Posts

Showing posts from February, 2021

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই

Image
ব্লগার শফিউর রহমান ফারাবির অবদান কি ? ব্লগার শফিউর রহমান ফারাবির অনেক কর্ম আছে, তবে আমি এ পোস্টে তার দুটি অবদান নিয়ে কথা বলবো। প্রথম বলবো, শাহবাগ আন্দোলন নিয়ে।  শাহবাগ আন্দোলন যে নাস্তিকদের আন্দোলন এটা সর্ব প্রথম প্রমাণ করেছিলো ব্লগার শফিউর রহমান ফারাবি এবং সে জন্য ফারাবি ৬ মাস জেলও খেটেছিলো।  মূলতঃ শাহবাগ আন্দোলনের মূলে ছিলো নাস্তিক ব্লগারদের জোট সংগঠন ‘ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক’ (বোয়ান)। তারা শাহবাগে আন্দোলন শুরু করে ৫ই ফেব্রুয়ারী, ২০১৩ থেকে।  যারা ঐ সময় ঢাকায় ছিলেন, তারা সাক্ষী থাকবেন, আন্দোলনের শুরুতেই আন্দোলনটাকে তারা গণমানুষের আন্দোলন হিসেবে রূপ দিতে পেরেছিলো। এত লক্ষ লক্ষ মানুষ শাহবাগে জড়ো হতো, যা কল্পনা করা যায় না। শাহবাগকে কেন্দ্র করে তাদের মানুষের ভীড় একদিকে ঠেকতো মৎস ভবন, অন্যদিকে কাটাবন, একদিকে টিএসসি, অন্যদিকে বাংলামটর। শুধু মানুষ আর মানুষ, সমুদ্রের মত। তারা এমন একটা হুজুগ তৈরী করলো, যেন বাংলাদেশী হতে হলেই শাহবাগ গিয়ে একবার হাজিরা না দিলে হবে না। কত মাদ্রাসার ছেলেরা গিয়ে যে শাহবাগে বসে থাকতো, তার হিসেব নেই। যাই হোক, ঘটনাক্রম...

'হাসিনা রেজিম এর ত্রাসের রাজত্বে' গুম, খুন ও ক্রসফায়ারের ব্যাপারে 'সর্বোচ্চ পর্যায়ের' টেষ্টিমনি

Image
টিম সেবাস্টিয়ান: আচ্ছা, তাহলে আমি আরও সুনির্দিষ্ট প্রশ্ন করি। আপনার সরকারের বিরুদ্ধে বিনা বিচারে আটকে রাখা, নির্যাতন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস গ্রুপ সাউথ এশিয়া, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কমিটি অ্যাগেইনস্ট টর্চারসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। আমি এই বিষয়ে জানতে চাচ্ছি। ড. গওহর রিজভী: আচ্ছা, আমি এসব অভিযোগ পুরোপুরি মেনে নিতে পারলে নিতাম। আমি অস্বীকার করছি না যে গুমের কিছু ঘটনা ঘটার দৃষ্টান্ত নেই। কিন্তু আপনি যখন নির্যাতনের কথা বলেন, আমার জানামতে, এ ধরনের কোনো ঘটনার দালিলিক প্রমাণ নেই। পুরো সাক্ষাৎকারের বাংলায় অনুবাদ  ডয়েচে ভেলে নিউজ চ্যানেলে ইংরেজি ভাষায় অনুষ্ঠিত মূল সাক্ষাৎকারের ভিডিও লিংক এর আগে আল-জাজিরার মাহদী হাসান এর কাছেও একইভাবে নাস্তানাবুদ হয়েছিলেন গওহর রিজভী  ঐতিহাসিক ভিডিওর লিংক দেখুন এ প্রসঙ্গে আমার দেশ সম্পাদক  মাহমুদুর রহমান স্যারের সাক্ষাৎকারঃঃ বাংলাদেশের সব দুর্বৃত্তদের নেতা শেখ হাসিনা ! মাহমুদুর রহমানের বিশ্লেষণ এর লিংক

Dhaka Mafia এর হাতে গুম হওয়া সাংবাদিক কাজলের গল্প!

Image
‘কবরে মানুষ যেভাবে থাকে, সেভাবে ছিলাম,’ গুম থাকার দিনগুলো সম্পর্কে বললেন তিনি। ‘খুব ছোট্ট একটা বদ্ধ জায়গা। কোনো জানালা নেই।’ ‘ আমার চোখ- মুখ বাঁধা ছিল। হাত পেছনে হাতকড়ায় বাঁধা। বেনাপোলে না ছাড়া পর্যন্ত ৫৩ দিন এই অবস্থায় আমি। আমি কেবল দিন গুনতে পেরেছি।’ .... কেবল পরিবারের কথা ভেবে দিন পার করেছি। আবার তাদের সঙ্গে দেখা হবে কিনা। এ ক সময় মনে হলো, আমি আর ফিরতে পারব  না’   বললেন তিনি। গুগলে কেবল সাংবাদিক কাজল লিখলেই আসতে থাকে রাশি রাশি নিউজ লিংকঃ দ্য ডেইলি স্টার এর সৌজন্যে পড়ুন Dhaka Mafia কর্তৃক দীর্ঘদিন গুম এবং বিনা বিচারে কারান্তরীন থাকা সাংবাদিক কাজলের মুক্তি পর প্রথম পরিপূর্ণ সাক্ষাৎকার এর   সম্পূর্ণ প্রতিবেদনটিঃ ***************** প্রায় নয় মাসের না-কামানো কাঁচাপাকা দাড়ি গাল বেয়ে নেমে গেছে কাজলের। দাঁড়িতে হাত বোলাতে-বোলাতে মৃদু হেসে বললেন, ‘ভাবছি দাড়িটা শেভ করব না। দাড়িটা ভালোই লাগছে। কিছুটা ছেঁটে নিয়েছি শুধু।’ ‘কিন্তু যে নাপিতের কাছে কাটাতাম...তাকে খুঁজে পেলাম না। নতুন একজনের কাছে যেতে হলো,’ বললেন কাজল...এই...

"প্রধানমন্ত্রীর যতসব অনুচররা (গুন্ডারা)" শিরোনামে আল জাজিরার প্রতিবেদনের উপর "সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের কালেকশন"

Image
*** ((Latest: এই প্রসঙ্গে আমার মূল ব্লগপোস্টঃ শেখ পরিবারের দুঃশাসনের রক্ষাকবচ আজিজ পরিবারের ৫ খুঁটি! আল জাজিরার ভিডিও প্রতিবেদনের অনুবাদ ও পর্যালোচনা সমূহ।   লিংকঃ ))  **** (( দেশে অবস্থানরত সরকারী কর্মচারী... বা অন্যান্য নেটিজেনদের জন্য সতর্কতা ও করণীয় সম্পর্কে আমার ব্লগ পোস্টঃ লিংক ))  এই ব্লগপোস্টটি একটি 'অসমাপ্ত', চলমান ব্লগ। মূলতঃ আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে "বিজ্ঞ ও দেশপ্রেমিক অনলাইন এক্টিভিস্টদের" গুরুত্বপূর্ণ পোস্ট সমূহ এখানে নিয়মিত বিরতিতে  সংযোজন করা হবে ইনশাআল্লাহ।  কাজেই,  মাঝেমধ্যে এই লিংকে ক্লিক করে আপডেটেড থাকার চেষ্টা করুন। শুভকামনা। ট্রেইলারঃ   প্রিয় দেশবাসী, আগামীকাল প্রকাশিতব্য  “আল জাজিরা” টেলিভিশনের সংবাদের ট্রেইলারটি আজ দেখে নিন: মনে রাখবেন, আগামী কাল ০১ ফেব্রুয়ারী ২০২১ সোমবার, লন্ডন সময় সন্ধ্যা ০৮:০০ টায়, বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ভোর ০২:০০ টায়। বিষয়: “প্রধানমন্ত্রীর  যতসব অনুচর”; একটি সন্ত্রাসী পরিবার কিভাবে একটি রাস্ট্রযন্ত্রকে  দখল করলো। যেখানে দেখবেন যে,  Mother of Mafias শে...

দেশে অবস্থানরত সরকারী কর্মচারী বা অন্যান্য নেটিজেনরা 'সতর্ক' কিন্ত 'আপডেটেড' থাকুন।

Image
দেশে অবস্থানরত সরকারী কর্মচারী... বা অন্যান্য যেসব নেটিজেন আছেন, ৭পর্বের ভিডিওগুলি নেইম আইডি থেকে শেয়ার করা থেকে বিরত থাকুন। তাছাড়া ইংরেজিতে প্রকাশিত হওয়ায় এগুলো "অলরেডি সারা দুনিয়াতে ভাইরাল," আপনি আর নতুন করে শেয়ার করে ভাইরাল করার দরকার নেই। বে-দরকারীভাবে সাহসী হওয়ার চেষ্টা করবেননা।    আপনার কাজ হচ্ছে, যত বেশিবার পারেন, দেখুন... বারবার দেখুন... মূখস্থ করুন, নোট করুন। তথ্য প্রযুক্তির যুগে 👉ফিরআউনের এই উত্তরসূরী সম্পর্কে👈 আপাততঃ যত বেশি তথ্য জানা যায়, ততোই মংগল। লিখার, বলার সুযোগ সামনে অনেক পাবেন, ইনশাআল্লাহ। অন্ততঃ চায়ের দোকানের আড্ডায় #ফটফটে_বাচাল_লীগ গুলির গাল বন্ধ করে দিতে বলতে পারবেন, আলজাজিরায় দেইখালাইছি কিন্তু! 😄🤣 আমাদের মতো এসব বিষয়ে যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লিখার/প্রকাশ করার চেষ্টা করি, তাদের আইডি, ব্লগ, পেইজ এসবের দিকে চোখ রাখুন। তাছাড়া ইউটিউব চ্যানেলগুলো তো আছেই।  (আমার আমার ব্যক্তিগত ব্লগঃ ব্লগার ওসমান চাচা।  ব্লগের লিংকঃ )   দরকার হলে মাঝেমধ্যে Only me দিয়ে শেয়ার করে দেখা শেষ হলে আবার মুছে দি...

শেখ পরিবারের দুঃশাসনের রক্ষাকবচ আজিজ পরিবারের ৫ খুঁটি! আল জাজিরার ভিডিও প্রতিবেদনের অনুবাদ ও পর্যালোচনা সমূহ

Image
০১/০২/২০২১:  অবশেষে.... হাসিনার দীর্ঘ দিনের কুকীর্তি ফাঁস করলো আলজাজিরা! আসুন সবাই মিলে আওয়াজ তুলি, ' 'মাদার অফ মাফিয়া নিপাত যাক, জনগন মুক্তি পাক।"    Al Jazeera - এর অফিশিয়াল Youtube চ্যানেলে প্রকাশিত   সম্পূর্ণ প্রতিবেদনের বাংলা ডাবিং   ১. অনুসন্ধানী  প্রতিবেদনটির   ফেইসবুক ভিডিওর (ইংরেজি) লিংকঃ ২. অনুসন্ধানী  প্রতিবেদনটির   ইউটিউব ভিডিওর (ইংরেজি)  লিংকঃ   ৩. বাংলা সাব-টাইটেল সংযুক্ত ভিডিওর লিংক, পর্ব-১ঃ  ৪. বাংলা সাব-টাইটেল সংযুক্ত ভিডিওর   লিংক, পর্ব-২ঃ ৫. বাংলা সাব-টাইটেল সংযুক্ত ভিডিওর   লিংক, পর্ব-৩ঃ ৬.  বাংলা সাব-টাইটেল সংযুক্ত ভিডিওর   লিংক, পর্ব-৪ঃ ৭.  👉   বাংলায় সম্পূর্ণ ভিডিওটির লিংক   👈 *** বাংলা ডাবিংসহ সম্পূর্ণ ভিডিও প্রতিবেদনটি দেখুন  ফেইসবুকে (ভিডিও) 📝📝 জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডয়সে ভেলের ফলোআপ প্রতিবেদনঃ   DW বাংলা  was live. আল জাজিরার প্রতিবেদন কি ‘বেপরোয়া অপপ্রচার’? দেখুন লাইভ আলোচনা এবং জানান মতামত৷ এটি একট...