দরকার হাজারো রোহিঙ্গা ব্লগার (Hijabi Blogger from Myannmar!)

পাথেয় ডেস্ক: আসল নাম হাফসা বানু। পরিবর্তিত সরকারি নাম উইন লে ফাইয়ু সিন। বয়স ১৯। রূপচর্চার বিষয়াদি নিয়ে তিনি ব্লগিং করেন। হিজাব পরা এই ব্লগার প্রায়ই সমালোচনা ও বৈষম্যের শিকার হন।
Meet up at bloggers community

@@
Focusing: মগের মুল্লুক খ্যাত বার্মার (মায়ানমার) রাজধানী ইয়াংগুনে হাজারো প্রতিকূলতা মোকাবেলা করে কিভাবে আমাদের এক মুসলিম বোন তাঁর নিজস্ব কৃষ্টি-কালচার ও স্বকীয়তা ধরে রেখে উচ্চশিক্ষা লাভ করার পাশাপাশি আধুনিক ICT যুগের সাথে অভিযোজিত হয়ে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছেন; তাঁর সেই বন্ধুর পথচলা এবং সফলতার গল্প এটি।
---
কৃতজ্ঞতা স্বীকারঃ
১.ডয়চে ভেলে (DW) বাংলা সার্ভিস।
২.পাথেয় (patheo24) ডেস্ক।
 @@

মুসলিম ব্লগার
পাঁচ কোটি মানুষের দেশ মায়ানমারে মুসলমান মাত্র পাঁচ শতাংশ। অনেকদিন ধরে তারা সেখানে নিপীড়নের শিকার হচ্ছেন। নতুন মসজিদ নির্মাণের অনুমতি পাচ্ছেন না। খবর ডয়েচে ভেলে।
বৌদ্ধ বাড়িওয়ালাদের কাছ থেকে বাসা ভাড়া পেতেও তাদের সমস্যা হয়। তেমনি এমন এক দেশে ব্লগার হিসেবে পরিচিত হয়ে উঠেছেন হিজার পরা তরুণী উইন লে ফাইয়ু সিন।
Product Promotion: Body Lotion
Product Promotion: Body Lotion
Product Promotion: Eliza Aloe Vera Cream
বিষয় রূপচর্চা
এই বিষয়ে ভিডিও ব্লগিং করেন সিন। রূপচর্চার নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। ব্লগার হিসেবে পরিচিতি পাওয়ার পর একটি প্রশিক্ষণকেন্দ্রও খুলেছেন। এখন পর্যন্ত প্রায় ৬০০ জন সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছে।
With friends
Build up community

On a Grand Opening program

যেভাবে শুরু
সিন জানান, হাইস্কুলে পড়াশোনা শেষ করার পর তার ছেলেবন্ধু তাকে একদিন মেক-আপের কিছু পণ্য উপহার দিয়েছিল। কিন্তু সেগুলো ব্যবহারের নিয়ম তখনো তিনি জানতেন না।
ফলে গুগলের সহায়তা নিয়ে সেসব বিষয়ে ধারণা নিয়েছিলেন তিনি। পরে অন্যদের সাহায্য করতে মেক-আপ বিষয়ে পরামর্শমূলক একটি ভিডিও তৈরি করে ফেইসবুকে আপলোড করেছিলেন। সেই থেকে শুরু। অনুসারী বাড়ছে।
সিনের ফেইসবুক পাতায়ও অনুসারীর সংখ্য প্রায় ছয় হাজার। এবং তা দিন দিন বাড়ছে। সম্প্রতি রূপচর্চা বিষয়ক পণ্যের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
রূপচর্চা নিয়ে ব্লগ করা অন্য ব্লগাররাও সেখানে উপস্থিত ছিলেন। ঐ অনুষ্ঠানে হিজাব পরা ও সারা শরীর ঢাকা সিনের পোশাক আলোচিত হয়েছিল।
Motivation Program
Beauty of Hijab

‘হিজাব চাবির মতো’
হিজাব পরা নিয়ে সিনের কোনো সংকোচ নেই। তিনি বলেন, ‘আমাদের আল্লাহ আমার জন্য অনেক রাস্তা খুলে দিয়েছেন। হিজাব আমার কাছে চাবির মতো। এটা ব্যবহার করে আমি যেখানে ইচ্ছা যেতে পারি, যা ইচ্ছা করতে পারি।’
Product Promotion: KissMe

সমালোচনা 
ফেইসবুকে অনেক সমালোচনামূলক মন্তব্য পান তিনি। কারণ, রক্ষণশীল মুসলমানদের কাছে মেক-আপ বিষয়টি ট্যাবু হিসেবে বিবেচিত। কিন্তু সিন এসব সমালোচনার জবাব দেন না। কারণ, এটা তার কাছে শুধু সময়ের অপচয় মনে হয়। ‘আমার অনেক কাজ,’ বলেন তিনি।
With friend

বৈষম্যের শিকার
একবার এক বৌদ্ধ নারী যখন জানতে পারেন সিন একজন মুসলিম, তখন তিনি তার (সিন) রূপচর্চার ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিলেন। 
Gathering with friends

(ডয়েচে ভেলের সৌজন্যে এক্সক্লুসিভ ভিডিও:)
Having Complements


পাথেয়২৪
 নিউজ এর সম্পূর্ণ প্রতিবেদক:
https://patheo24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6/ 

ডয়েচে ভেলের মূল প্রতিবেদন:
https://www.dw.com/bn/%E0%A6%AE%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0/g-45424558

মায়ানমারের হিজাব পরা এক দুঃসাহসী ব্লগার
নাম উইন লে ফাইয়ু সিন। বয়স ১৯। রূপচর্চার বিষয়াদি নিয়ে তিনি ব্লগিং করেন। হিজাব পরা এই ব্লগার প্রায়ই ...
-: বোনদের প্রতি বিনীত অনুরোধ:-
আসুন, ফেইসবুকে সিনের (হাফসার) ব্যাবসায়ীক (রূপচর্চার) পেইজ এবং আইডি See first দিয়ে Follow করে তাঁর জীবিকার্জন এবং আন্তর্জাতিক কাভারেজ পাওয়ার ক্ষেত্রে সহায়তা করিঃ
১. হাফসার  বিশ্বানন্দিত রূপচর্চার পেইজ:
https://www.facebook.com/phyusinbeautyheaven.pbh/?__tn__=%2Cd%2CP-R&eid=ARC9ajRcNNzUK-aH-DHkif42ZPWhcFd-ZOMCgqGlcsVITopopalW9iRm_x-hs7vXxtGjd6LELQY0t4cy

২. ব্যক্তিগত ফেইসবুক আইডি:
https://www.facebook.com/winlaephyusin.wlps

-------
বি: দ্র: এটি ধর্মীয় ভাবগম্ভীর্যপূর্ণ লেখা নয় মূলতঃ "বিপদাপন্ন  রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে সামাজিক জনসচেতনতা সৃষ্টি" ও সীমিত পরিমাণে সিনের "প্রোডাক্ট প্রমোশন" এর লক্ষ্যে একটি 'সংকলন সমষ্টি।'
-----
#E_Commerce
#Online_Business
#ICT
#StandWithRohingya
#StopGenocideInMyannmar 
#StopEthnicCleansing
#SaveHumanity
#RohingyaCrisis 

Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই