আবরার হত্যাকান্ডের "অন্যতম মাস্টারমাইন্ড" অমিত শাহা
@ আবরার যে 'হলে অবস্থান করছেন' সেটা অমিতই অন্যদের জানায় এবং খুনিদের ডেকে আনে। পরে তার কক্ষেই আবরারকে মারধর করে হত্যা করা হয়। এসময় অমিত ওই কক্ষে আবরারকে বেধরক পিটিয়েছেন বলেও অভিযোগ উঠে। অমিতকে আটকের পর পুলিশ এ বিষয়ে প্রাথমিক সত্যতাও পেয়েছে।
@ জানা যায়, আবরার ফাহাদ হলে আছেন কিনা সে বিষয়ে প্রথম খোঁজ নিয়েছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক অমিত সাহা।
ঘটনার দিন সন্ধ্যায় অমিত সাহা আবরারের এক বন্ধুকে ইংরেজি অক্ষরে 'আবরার ফাহাদ হলে আছে কিনা' মেসেজ দেন। মেসেজের এক ঘণ্টার মধ্যেই শেরেবাংলা হলের ছাত্রলীগ নেতারা আবরারকে ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে যায়।
@ গত ৪ অক্টোবর, ২০১৯ তারিখ বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে রবিন শেরেবাংলা হল ছাত্রলীগের একটি মেসেঞ্জার গ্রুপে একটি নির্দেশনা দেয়। এতে বলা হয়, আবরার শিবির করে, তাকে ধরতে হবে।
-এরপর মেসেঞ্জার গ্রুপে সাড়া দেয় বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহা। আবরার তখন বাড়িতে থাকায় ও সকালকে বলে, ‘ওকে বাড়ি থেকে ফিরতে দেন।’
-৬ অক্টোবর রাত আটটার কিছু পর আবরারকে ২০১১ নম্বর কক্ষে নিয়ে আসা হয়।
https://www.facebook.com/100002446527030/posts/2481207785304081/?app=fbl
@ ২০১১ নং কক্ষে অকথ্য নির্যাতনের পর আবরার প্রচণ্ড অসুস্থ হয়ে পরপর বমি করতে থাকেন, মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয়.... একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে ২০০৫ নম্বর কক্ষে নিয়ে শুইয়ে দেয়া হয়।https://www.facebook.com/100002446527030/posts/2481207785304081/?app=fbl
ওই মুমূর্ষু অবস্থাতেই... এ সময় অমিত খুদে বার্তা (SmS) পাঠালে তিনি সবকিছু জানতে চান এবং >>> "আবরারকে আরও মেরে আরও তথ্য বের করতে বলেন।" <<<
আবরারের অবস্থা খুব খারাপ জানালে অমিত তাকে হল থেকে বের করে দিতে বলেন। এর কিছুক্ষণ পর মেহেদী ও অনিক ২০০৫ নম্বর কক্ষে আসেন। আবরারকে দেখে তারা বলেন, ‘ও ঠিক আছে।’ এরপর তাঁরা চলে যান।
https://m.facebook.com/100016294541264/posts/500834920469655/?app=fbl&refid=52&_ft_=mf_story_key.406259613633637%3Atop_level_post_id.406259613633637%3Atl_objid.406259613633637%3Acontent_owner_id_new.100027488050103%3Athrowback_story_fbid.406259613633637%3Atext_formatting.1881421442117417%3Astory_location.4%3Athid.100027488050103&__tn__=R
@
স.এ.এম নীল নামের জনৈক ফেইসবুক এক্টিভিিস্ট লিখেছেন যে, "আবরারের স্টেটাসটি যে ভারতীয় স্বার্থের র্থের বিরুদ্ধে, প্রথম এই অভিযোগটা নির্ণয় করেছিলো কে ? উত্তর – অমিত সাহা। (সূত্র: ইন্ডিপেন্ডেট টিভি) অর্থাৎ আবরারের স্ট্যাটাস ছিলো ভারতীয় স্বার্থের বিরুদ্ধে এবং সেই অভিযোগটা নির্ণয় করেছিলো অমিত সাহা। অর্থাৎ আবরার ছিলো ভারতবিরোধী, কিন্তু সে ভারত বিরোধীতারাকে অমিত সাহা তার সহযোগী মদ্যপ ছাত্রলীগ সদস্যদের কাছে তুলে দিয়েছিলো তাদের রাজনৈতিক মতাদর্শবিরোধী ‘শিবির’ নামে। অথ্যাৎ নিজের শত্রুকে অন্যের শত্রু বলে চালিয়ে দিয়ে, অন্যকে দিয়ে নিজের শত্রুকে দমন করে।"
@ পুরো হত্যাকান্ডটা যে অমিত সাহা খুব "সুকৌশলে" ততত্ত্বাবধান করছিল, তার একটা ছোট্ট প্রমাণ দেখেন! তবে, আমি নিশ্চিত "সাকসেসফুল অভিযান" এর পর নিজের দায় এড়াতেই মূলতঃ চতুর অমিত শাখা এই টেক্সটগুলি করেছিল! অন্য কোন সূত্র থেকে (সম্ভবতঃ লেখক ভট্টাচার্য) সে আগেই নিশ্চিত হয়েছিল যে, 'আবরারের মৃত্যু নিশ্চিত।' তাই 'আমি কিছুই করিনি, জাস্ট খবরাখবর নিয়েছিলাম' ... টাইপের সাধুতা আর কি!
মেসেঞ্জারে কথোপকথনঃ
আবরার ফাহাদরে ধরছিলি তোরা?।
আবরার ফাহাদরে ধরছিলি তোরা?।
জবাবে ইফতি বলেন, হ।
উত্তরে অমিত আবারো লেখেন, বের করছোস?
প্রতিউত্তরে ইফতি পাল্টা প্রশ্ন করেন। তিনি লেখেন, কি হল থেকে নাকি স্বীকারোক্তি?
এর উত্তরে অমিত লেখেন, স্বীকার করলে তো বের করা উচিত।
গ্রুপ মেসেঞ্জারে এর ঠিক পরেই ইফতি লেখেন, মরে যাচ্ছে; মার বেশি হয়ে গেছে।
জবাবে অমিত লেখেন, বাট তাকে তো লিগ্যালি বের করা যায়।
এর জবাবে একটি ইমোজি পাঠান ইফতি। পরে এই দুজনের আর কোনও কথোপকথন পাওয়া যায়নি।
*** ফেসবুক মেসেঞ্জার গ্রুপে এই কথোপকথন প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বলেন, আমরা সব তথ্য যাচাই-বাছাই করে এই হত্যাকাণ্ড তদন্ত করছি। কথোপকথনের বিষয়টিও যাচাই-বাছাই চলছে।
http://www.m.somoynews.tv/pages/details/177975
@ অনেক আগে থেকেই মূলত অমিতের প্ররোচনাতেই ছাত্রলীগের ‘জুনিয়র গ্রুপ’ আবরারের ফেইসবুকসহ তার কর্মকাণ্ড অনুসরণ শুরু করেন। শুধু তাই নয়, আবরারের রুমমেট মিজানকেও তার সম্পর্কে তথ্য সরবরাহের নির্দেশনা দেওয়া হয়। অমিতের নির্দেশনাতেই মিজান আবরারের বিষয়ে নানা তথ্য সরবরাহ করতে থাকেন।
http://www.deshrupantor.com/first-page/2019/10/11/173333
@ আবরারের বাবা বলেন, ‘অমিত সাহা নামে একজনের কক্ষে আমার ছেলেকে নির্যাতন করা হয়েছে। তার নামটা এজাহারে আসে নাই। গতকাল (মঙ্গলবার) মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে আলাপ হয়েছে, তাকে বলেছি অমিত সাহাকে মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। উনি (তদন্ত কর্মকর্তা) বলেছেন, তদন্ত করে অন্তর্ভুক্ত করা হবে।’
https://www.prothomalo.com/bangladesh/article/1618252
*** "অমিত সাহার দানবীয় কার্যক্রম" সম্পর্কে বুয়েটের নিরীহ ছাত্রছাত্রীদের বক্তব্যঃ
শিক্ষার্থীদের অভিযোগ অমিত সাহা বুয়েটের জুনিয়রদের ওপর বেশি আগ্রাসী ছিলেন। তার মারধরের স্বীকার হয়েছেন বেশ কয়েকজন। এ কারণে অমিত সাহাকে আতঙ্ক মনে করতেন জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরা।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী অমিত সাহা। মেধাবী শিক্ষার্থী হিসেবে বুয়েটে ভর্তি হলেও দ্রুত জড়িয়ে পড়েন রাজনীতিতে। বিশ্ববিদ্যালয় কমিটিতে পদ পেতে নিজেকে আগ্রাসী হিসেবে পরিচিত করেন ক্যাম্পাসে। ফলও পান দ্রুত। পদ পান বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক হিসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ১৭ ব্যাচের শিক্ষার্থীরা জানান, আমাদের ব্যাচের অধিকাংশ শিক্ষার্থী সিনিয়রদের মধ্যে একজনকে পেছনে সবচেয়ে বেশি গালমন্দ করে। তিনি হচ্ছেন অমিত সাহা। তাকে সবেচেয়ে আগ্রাসী দেখা যেত।
রবিবার দিবাগত রাতে বুয়েটের শেরে-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ১৭তম ব্যাচের ছাত্র আবরার ফাহাদকে ব্যাপক মারধর করা হয়। এই কক্ষের বাসিন্দা অমিত সাহা। এখানে জুনিয়রদের নিয়মিত র্যাগিংয়ের নামে নির্যাতন করা হতো বলে অভিযোগ উঠেছে।
https://www.bd-pratidin.com/campus-online/2019/10/10/464710
প্রাসংগিকঃ র্যাগিং করে ছাত্রদের হাত ভেঙে দিত অমিত সাহা!
https://studentjournalbd.com/%e0%a6%b0%e2%80%8c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be/
প্রাসংগিকঃ আবরার হত্যার মূলচক্রী অমিত সাহা উগ্রবাদী ইসকনের সদস্য!
http://sylhettimes.net/85599/
সর্বশেষঃ ছাত্র সংগঠনটি উল্লেখ করে, ৭ অক্টোবরের ওই ঘটনার সময় অমিত ঘটনাস্থলে উপস্থিত ছিল না। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নানাজনকে নির্যাতনের জন্য উস্কানি দিয়েছেন। বিষয়টি অধিকতর তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ।
https://bangla.dhakatribune.com/politics/2019/10/14/15892/%E0%A6%85%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0/
@ অনেক আগে থেকেই মূলত অমিতের প্ররোচনাতেই ছাত্রলীগের ‘জুনিয়র গ্রুপ’ আবরারের ফেইসবুকসহ তার কর্মকাণ্ড অনুসরণ শুরু করেন। শুধু তাই নয়, আবরারের রুমমেট মিজানকেও তার সম্পর্কে তথ্য সরবরাহের নির্দেশনা দেওয়া হয়। অমিতের নির্দেশনাতেই মিজান আবরারের বিষয়ে নানা তথ্য সরবরাহ করতে থাকেন।
http://www.deshrupantor.com/first-page/2019/10/11/173333
@ আবরারের বাবা বলেন, ‘অমিত সাহা নামে একজনের কক্ষে আমার ছেলেকে নির্যাতন করা হয়েছে। তার নামটা এজাহারে আসে নাই। গতকাল (মঙ্গলবার) মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে আলাপ হয়েছে, তাকে বলেছি অমিত সাহাকে মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। উনি (তদন্ত কর্মকর্তা) বলেছেন, তদন্ত করে অন্তর্ভুক্ত করা হবে।’
https://www.prothomalo.com/bangladesh/article/1618252
*** "অমিত সাহার দানবীয় কার্যক্রম" সম্পর্কে বুয়েটের নিরীহ ছাত্রছাত্রীদের বক্তব্যঃ
শিক্ষার্থীদের অভিযোগ অমিত সাহা বুয়েটের জুনিয়রদের ওপর বেশি আগ্রাসী ছিলেন। তার মারধরের স্বীকার হয়েছেন বেশ কয়েকজন। এ কারণে অমিত সাহাকে আতঙ্ক মনে করতেন জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরা।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী অমিত সাহা। মেধাবী শিক্ষার্থী হিসেবে বুয়েটে ভর্তি হলেও দ্রুত জড়িয়ে পড়েন রাজনীতিতে। বিশ্ববিদ্যালয় কমিটিতে পদ পেতে নিজেকে আগ্রাসী হিসেবে পরিচিত করেন ক্যাম্পাসে। ফলও পান দ্রুত। পদ পান বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক হিসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ১৭ ব্যাচের শিক্ষার্থীরা জানান, আমাদের ব্যাচের অধিকাংশ শিক্ষার্থী সিনিয়রদের মধ্যে একজনকে পেছনে সবচেয়ে বেশি গালমন্দ করে। তিনি হচ্ছেন অমিত সাহা। তাকে সবেচেয়ে আগ্রাসী দেখা যেত।
রবিবার দিবাগত রাতে বুয়েটের শেরে-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ১৭তম ব্যাচের ছাত্র আবরার ফাহাদকে ব্যাপক মারধর করা হয়। এই কক্ষের বাসিন্দা অমিত সাহা। এখানে জুনিয়রদের নিয়মিত র্যাগিংয়ের নামে নির্যাতন করা হতো বলে অভিযোগ উঠেছে।
https://www.bd-pratidin.com/campus-online/2019/10/10/464710
প্রাসংগিকঃ র্যাগিং করে ছাত্রদের হাত ভেঙে দিত অমিত সাহা!
https://studentjournalbd.com/%e0%a6%b0%e2%80%8c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be/
প্রাসংগিকঃ আবরার হত্যার মূলচক্রী অমিত সাহা উগ্রবাদী ইসকনের সদস্য!
http://sylhettimes.net/85599/
সর্বশেষঃ ছাত্র সংগঠনটি উল্লেখ করে, ৭ অক্টোবরের ওই ঘটনার সময় অমিত ঘটনাস্থলে উপস্থিত ছিল না। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নানাজনকে নির্যাতনের জন্য উস্কানি দিয়েছেন। বিষয়টি অধিকতর তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ।
https://bangla.dhakatribune.com/politics/2019/10/14/15892/%E0%A6%85%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0/
Comments
Post a Comment