পতিতাদের কাছ থেকে কক্সবাজার ছাত্রলীগ কর্তৃক নিয়মিত চাঁদা আদায় ও তাদেরকে জিম্মি করে জোরপূর্বক ব্যভিচারে লিপ্ত হওয়ার ওপেন সিক্রেট
নিচে সংশ্লিষ্ট ভিক্টিমের জবানবন্দি ও মিডিয়ার একাধিক রিপোর্ট থেকে প্রতীয়মান হয় যে, ছাত্রলীগের জেলা সভাপতি সাদ্দাম ও এমপি কমলের আশীর্বাদপুষ্ট আশিক গ্যাং ছিলোঃ ১. চাঁদাবাজঃ দেহব্যবসায় জড়িতদের কাছ থেকে #নিয়মিত_চাঁদা_আদায় করতো আশিক গ্যাং। ২. ব্যভিচারীঃ চাঁদা দিতে অপারগ হইলে ক্ষমতা ও প্রভাব প্রদর্শন পুর্বক #জবরদস্তিমূলক_ব্যভিচারে_লিপ্ত হতো আশিক ও তার দলবল। ৩. নিয়মিত মাদকসেবি ও দুর্বল/গরীবের উপর #ত্রাসঃ ঝুপড়ি হোটেলের মালিক মহিলার কথা(ভিডিওতে), কথার ইংগিত ও আতংকগ্রস্ত চেহারা প্রমাণ করে সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরেই আশিক গ্যাং কর্তৃক নিয়মিত #মাদকের_আসর ও #অবৈধ_নারীসম্ভোগ এর বিষয়টি রীতিমতো ওপেন সিক্রেট ছিলো। এসব অপকর্মে তাদের হোটেল ব্যবহার করলেও মুখ খুললে ব্যবসা বন্ধ ও অন্যান্য হয়রানীর আশংকায় চুপ থাকা ছাড়া গত্যন্তর নাই তাদের। ********************************* জবানবন্দি ও রিপোর্টের প্রাসঙ্গিক অংশঃ ********************************* ধর্ষণের শিকার নারীর আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, আমার আট মাস বয়সী বাচ্চার হার...