দেশে অবস্থানরত সরকারী কর্মচারী বা অন্যান্য নেটিজেনরা 'সতর্ক' কিন্ত 'আপডেটেড' থাকুন।

দেশে অবস্থানরত সরকারী কর্মচারী... বা অন্যান্য যেসব নেটিজেন আছেন, ৭পর্বের ভিডিওগুলি নেইম আইডি থেকে শেয়ার করা থেকে বিরত থাকুন। তাছাড়া ইংরেজিতে প্রকাশিত হওয়ায় এগুলো "অলরেডি সারা দুনিয়াতে ভাইরাল," আপনি আর নতুন করে শেয়ার করে ভাইরাল করার দরকার নেই। বে-দরকারীভাবে সাহসী হওয়ার চেষ্টা করবেননা। 

 আপনার কাজ হচ্ছে, যত বেশিবার পারেন, দেখুন... বারবার দেখুন... মূখস্থ করুন, নোট করুন। তথ্য প্রযুক্তির যুগে 👉ফিরআউনের এই উত্তরসূরী সম্পর্কে👈 আপাততঃ যত বেশি তথ্য জানা যায়, ততোই মংগল। লিখার, বলার সুযোগ সামনে অনেক পাবেন, ইনশাআল্লাহ। অন্ততঃ চায়ের দোকানের আড্ডায় #ফটফটে_বাচাল_লীগ গুলির গাল বন্ধ করে দিতে বলতে পারবেন, আলজাজিরায় দেইখালাইছি কিন্তু! 😄🤣

আমাদের মতো এসব বিষয়ে যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লিখার/প্রকাশ করার চেষ্টা করি, তাদের আইডি, ব্লগ, পেইজ এসবের দিকে চোখ রাখুন। তাছাড়া ইউটিউব চ্যানেলগুলো তো আছেই। 

(আমার আমার ব্যক্তিগত ব্লগঃ ব্লগার ওসমান চাচা।  ব্লগের লিংকঃ )  

দরকার হলে মাঝেমধ্যে Only me দিয়ে শেয়ার করে দেখা শেষ হলে আবার মুছে দিন। এগুলো ডাউনলোড করারও দরকার নেই, যা করার আমাদেরকে করতে দিন। আপনারা কেবল চুপচাপ পড়ে যান....হ্যাঁ! মূখস্থ করা চাই, কিন্ত। 🤣😛

যেদেশের বিচারকগুলি বেইশ্যার নোংরা প্যান্টির চাইতেও নিকৃষ্ট চরিত্রের, সেদেশে আপনার আমার বাকস্বাধীনতা বা সামাজিক অধিকারের চিন্তা নিঃসন্দেহে বাতুলতা মাত্র। তাছাড়া, সাইবার এভিডেন্সের ব্যাপারে সার্বিকভাবে সতর্কতার কোন বিকল্প নেই।

আমাদের আইডিগুলো আপাততঃ নিরাপদ, আলহামদুলিল্লাহ। আবারও বলছি, অপ্রয়োজনীয় সাহসী হওয়ার চেষ্টা করবেন না, প্লিজ। বিপ্লবের দামামা যখন বাজবে, সবাই শুনতে  পাবেন, ইনাশাআল্লাহ.... ততোদিন সবুর করাটা জরুরী, আরো জরুরী হলো "নব্য ফিরআউনের স্বরূপ সম্পর্কে" অনেক... অনেক বেশি জানা, অনেক বেশি জ্ঞান অর্জন করা। হ্যাঁ!  চুপচাপ কিন্ত!🙄😎

৭ পর্বের ইংরেজি প্রতিবেদনগুলির যতটা সম্ভব বাংলা ভাষায় পর্যালোচনা-অনুবাদ-ডাবিং-সাবটাইটেল ইত্যাদি পারা যায় আমি আমার এই ব্যক্তিগত ব্লগে সংযুক্ত করার চেষ্টা করব, ইনশাল্লাহ। 
পরবর্তীতে যেকোনো সময় আপনারা নিচের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেনঃ 


*** "প্রধানমন্ত্রীর যতসব অনুচর (গুন্ডারা)" শিরোনামে আল জাজিরার  প্রতিবেদনের  উপর "সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের কালেকশন"....  এই ব্লগপোস্টটি একটি 'অসমাপ্ত', চলমান ব্লগ। মূলতঃ আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে "বিজ্ঞ ও দেশপ্রেমিক অনলাইন এক্টিভিস্টদের" গুরুত্বপূর্ণ পোস্ট সমূহ এখানে নিয়মিত বিরতিতে  সংযোজন করা হবে ইনশাআল্লাহ। লিংক


এছাড়া ফেসবুকে BloggerOsmanCox শুধু এইটুকু লিখে সার্চ দিলে "আমার ব্লগের লিঙ্ক + ব্লগপোস্টগুলি" ব্লগার ওসমান চাচা নামের বিশেষ ফেইসবুক পেইজটাতে যেকোন সময়ই খুজে পাবেন। এটি নরমালি আমার ব্লগের পোষ্টগুলি শেয়ার করার জন্য এবং রিসার্চ পারপাসে ব্যবহার করে থাকি।

আর twitter-এ ও আমি নিয়মিত থাকি। আমার টুইটার আইডি সংকেত হচ্ছেঃ  OsmanCoxBd

*** সবাই নিরাপদ থাকি।
*** 'আপডেটেড' থাকি। 


প্রাসঙ্গিকঃ ঘৃণ্য পরিবারতন্ত্রঃ


-----
#DhakaMafia
#StepDownHasina 
#SaveBangladesh 
#Bangladesh_Army
#BD_Army
#Al_Jazeera
#AJ_Investigations
#Video 
#BD #BAL 

Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই