'হাসিনা রেজিম এর ত্রাসের রাজত্বে' গুম, খুন ও ক্রসফায়ারের ব্যাপারে 'সর্বোচ্চ পর্যায়ের' টেষ্টিমনি

টিম সেবাস্টিয়ান: আচ্ছা, তাহলে আমি আরও সুনির্দিষ্ট প্রশ্ন করি। আপনার সরকারের বিরুদ্ধে বিনা বিচারে আটকে রাখা, নির্যাতন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস গ্রুপ সাউথ এশিয়া, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কমিটি অ্যাগেইনস্ট টর্চারসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। আমি এই বিষয়ে জানতে চাচ্ছি।

ড. গওহর রিজভী: আচ্ছা, আমি এসব অভিযোগ পুরোপুরি মেনে নিতে পারলে নিতাম। আমি অস্বীকার করছি না যে গুমের কিছু ঘটনা ঘটার দৃষ্টান্ত নেই। কিন্তু আপনি যখন নির্যাতনের কথা বলেন, আমার জানামতে, এ ধরনের কোনো ঘটনার দালিলিক প্রমাণ নেই।

ডয়েচে ভেলে নিউজ চ্যানেলে ইংরেজি ভাষায় অনুষ্ঠিত

এর আগে আল-জাজিরার মাহদী হাসান এর কাছেও একইভাবে নাস্তানাবুদ হয়েছিলেন গওহর রিজভী 

ঐতিহাসিক ভিডিওর লিংক


দেখুন এ প্রসঙ্গে আমার দেশ সম্পাদক  মাহমুদুর রহমান স্যারের সাক্ষাৎকারঃঃ

বাংলাদেশের সব দুর্বৃত্তদের নেতা শেখ হাসিনা !
মাহমুদুর রহমানের বিশ্লেষণ এর লিংক


Comments

Popular posts from this blog

এক নজরে সাকিব বধের ধারাবাহিক উপাখ্যান

ঔদ্ধ্যত্বপূর্ণভাবে মেজর সিনহাকে হত্যাঃ যা ঘটেছিল সেদিন

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)