'হাসিনা রেজিম এর ত্রাসের রাজত্বে' গুম, খুন ও ক্রসফায়ারের ব্যাপারে 'সর্বোচ্চ পর্যায়ের' টেষ্টিমনি
টিম সেবাস্টিয়ান: আচ্ছা, তাহলে আমি আরও সুনির্দিষ্ট প্রশ্ন করি। আপনার সরকারের বিরুদ্ধে বিনা বিচারে আটকে রাখা, নির্যাতন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস গ্রুপ সাউথ এশিয়া, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কমিটি অ্যাগেইনস্ট টর্চারসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। আমি এই বিষয়ে জানতে চাচ্ছি।
ড. গওহর রিজভী: আচ্ছা, আমি এসব অভিযোগ পুরোপুরি মেনে নিতে পারলে নিতাম। আমি অস্বীকার করছি না যে গুমের কিছু ঘটনা ঘটার দৃষ্টান্ত নেই। কিন্তু আপনি যখন নির্যাতনের কথা বলেন, আমার জানামতে, এ ধরনের কোনো ঘটনার দালিলিক প্রমাণ নেই।
ডয়েচে ভেলে নিউজ চ্যানেলে ইংরেজি ভাষায় অনুষ্ঠিত
এর আগে আল-জাজিরার মাহদী হাসান এর কাছেও একইভাবে নাস্তানাবুদ হয়েছিলেন গওহর রিজভী
দেখুন এ প্রসঙ্গে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান স্যারের সাক্ষাৎকারঃঃ
বাংলাদেশের সব দুর্বৃত্তদের নেতা শেখ হাসিনা !
মাহমুদুর রহমানের বিশ্লেষণ এর লিংক
Comments
Post a Comment