*** ((Latest: এই প্রসঙ্গে আমার মূল ব্লগপোস্টঃ
শেখ পরিবারের দুঃশাসনের রক্ষাকবচ আজিজ পরিবারের ৫ খুঁটি! আল জাজিরার ভিডিও প্রতিবেদনের অনুবাদ ও পর্যালোচনা সমূহ।
**** ((দেশে অবস্থানরত সরকারী কর্মচারী... বা অন্যান্য নেটিজেনদের জন্য সতর্কতা ও করণীয় সম্পর্কে আমার ব্লগ পোস্টঃ লিংক))
এই ব্লগপোস্টটি একটি 'অসমাপ্ত', চলমান ব্লগ।
মূলতঃ আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে "বিজ্ঞ ও দেশপ্রেমিক অনলাইন এক্টিভিস্টদের" গুরুত্বপূর্ণ পোস্ট সমূহ এখানে নিয়মিত বিরতিতে সংযোজন করা হবে ইনশাআল্লাহ।
কাজেই, মাঝেমধ্যে এই লিংকে ক্লিক করে আপডেটেড থাকার চেষ্টা করুন। শুভকামনা।
ট্রেইলারঃ
প্রিয় দেশবাসী, আগামীকাল প্রকাশিতব্য “আল জাজিরা” টেলিভিশনের সংবাদের ট্রেইলারটি আজ দেখে নিন:
মনে রাখবেন, আগামী কাল ০১ ফেব্রুয়ারী ২০২১ সোমবার, লন্ডন সময় সন্ধ্যা ০৮:০০ টায়, বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ভোর ০২:০০ টায়।
বিষয়: “প্রধানমন্ত্রীর যতসব অনুচর”; একটি সন্ত্রাসী পরিবার কিভাবে একটি রাস্ট্রযন্ত্রকে দখল করলো।
যেখানে দেখবেন যে, Mother of Mafias শেখ হাসিনা কিভাবে সন্ত্রাসী সেনাপ্রধান আজিজ পরিবারের মাধ্যমে বাংলাদেশে তার গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠিত করেছে।
দয়াকরে সবাই দেখবেন এবং বাংলার মানুষকে জানাবেন যাতে আমাদের “দেশমুক্তি বিপ্লব” এর মাধ্যমে একটি সফল “গণ অভ্যুথান” ঘটিয়ে জনগণের ‘সংবিধান’ রচনা করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি।
আগামীতে, ২১ আগস্টের গ্রেনেড হামলা, বিডিআর হত্যাকাণ্ড ইত্যাদি সবগুলোর পেছনে প্রকৃতপক্ষে কোন সন্ত্রাসীরা জরিত ছিল, তার সবই জাতি জানতে পারবে বলে আমি বিশ্বাস করি।
এখন সমগ্র বিশ্ব আমাদের “দেশমুক্তি বিপ্লব” কে সমর্থন দিয়ে চলেছে। আমরা যদি দেশের গণতন্ত্র আজই ফিরিয়ে না আনি, তবে আর কখনও নয়, বাংলাদেশ নামটি হয়তো পৃথিবীর ম্যাপ থেকে মুছে যাবে। জেগে ওঠুনই নয় শুধু, নেমে পরার জন্য প্রস্তুত হয়ে যান। আমীন।
কর্নেল মো: শহীদ উদ্দীন খান, পিএসসি (অব:),
মূখপাত্র, “দেশমুক্তি বিপ্লব”
৩১ জানুয়ারী ২০২১।
লক্ষ্য: গণ অভ্যুথান ও নতুন সংবিধান।
ট্রেইলার ভিডিওর লিংক
০১/০২/২০২১: অবশেষে.... হাসিনার দীর্ঘ দিনের কুকীর্তি ফাঁস করলো আলজাজিরা! আসুন সবাই মিলে আওয়াজ তুলি, ''#মাদার_অফ_মাফিয়া নিপাত যাক, জনগন মুক্তি পাক।"
১. অনুসন্ধানী প্রতিবেদনটির ফেইসবুক ভিডিওর (ইংরেজি) লিংকঃ
২. অনুসন্ধানী প্রতিবেদনটির ইউটিউব ভিডিওর (ইংরেজি) লিংকঃ
📝📝 আল জাজিরা তদন্তকারী ইউনিটের ডকুমেন্টারি ফিল্মটি বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে কেন্দ্র করে এবং প্রধানমন্ত্রীকে জড়িত করে বাংলাদেশ রাষ্ট্রের প্রাণকেন্দ্রে রাজনৈতিক ও আর্থিক দুর্নীতি প্রকাশ করেছে। তাসনিম খলিল এবং নেত্রা নিউজের ডেভিড বার্গম্যান ছবিতে অবদান রেখেছেন।
📝📝 নেট দুনিয়ার ভাইরাল আল জাজিরার তদন্ত রিপোর্ট।
সত্যি ভয়ংকর!! অবিশ্বাস্য তদন্ত প্রতিবেদন।
প্রতি পরতে পরতে ভয়াবহ আতঙ্কের হাতছানি।
বিপদজনক হয়ে উঠতে পারে ভীতুদের জীবন যদি শেয়ার করেন। সাহসী আত্মবিশ্বাসী ও ঈমানী শক্তিতে বলীয়ান না হলে শেয়ার করবেন না কেউ। তবে নীরবে চুপচাপ দেখতে পারেন কিভাবে দেশের বারোটা বাজালো একটা আজ্জু সাজ্জু হাজ্জু আওয়ামী সাইকো চক্রের অপরাধ আয়োজন।
ভিডিও কার্টেসী #dhakamafia
Al Jazeera English
📝📝 ওরা প্রধানমন্ত্রীর লোক | বুঝার সুবিধার্তে বাংলায় ডাবিং সহ।
** ওরা প্রধানমন্ত্রীর লোক | বুঝার সুবিধার্তে বাংলায় ডাবিং সহ।
📝📝 😄😄😄 দেখে নিন কুখ্যাত রংগ বিষারদ, উচ্চশিক্ষিত রাজনৈতিক একটিভিস্ট, ডান ব্লকের সিনিয়র ব্লগার ও মেধাবী রাজনৈতিক সমালোচক Aman Abduhu ভাই কর্তৃক...
📝📝 এই ট্রল পোস্টটি দেখে হাসতে হাসতে যদি আপনার মাথা চক্কর না দেয় তাইলে আপনার মাথার দোষ আমার না! 😛😛😛😛😛
📝📝 🤣🤣🤣🤣🤣 তবে, তার চেয়েও অনেক বেশি হাসি হাসার সুযোগ পাবেন এই লিঙ্কে ক্লিক করে কমেন্ট গুলো পড়লেঃঃ
দেশে-বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা। তবে যে যাই বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
- সংসদে সমাপনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
ডিজিটাল বাটপার খ্যাত আইসিটি মন্ত্রী পলকের অফিসিয়াল পেইজের এই পোস্টটির কমেন্ট বক্সের দিকে বিনোদনের নিয়তে তাকানঃ লিংক
📝📝 পুরোদস্তুর Mafia War - এর পরামর্শ দিচ্ছেন এক বিশেষজ্ঞ এক্টিভিস্ট! 🤣🤣🤣🤣🤣
আচ্ছা, কওমী জননী😁মাফিয়া আম্মুকে কমিটির প্রধান রেখে,ব্যরিস্টার সুমন দালালের প্রতিনিধিত্বে, খেলা হবে ভাইজানদেরকে মাঠে নিয়ে আল-জাজিরা😍কে খেলে দেওয়া যায় না?😒😒
পোস্টের লিংকঃ
📝📝 ডাক্তার
পিনাকী ভট্টাচার্য
স্যারের বিশ্লেষণাত্মক ট্রল পোস্ট এর লিংক
📝📝 Mahfuj Muhan ভাইয়ের সৌজন্যে কিছু ছবি।
📝📝
সেনাপ্রধানের ভাইয়ের এত বড় মাফিয়া যে.... লিংক
📝📝 জামাত-শিবিরের ফুটোয় চোখ রাখতে রাখতে
নিজের ফুটোই উম্মুক্ত হয়ে পড়লো সেনাপ্রধান এর! লিংক
📝📝
ফুটেজের আড়িপাতা যন্ত্র সম্পর্কিত অংশের লিংক
📝📝 Fun & Fury: সঙ্গত কারণেই কার্টেসি দেওয়ার পরিবর্তে পোস্ট দাতাদের পরিচয় গোপন রাখা হলোঃ
📝📝 আল জাজিরার ইনভেস্টিগেটিভ রিপোর্ট এবং আমাদের কিছু কথা:
শেখ হাসিনার শাসন আমল নিয়ে দুর্নীতির এত বড় অনুসন্ধানী রিপোর্ট এর আগে কেউ করেনি এবং করার সাহস ও পায়নি। বলছি আল জাজিরার ঘন্টা খানেক আগে প্রচারিত অনুসন্ধানী রিপোর্ট “অল দি প্রাইম মিনিস্টার’স মেন” সম্পর্কে। যে রিপোর্টটি হতে পারতো কোনো বাংলাদেশী সাংবাদিকের দ্বারা বা কোনো বাংলাদেশী চ্যানেলের দ্বারা , সেই রিপোর্টটি দেশের বর্তমান বাস্তবতায় করতে হলো কোনো বিদেশী সাংবাদিকের এবং বিদেশী চ্যানেলকে।
রিপোর্ট যেই করুক, মূল কথা হলো শেখ হাসিনা, তার আস্থাভাজন সেনাবাহিনী প্রধান, তার করুণাধারায় সিক্ত পুলিশের IGP বেনজিরসহ পুরো ক্রাইম সিন্ডিকেটের বছরের পর বছর ধরে করে আসা অপশাসন, দুর্নীতি, প্রতিপক্ষকে ঘায়েল সহ সব কিছুর একটি দালিলিক প্রমান হয়ে থাকলো এই এক ঘন্টার ডকুমেন্টারী।
আওয়ামী লীগের কেউ কেউ বলার চেষ্টা করে থাকে শেখ হাসিনার আশে-পাশে চোর বা বাটপার থাকলেও শেখ হাসিনা নিজে কখনো কোনো দুর্নীতি বা অপকর্ম প্রশ্রয় দেননি। সেই কথাটি যে একটি ডাহা মিথ্যা এবং শেখ হাসিনা নিজেই যে নিজেকে বা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখতে তার বলয়ের সবাইকে দিয়ে অপরাধ সিন্ডিকেট পরিচালনা করে আসছেন সেটাও আল জাজিরার এই প্রতিবেদনে উঠে এসেছে।
কর্নেল মো: শহীদ উদ্দীন খান, পিএসসি (অব:) একটি কথা নিয়মিত বলে থাকেন যে শেখ হাসিনা নিজেই মাফিয়াদের গড মাতা বা মাতারানি। কেউ কেউ হয়তো তখন ভেবেছিলেন লোকটি হয়তো বাড়িয়ে বাড়িয়ে কথাগুলো বলছেন। কিন্তু তিনি যে মোটেও বাড়িয়ে কিছু বলেননি সেটি অন্তত আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনটি দেখার পর নিশ্চিতভাবেই বলা যেতে পারে। প্রতিবেদনের শেষ প্রান্তে এসে সেনাপ্রধান আজিজের সন্তানের বিয়ের অনুষ্ঠানে রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদের আগমন এবং সেখানে হত্যা মামলায় পলাতক সেনাপ্রধানের দুই ভাইয়ের উপস্থিত থাকার বিষয়টি প্রমান করে দেশে আইনের শাসনের লেশমাত্র আর উপস্থিত নেই।
উল্লেখ করা যেতে পারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ হচ্ছেন সেই ব্যক্তি যিনি হত্যামামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনাপ্রধানের ভাই শীর্ষসন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে দিয়েছিলেন।
ভিডিওটিতে তুখোড় সাংবাদিক এবং নেত্র নিউজ এর সম্পাদক তাসনিম খলিলের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ ভিন্ন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে বলা যায় অত্যন্ত সময়োপযোগী এই প্রতিবেদনটি বাংলাদেশের চলমান অন্ধকার এই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে জনগণকে যদি বিন্দুমাত্র অনুপ্রাণিত করতে পারে তবেই হবে এর প্রকৃত স্বার্থকতা।
*Cltd
📝📝 ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেয় বাংলাদেশি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই অফিসাররা, স্বীকৃতি না দিলেও ইজরায়েলের সংগে হাসিনা রেজিমের রয়েছে নানামুখী গোপন সম্পর্ক!
এমন বিস্ময়কর তথ্য সামনে এনেছে কাতারের জনপ্রিয় সংবাদমাধ্যম আজ-জাজিরা নেটওয়ার্ক। সম্প্রতি আল-জাজিরা বাংলাদেশ প্রশাসনে প্রবাসী মাফিয়া চক্রের প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণের রহস্য উন্মোচনের জন্য একটি ডকুমেন্টারি তৈরি করেছে। সেই ডকুমেন্টারির প্রেস রিলিজেই উন্মোচিত হয়েছে বাংলাদেশ-ইসরাইল
ের গোপন কানেকশন।
প্রেসনোটে দাবি করা হয়, বাংলাদেশ ইসরাইলের কাছ থেকে গোপনে অজানা সংখ্যক ফোনে আঁড়িপাতার যন্ত্র "ফোন ইন্টারসেপ্ট সিস্টেম" ক্রয় করেছে। এছাড়া ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাথে রয়েছে গোপন সামরিক সম্পর্ক। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি গোপন ঘাঁটিতে ইসরাইলি গোয়েন্দা ও সেনাসদস্যরা নিয়মিত প্রশিক্ষণ দেয় DGFI (Military Intelligence service) অফিসার ও এক্সপার্টদের।
প্রতিবেদনটিতে ফাঁস করা হয়েছে কিভাবে বাংলাদেশ ইসরাইলি স্পাইওয়্যার গোপনে ক্রয় ও ব্যবহার করে সেটিকে হাঙ্গেরিতে উৎপাদিত বলে চালিয়ে দেয়।
পুরো প্রতিবেদনটি আজ ১ লা ফেব্রুয়ারি, সোমবার আন্তর্জাতিক সময় রাত ৮ টায় (বাংলাদেশে রাত একটা বা দুইটা) আল-জাজিরা চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
#sultan_abdul_hamid_vi
প্রাসঙ্গিকঃ ঘৃণ্য পরিবারতন্ত্রঃ
----
#DhakaMafia
#StepDownHasina
#SaveBangladesh
#Bangladesh_Army
#BD_Army
#Al_Jazeera
#AJ_Investigations
#Video
#BD #BAL
Comments
Post a Comment