আবরার হত্যার ১৯জন আসামী কি খুব শীঘ্রই বেকসুর ছাড়া পাচ্ছেন?

Alarming Points: (দয়া করে সোচ্চার হোন):

@@ পুলিশকে  "সরকারী দায়িত্ব পালনে বাধা" দেওয়ার অভিযোগে কোন মামলা কি দায়ের হয়েছে এখনো?
নাহ! হয়নি?

@@  "...তাকে কী হত্যার উদ্দেশ্যে মারধর করছিল নাকি মারার জন্য মেরেছিল। কাজেই শিবির সন্দেহে পেটানো না অন্যকিছু সেটা আরও তথ্যপ্রমাণ ছাড়া উপসংহারে পৌঁছানো যাবে না।" ....  এই কথা দ্বারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ন কমিশনার "ডিবি মুরিরুল" কি বুঝাতে চাইলেন? 


"শিবির সন্দেহে" কাউকে যখন যেভাবে ইচ্ছা নির্যাতন করার এবং প্রয়োজনে হত্যা করার আইনগত এখতিয়ার তথা "ম্যাজিস্ট্রেসী পাওয়ার" ছাত্রলীগকে দেওয়া হয়েছে এবং তা অব্যাহতই থাকবে?


১৯জন ভি আইপি (!) আসামী কি তাইলে খুব শীঘ্রই মহা উল্লাসে বেকসুর ছাড়া পাচ্ছেন শাশুর বাড়ি থেকে? 

কাঁদো বাংগালী, কাঁদো। 😰😰😰

@@ এ বিষয়টি চমৎকারভাবে বিশ্লেষণ করে
অনেক হাসি খুশী ভাবেই পুলিশের মুনিরুল ইসলাম জানাচ্ছেন যে, আবরারকে সন্দেহ করে মারপিট করা হয়েছে। প্রথম পয়েন্ট সন্দেহবশত মারপিট। এরপর তিনি বলছেন, তবে তাকে হত্যার উদ্দেশ্য মারা হয়েছে কি না তা এখনি বলা যাচ্ছে না। দ্বিতীয় পয়েন্ট, এখানেও পুলিশ সন্দেহ শব্দটি আমদানি করেছে। বর্তমান সরকারী লিখিত/অলিখিত আইনে জামাত/শিবির হচ্ছে সন্ত্রাসী সংগঠন; তাই এর সকল সদস্য সমর্থকও সন্ত্রাসী পুলিশের মতে। তাই তাদের একাধিক ব্যক্তি সন্দেহ করে মারপিট করেছে; এখন যদি এই সন্দেহের সাথে মরে যাওয়াকে দুর্ঘটনা বলে চালানো যায়; নো প্রবলেম; এমনিতেই জেলখানায় আসামিরা মার খেয়েছে, তাই তারা জেলে নিরাপদ নয় প্রমানিত হয়েছে; জামিন দেয়াই উত্তম! অপেক্ষা করুন বাকি নাটকের জন্য। এতগুলো মেধাবী আওয়ামী জানবাজ ভবিষ্যৎ কি একজন মৃত নামাজী (শিবির সন্দেহ) ছাত্রের জন্য ধংস করা যায়? আপনারাই বলুন! খামাখা উল্টা আন্দোলন ফান্দলন করে সরকারকে বিব্রত করছেন!! (এটা ওনাদের ভাবনা, ভূমিপুত্রের নয়)।

ডিবির মুখপাত্র মুনিরুল এর ব্রিফিং (যুগান্তর এর লিখিত প্রতিবেদক):
https://www.jugantor.com/national/232051/%E0%A6%86%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%AC%E0%A7%81%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

যমুনা টিভিতে প্রকাশিত এই ভিডিও প্রতিবেদনেও ঘুরেফিরে একই কথা ....
* শিবির সন্দেহে ।
* পিটানোর বা নির্যাতনের 'উদ্দেশ্যে!'
https://youtu.be/zPGbkAnDTD4

Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই