ধর্মীয় লেবাসের আডালে বর্তমান আরব শাসকদের নারী-লুলুপতা!

তরুণ সমর বিশারদ
এর একটা ফেইসবুক পোস্ট ছিল এরকমঃ 

"বিকিনি মডেলকে একনজর দেখার দাম ১৩৪ কোটি টাকা! 🤣🤣🤣
সালমানের খুব প্রিয় মানুষ উনি, কথায় আছে না মানিকে মানিক চিনে 🤣
শুধু একনজর দেখার জন্য দক্ষিণ আফ্রিকার এক বিকিনি মডেলকে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দিয়েছিলেন লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি।
বাংলাদেশি মুদ্রায় এটা প্রায় ১৩৪ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার টাকার সমান। ২০১৩ সালে ভারত মহাসাগরের দক্ষিণ আফ্রিকার নিকটবর্তী সিচেলিস দ্বীপে বিলাসবহুল রিসোর্টে মডেল ক্যানডাইস ভ্যান ডার মারউইর সঙ্গে......"

পোস্টে মন্তব্য করলাম, "ভাই, এখনে ইসলাম আর মুসলিম পাইলেন কই? লেবানন হলো থাইল্যান্ড এর পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রস-কোয়ার্টার।"

তখন ভাই মণক্ষুণ্ণ হয়ে জবাব দিলেন, "কেন? ওনাকে কি আপনার বিধর্মী মনে হচ্ছে? আর লেবানন কি মুসলমানদের দেশ নয়।"

এ প্রসংগে কমেন্ট বক্সে নিচের কথাগুলো লিখেছিলাম।

ভাইরে!. ...  "ইসলাম, মুসলমান, মুসলমানদের দেশ এবং ইসলামী দেশ" এই বিষয়গুলি নিয়ে লিখতে গেলে কমপক্ষে তিনটি উইকিপিডিয়া তৈরি করা দরকার পড়বে।

কাজেই,  ওই প্রসঙ্গে না যাই। ছোট্ট একটা হিন্স দিচ্ছিঃ

আল সাউদ রাজ পরিবার কিংবা শাইখ আবদুর রহমান আস সুদাইস (রহঃ) হুজুরের এর আশীর্বাদপুষ্ট যেসব দেশগুলি রয়েছে পৃথিবীতে ওগুলো সবগুলোরই কাহিনি প্রায় একই।

পক্ষান্তরে, ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড কিংবা হামাস ঘরানার তথা আল্লামা ইউসুফ কারযাভীর (রঃ) আশীর্বাদপুষ্ট যেসব দেশ, অঞ্চল বা সরকারগুলি রয়েছে তাঁদের চিত্র কিছুটা হলেও ভিন্ন পাবেন নিশ্চিতভাবে।

একই কারণে, লেবাবনের কেবল হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বা প্রভাবিত অঞ্চলগুলিতেই ইসলামের ছোঁয়া পাবেন আপনি। বাকী সব আল সাউদ পরিবারের মতোই "তেলাবিব হাসপাতালের রোগী" ইয়ে.....  মানে মিয়া খলিফার উম্মত্ত আর কি।

অবশ্য, লেবাননের জনসংখ্যার উল্লেখযোগ্য একটা অংশ বস্তুবাদী খৃষ্টান হওয়ায় সমস্যাটা আরো প্রকট হয়ে গেছে। এই সমস্যাটা আংশিকভাবে মালয়েশিয়ার সামাজিক পরিবেশের সাথে (৪০% বিধর্মী) সাথেও মিলে যায়।

ভাই অন্য একটা পোস্টে লিখেছেন, "অনেক আগের কথা সালমান বেশ চওড়া দামে মোনালিসার ছবি কিনে, যীশুর ছবি কিনে নিজের হেডম দেখায়। আর এই দুইটা ছবির পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে,
এই যদি হয় মুসলিম শাসকদের অবস্থা তবে ইসলামের হাল ধরবে কে শুনি!!!!"

এ প্রসংগে আল সৌদ রাজ প্রসাদের অভ্যন্তরীণ কিছু সাম্প্রতিক কীর্তিকলাপের নমুনা দিলামঃ

১. হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের প্রেমে মজেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। লুকিয়ে লুকিয়ে দেখা করছেন তারা।

২. নতুন আদেশে বলা হয়েছে, পর্যটক নারীদের বোরকা পরার প্রয়োজন নেই, শুধু পোশাক-পরিচ্ছদে সংযত থাকলেই চলবে।

সৌদির ডি ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ নামের সংস্কার কর্মসূচির আওতায় এসব উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
https://enews.zoombangla.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b8/

৩. নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর এবার ‘নাইট ক্লাব’ চালু করতে যাচ্ছে সৌদি আরব।

গতকাল বুধবার সৌদি রাজপরিবারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।http://www.prothomalo.com/international/article/1598916/%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E2%80%98%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E2%80%99

৪. MBS খ্যাত সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের "বিশ্বসেরা লুইচ্চামীর গল্প" পড়ুন ইংল্যান্ডের বিখ্যাত The Telegraph পত্রিকায় যা পৃথিবীর সব মিডিয়াতেই ছাপালো হয়েছে আগে পরেঃ

According to reports she was sent a proposal by a Saudi prince on her Instagram, offering her 'one million per night'.

Adel Al-Otaib, allegedly a member of the Saudi royal family, reportedly wrote: 'I'm Saudi and I'll pay you one million per night Mai', according to MailOnline.
https://www.telegraph.co.uk/news/celebritynews/11290052/Kim-Kardashian-offered-1m-to-spend-night-with-Saudi-prince.html
আগেই বলেছি, বিস্তারিত লিখতে গেলে কমপক্ষে তিনটি উইকিপিডিয়া তৈরি করা দরকার পড়বে।

কাজেই, হালকা একটু ধারণা দিয়েই নিজেকে সংবরণ করার চেষ্টা করলাম।

Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই