অল্প কথায় তালেবান, আল কায়েদা আর ISIL কারা?
Taliban Leaders/2019 |
উত্তরঃ তালেবান আর আল কায়েদা আলাদা জিনিস।
তালেবানঃ
তালেবান ধর্মভিত্তিক একটি জনপ্রিয় আন্দোলন, 'কেবল আফগানিস্তানেই' এদের কার্যক্রম সীমাবদ্ধ। অবশ্য হামাস ও হিজবুল্লাহ এর মতো এদেরও সামরিক শাখা রয়েছে, যারা নিজ জাতি ও দেশের স্বার্থে বেপরোয়াভাবে 'দেশি-বিদেশী' প্রতিপক্ষের বিরুদ্ধে অপারেট করে থাকেন তাও কেবল আফগানিস্তানের অভ্যন্তরেই।
Founder Chief of Taliban: Mollah Umor |
আল কায়েদাঃ
আর আল কায়েদা হচ্ছে, 'জিহাদের বুলি আউড়িয়ে' সহজ, সরল, আবেগী ..... মুসলিমদের মগজ ধোলাইয়ের মাধ্যমে আমেরিকা ও অন্যান্য "সাম্রাজ্যবাদীদের স্বার্থে" গঠিত একটি বৈশ্বিক 'দানব উৎপাদন প্রকল্প।' তালেবান আমীর মোল্লা ওমর এর সাথে সমন্বয় করে আফগান ভূমি ব্যবহার করলেও এটির কার্যক্রম কেবল আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়।
Founder Chief of Al Qayeda: Usama Bin Laden |
আইএসআইএল:
আর এখন বিশ্বব্যাপী ISIL নামের যেই 'আধুনিক দৈত্যাগুলি' দেখতে পাচ্ছেন (আমেরিকা, ইসরাইল ও আল সৌদ রাজপরিবারের সমন্বিত প্রজেক্ট), এরা মূলতঃ আল-কায়েদারই রিপ্লেসমেন্ট। হ্যাঁ, এখনো যথেষ্ট প্রভূভক্র, মাশাআল্লাহ। তাই এরা কখনোই ইসরাইল কিংবা কাশ্মীরের কাফিরদের বিরুদ্ধে হামলা করেনা; কেবল 'মুসলিম' দেশে কিংবা অমুসলিম দেশের 'বেসামরিক' স্থাপনা ও জনগণের উপরই হামলা করে ... যাতে ইসলামের প্রচুর দুর্ণাম রটানো যায়।
Founder Chief of ISIL: Abu Bakar Baghdadi |
ফেইসবুক এর পরিচিত মুখ, তরুণ ফকীহ Abdullah AL Hasan এর সুরে বলতে হয়ঃ "IS-রা উৎপাদিত হয় ইসরাঈলে, প্যাকেজিং হয় আমেরিকায়, ফ্রিজিং হয় সৌদি রাজ পরিবারে, আর মার্কেটিং হয় Youtube & Facebook এ।" |
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএস ও বাগদাদি যুক্তরাষ্ট্রেরই সৃষ্টি। শীর্ষ সন্ত্রাসী বাগদাদি যদি সত্যিই নিহত হয়ে থাকে তাহলে বলতে হবে যুক্তরাষ্ট্র নিজের হাতে বাগদাদিকে তৈরি করে আবার নিজেই তাকে হত্যা করেছে।
https://www.jugantor.com/todays-paper/ten-horizon/239565/%E0%A6%86%E0%A6%87%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE?fbclid=IwAR2dDxR863OFCRwa-180wPyLxUVfay3Wt0FjTNJU8qPa802JJZ9Q6EXW4Y4
https://www.jugantor.com/todays-paper/ten-horizon/239565/%E0%A6%86%E0%A6%87%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE?fbclid=IwAR2dDxR863OFCRwa-180wPyLxUVfay3Wt0FjTNJU8qPa802JJZ9Q6EXW4Y4
কথা কি কিলিয়ার হইছে, নাকি এখনো ভেজাল আছে।
------
*** আই এস সংক্রান্ত সর্বশেষ আপডেট: 27-10-2019.
@ আই এস প্রধান আবুবকর বাগদাদীকে হত্যা করলো তার মনিব আমেরিকা (খুব সম্ভবতঃ আমেরিকা, রাশিয়া, সিরিয়া, ইরান ও তুরস্কের অভিন্ন কোন স্বার্থে)! খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণাঃ
https://youtu.be/GYzNpv-7F7Muy
Aljazeera - এর ফিচার রিপোর্ট (ভিডিও):
https://www.facebook.com/aljazeera/videos/858674594527092/?app=fbl
তিন ছেলে সন্তানসহ আবুবকর বাগদাদীকে হত্যার ব্যাপারে Middle East Eye এর প্রতিবেদন।
https://www.middleeasteye.net/news/isis-leader-abu-bakr-al-baghdadi-targeted-us-raid-offic
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, ইসলামিক স্টেট গ্রুপের পলাতক নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করেছে মার্কিন বিশেষ বাহিনী।
https://www.bbc.com/bengali/news-50198792
প্রচণ্ড গোলাগুলির' পর আমেরিকান কমান্ডোরা বাড়িটি ঘিরে ফেলে দরজা দিয়ে না ঢুকে দেয়াল ভেঙ্গে বাড়ির আঙ্গিনায় ঢোকে।
মি. আল বাগদাদি সেসময় তার তিন বাচ্চাকে নিয়ে একটি বদ্ধ সুড়ঙ্গে লুকানোর চেষ্টা করেন।
মার্কিন সেনাদের সাথে থাকা কুকুর তাকে তাড়া করলে উপায় না দেখে আইএস নেতা শরীরে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেন। বিস্ফোরণে সুড়ঙ্গটি তার শরীরের ওপর ধসে পড়ে।
বিস্ফোরণে মি. আল বাগদাদির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। সাথে থাকা তিনটি শিশুও নিহত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আই এস নেতার বেশ কজন সহযোগীও নিহত হয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ছিন্নভিন্ন শরীরের ডিএনএ পরীক্ষা করে আল বাগদাদির পরিচয় নিশ্চিত করা হয়।
তিনি বলেন, দু ঘণ্টা ধরে চলা অভিযানের শুরুতে ১১টি শিশুকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তারা অক্ষত রয়েছে।
https://www.bbc.com/bengali/news-50199614
US Army General Mark Milley, the chairman of the Joint Chiefs of Staff, told a Pentagon news briefing on Monday that the US military disposed of Baghdadi's remains "appropriately, in accordance with our (standard operating procedures) and in accordance with the law of armed conflict".
Given the gruesome nature of Baghdadi's death, it was unlikely the US military followed as complete a process as it did after Navy Seals killed Al-Qaeda founder Osama bin Laden in a 2011 raid into Pakistan.
Opinion/Review-1:
Shadhin Mahfoj Mohon
অনেকেই প্রশ্ন তুলেছেন, বাগদাদির যদি মৃত্যুই হয়, তাহলে দেহাবশেষ কোথায়।
ট্রাম্প জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণে বাগদাদির দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাগদাদির নিহতের বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। ট্রাম্পের এই তথ্য থেকে এটা স্পষ্ট, আল-কায়েদা প্রধান বিন লাদেনের মতো আইএস প্রধান বাগদাদির মৃতদেহের ছবিও প্রকাশিত হবে না।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন কথিত আইএস-এর প্রধান আবুবকর আল বাগদাদির ওপর গতরাতের হামলার ভিডিও-ফুটেজ সম্প্রচার করেছে। কিন্তু ভিডিওটি যাচাই বাছাই করে দেখা যাচ্ছে কোন হতাহতের দেহ নাই , যতসব পাত্রের মধ্যে পাথরের তামাশা মাত্র।
এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন বলেন, বিস্ফোরণে বাগদাদির শরীর ‘ছিন্নভিন্ন’ হয়ে যায়। ফলে মৃত্যু নিশ্চিত হতে সেনারা তার ডিএনএ পরীক্ষা করেছে। এতে তাদের ১৫ মিনিট সময় লেগেছিল।https://www.facebook.com/amra.shadinjati/posts/2419456048130591
Opinion/Review-2:
আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে কেউ হত্যা করেনি কিংবা সে আত্মঘাতীও হননি, সব নিয়ন্ত্রিত মিডিয়া কল্পকাহিনি। বরং প্রজেক্টের কাজ শেষ হওয়ায় মার্কিনীরা তাকে উঠিয়ে নিয়ে গেছে। এখন সে অন্য প্রজেক্টে কাজ করবে বা বিশাল মার্কিন মুল্লুকের কোথাও অবসর জীবন যাপন করবে।
https://www.rt.com/news/472338-americans-recreate-baghdadi-assad/
Abu Bakr al-Baghdadi: Made and Killed by the CIA.
https://www.globalresearch.ca/abu-bakr-al-baghdadi-made-killed-cia/5693239
Comments
Post a Comment