত বলে চালিয়ে দেয়। 

পুরো প্রতিবেদনটি আজ ১ লা ফেব্রুয়ারি, সোমবার আন্তর্জাতিক সময় রাত ৮ টায় (বাংলাদেশে রাত একটা বা দুইটা) আল-জাজিরা চ্যানেলে প্রকাশ করা হয়েছে। 

#sultan_abdul_hamid_vi


📝📝 আল জাজিরার ইনভেস্টিগেটিভ রিপোর্ট এবং আমাদের কিছু কথা:
শেখ হাসিনার শাসন আমল নিয়ে দুর্নীতির এত বড় অনুসন্ধানী রিপোর্ট এর আগে কেউ করেনি এবং করার সাহস ও পায়নি। বলছি আল জাজিরার ঘন্টা খানেক আগে প্রচারিত অনুসন্ধানী রিপোর্ট “অল দি প্রাইম মিনিস্টার’স মেন” সম্পর্কে। যে রিপোর্টটি হতে পারতো কোনো বাংলাদেশী সাংবাদিকের দ্বারা বা কোনো বাংলাদেশী চ্যানেলের দ্বারা , সেই রিপোর্টটি দেশের বর্তমান বাস্তবতায় করতে হলো কোনো বিদেশী সাংবাদিকের এবং বিদেশী চ্যানেলকে। 

রিপোর্ট যেই করুক, মূল কথা হলো শেখ হাসিনা, তার আস্থাভাজন সেনাবাহিনী প্রধান, তার করুণাধারায় সিক্ত পুলিশের IGP বেনজিরসহ পুরো ক্রাইম সিন্ডিকেটের বছরের পর বছর ধরে করে আসা অপশাসন, দুর্নীতি, প্রতিপক্ষকে ঘায়েল সহ সব কিছুর একটি দালিলিক প্রমান হয়ে থাকলো এই এক ঘন্টার ডকুমেন্টারী। 

আওয়ামী লীগের কেউ কেউ বলার চেষ্টা করে থাকে শেখ হাসিনার আশে-পাশে চোর বা বাটপার থাকলেও শেখ হাসিনা নিজে কখনো কোনো দুর্নীতি বা অপকর্ম প্রশ্রয় দেননি। সেই কথাটি যে একটি ডাহা মিথ্যা এবং শেখ হাসিনা নিজেই যে নিজেকে বা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখতে তার বলয়ের সবাইকে দিয়ে অপরাধ সিন্ডিকেট পরিচালনা করে আসছেন সেটাও আল জাজিরার এই প্রতিবেদনে উঠে এসেছে। 

কর্নেল মো: শহীদ উদ্দীন খান, পিএসসি (অব:) একটি কথা নিয়মিত বলে থাকেন যে শেখ হাসিনা নিজেই মাফিয়াদের গড মাতা বা মাতারানি। কেউ কেউ হয়তো তখন ভেবেছিলেন লোকটি হয়তো বাড়িয়ে বাড়িয়ে কথাগুলো বলছেন। কিন্তু তিনি যে মোটেও বাড়িয়ে কিছু বলেননি সেটি অন্তত আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনটি দেখার পর নিশ্চিতভাবেই বলা যেতে পারে। প্রতিবেদনের শেষ প্রান্তে এসে সেনাপ্রধান আজিজের সন্তানের বিয়ের অনুষ্ঠানে রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদের আগমন এবং সেখানে হত্যা মামলায় পলাতক সেনাপ্রধানের দুই ভাইয়ের উপস্থিত থাকার বিষয়টি প্রমান করে দেশে আইনের শাসনের লেশমাত্র আর উপস্থিত নেই। 

উল্লেখ করা যেতে পারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ হচ্ছেন সেই ব্যক্তি যিনি হত্যামামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনাপ্রধানের ভাই শীর্ষসন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে দিয়েছিলেন। 

ভিডিওটিতে তুখোড় সাংবাদিক এবং নেত্র নিউজ এর সম্পাদক তাসনিম খলিলের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ ভিন্ন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে বলা যায় অত্যন্ত সময়োপযোগী এই প্রতিবেদনটি বাংলাদেশের চলমান অন্ধকার এই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে জনগণকে যদি বিন্দুমাত্র অনুপ্রাণিত করতে পারে তবেই হবে এর প্রকৃত স্বার্থকতা।
*cltd


আমার আরও কয়েকটি প্রাসঙ্গিক ব্লগপোস্টঃ

*** প্রধানমন্ত্রীর যতসব অনুচর (গুন্ডারা)" শিরোনামে আল জাজিরার  প্রতিবেদনের  উপর "সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের কালেকশন"

*** দেশে অবস্থানরত সরকারী কর্মচারী... বা অন্যান্য নেটিজেনদের জন্য সতর্কতা ও করণীয় সম্পর্কে আমার ব্লগ পোস্টঃ লিংক

*** ঘৃণ্য পরিবারতন্ত্রঃ শেখ পরিবারের রাহুগাসের কবলে ২১শতকের বাংলাদেশ। লিংক




#DhakaMafia
#StepDownHasina 
#SaveBangladesh 
#Bangladesh_Army
#BD_Army
#Al_Jazeera
#AJ_Investigations
#Video 
#BD #BAL 

Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই