😂😂😂 হায়রে দুনিয়া! করাচির মুদির দোকান থেকে রেস্টুরেন্ট ব্যবসায়ী, ফুটপাতের হকার থেকে মিলিওনিয়ার, দিনমজুর থেকে ভূ-স্বামী, বাস কন্ট্রাক্টর থেকে পরিবহন সেক্টরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মৎস্য শ্রমিক থেকে নৌকা-বোট-জাহাজের মালিক, স্থানীয় পর্যায়ে ছোট-বড় জনপ্রতিনিধি থেকে সমাজপতি, সাগরেদ থেকে ওস্তাদ, আলিম, কলেজ-বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট... পাতি মাস্তান থেকে গ্যাংস্টার... কি নাই ওখানে পাকিস্তানে বাংলাদেশী কম্যুনিটির মধ্যে?
সবচেয়ে বড় কথা হচ্ছে, ঢাকায় অবস্থিত বাংলাদেশের কুখ্যাত জেনেভা ক্যাম্পের... মতো করাচী বা পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদেরকে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে কনফাইন করে রাখা হয়নি!
কিন্তু স্বাধীনতার 49 বছর পরে হঠাৎ করে কি এমন হলো যে, ঢাকার চিহ্নিত গুন্ডা বদমাইশগুলিকে "মুক্তিযুদ্ধ মঞ্চ" শিরোনামে পাকিস্তানে রাজার হালতে বসবাসরত সেসব বাংলাদেশীদের অধিকার নিয়ে হঠাৎ করে সোচ্চার হতে হলো!
দেখুন, পাকিস্তানের নাগরিকত্ব আইন কীরকম?পাকিস্তানের নাগরিকত্ব আইনের ৪ নং ধারায় বলা হয়েছে এই আইন জারির পরবর্তী কালে পাকিস্তানে জন্মগ্রহণ করা সমস্ত নাগরিক জন্মসূত্রে পাক নাগরিক বলে গণ্য হবেন। বিস্তারিত প্রতিবেদন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার সরকার বাংলাদেশ এবং আফগানিস্তানে থেকে আসা শরণার্থীদের পাকিস্তানের নাগরিকত্ব প্রদানের কথা বিবেচনা করছে।
রোববার করাচিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা আড়াই লক্ষ মানুষ এখন করাচিতে শরণার্থী হিসেবে বসবাস করছেন।
"৪০ বছর ধরে এরা এই শহরে আছেন। তাদের সন্তানরাও এই শহরেই বড় হচ্ছে," ইমরান খান বলেন, "কিন্তু তাদের নেই কোন পাসপোর্টে কিংবা কোন পরিচয়পত্র।"
"এগুলো না থাকলে চাকরি হয়না, আর চাকরি হলেও তাদের বেতন হয় অর্ধেক।"
বিবিসি বাংলার বিস্তারিত প্রতিবেদন।
এবার আসি ৩টি প্র্যাক্টিক্যাল কেইস হিস্ট্রিতেঃ
কেইস হিস্ট্রি-১ঃ
আমার দূর সম্পর্কের এক চাচা আজ থেকে প্রায় ৩০ বছর পূর্বে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে করাচি চলে গিয়েছিলেন। যাওয়ার পর থেকেই তিনি সেখানে মোটামুটি প্রতিষ্ঠিত এবং বেশ ভালো অবস্থানে আছেন। এখানে দেশে তাঁর মা অসুস্থ। মায়ের চিকিৎসার জন্য নিয়মিত টাকা পাঠান। ভাইয়েরা মাঝেমধ্যে জায়গা সম্পত্তি কিনেন, সেক্ষেত্রেও আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন তিনি। কি বুঝলেন?
কেইস হিস্ট্রি-২ঃ
২০-২৫ বছর আগের ঘটনা। আমাদের এলাকার তাবলীগ জামায়াতের একজন আমিরের সাথে পাকিস্তানের তাবলীগ জামাতের এক লোকের সাথে কোনভাবে অনেক বেশি সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে একে অপরের মধ্যে সমঝোতার ভিত্তিতে উনার এক ছেলেকে তিনি পাকিস্তানের ওই নাগরিকের সাথে দিয়ে দেন। লোকটি মনে হয় নিঃসন্তান ছিলেন। ওখানে যাওয়ার পর থেকেই সে বেশ ভালো আছে বলে জানতাম। আমাদের দেশে মোবাইল ব্যবহার ব্যাপকতর হওয়ার আগে থেকেই সে নিয়মিত চিঠি প্রদান করতো, মাঝেমধ্যে টেলিফোন করতো। ওখানে সে ভালোমতো প্রতিষ্ঠিত। বাবা-মার জন্য টাকা-পয়সা পাঠায়, তার টাকা দিয়ে দেশে এখানে বিল্ডিং ওঠছে, ছোটখাটো ব্যবসা বাণিজ্যও হচ্ছে। শুধু তার ইনকামের বলেই তার বাবা বাংলাদেশের কোন কাজকর্ম না করেই তাবলীগ করে ঘুরে বেড়ান। মোটামুটি সামাজিক অবস্থানও বেশ ভালই, আলহামদুলিল্লাহ।
কেইস হিস্ট্রি-৩ঃ
এবার আসি ১৫ বছর আগের ঘটনায়। আমাদের কক্সবাজার সদরের একটা দূরবর্তী গ্রামে আমাদের এক আত্মীয় পরিবারের ৫ ভাইয়ের মধ্যে দুই ভাই কোনভাবে পাকিস্তানে চলে যান। কেন কিভাবে তা আমি জানিনা। তারা সেখানে সহজেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হন। ৫ ভাইয়ের সবাই অশিক্ষিত। এখানে যে ৩ ভাই আছেন, তারা দুঃখ কষ্টে জীবন যাপন করছেন। শেষ মুহূর্তে যখন করাচির ভাইয়েরা জানতে পাররলেন যে দেশে মা অসুস্থ (বাবা আগেই মারা গেছেন) এবং ভাইয়েরা যত্ন নিতে ও চিকিৎসা খরচ যোগাড় করতে হিমশিম খাচ্ছেন, তারা ভিসা পাসপোর্ট অ্যারেঞ্জ করে মাকে পাকিস্তানে নিয়ে যান.... মাত্র ৫বছরের মাথায়। এখন সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ।
সেই ১৫-১০ বছর এর মধ্যে পাকিস্তানে অনেক কিছুই পরিবর্তন হয়েছে; সবকিছুই ইতিবাচক।... (অসম্পূর্ণ, চলবে...)
**********
রোববারর (১৭ জানুয়ারি) সকালে মুক্তিযুদ্ধ মঞ্চের পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি গুলশান-২ নম্বরে থামিয়ে দেয় পুলিশ।
সেখানে ঘণ্টাব্যাপী অবস্থানের পর, পাকিস্তান দূতাবাসের দিকে অগ্রসর হতে গেলে আবারো থামায় পুলিশ। পরে স্থানীয় দূতাবাস এলাকার নিরাপত্তা বাহিনীর কাছে স্মারকলিপি হস্তান্তর করে তারা পরবর্তীতে আরও জোরালো কর্মসূচির ঘোষণা দেয়।
মুক্তিযুদ্ধ মঞ্চের এক সদস্য বলেন, 'আমরা যদি স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে অন্তত বাঙালি জাতির অধিকারের কথা না বলি তাহলে আমাদের স্বাধীনতার পূর্ণতা আসবে কখন।'
বিস্তারিত নিউজ
প্রাসঙ্গিকঃ
শেখ হাসিনার মুজিববর্ষ বনাম ইমরান খানের প্রণোদনার মহাপরিকল্পনা!
ইমরান খান ভন্ড! বেলুচিস্তানের স্বাধীনতা দিচ্ছেননা কেন? লিংক
উইকিপিডিয়াঃ আটকে পড়া পাকিস্তানি লিংক
#Bangladesh
#Pakistan
#BAL
#Propaganda
#Media
#Refugees
#Immigrants
Comments
Post a Comment