কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই
ব্লগার শফিউর রহমান ফারাবির অবদান কি ? ব্লগার শফিউর রহমান ফারাবির অনেক কর্ম আছে, তবে আমি এ পোস্টে তার দুটি অবদান নিয়ে কথা বলবো। প্রথম বলবো, শাহবাগ আন্দোলন নিয়ে। শাহবাগ আন্দোলন যে নাস্তিকদের আন্দোলন এটা সর্ব প্রথম প্রমাণ করেছিলো ব্লগার শফিউর রহমান ফারাবি এবং সে জন্য ফারাবি ৬ মাস জেলও খেটেছিলো। মূলতঃ শাহবাগ আন্দোলনের মূলে ছিলো নাস্তিক ব্লগারদের জোট সংগঠন ‘ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক’ (বোয়ান)। তারা শাহবাগে আন্দোলন শুরু করে ৫ই ফেব্রুয়ারী, ২০১৩ থেকে। যারা ঐ সময় ঢাকায় ছিলেন, তারা সাক্ষী থাকবেন, আন্দোলনের শুরুতেই আন্দোলনটাকে তারা গণমানুষের আন্দোলন হিসেবে রূপ দিতে পেরেছিলো। এত লক্ষ লক্ষ মানুষ শাহবাগে জড়ো হতো, যা কল্পনা করা যায় না। শাহবাগকে কেন্দ্র করে তাদের মানুষের ভীড় একদিকে ঠেকতো মৎস ভবন, অন্যদিকে কাটাবন, একদিকে টিএসসি, অন্যদিকে বাংলামটর। শুধু মানুষ আর মানুষ, সমুদ্রের মত। তারা এমন একটা হুজুগ তৈরী করলো, যেন বাংলাদেশী হতে হলেই শাহবাগ গিয়ে একবার হাজিরা না দিলে হবে না। কত মাদ্রাসার ছেলেরা গিয়ে যে শাহবাগে বসে থাকতো, তার হিসেব নেই। যাই হোক, ঘটনাক্রম...