রাজনীতি মানে কেবল সারের বস্তা চুরি আর টেন্ডারবাজি নয়
আমার মন্তব্যঃ
আব্দুল করিম সরকার আপনি এরকম লাখো বলদ পাবেন, যারা রাজনীতি বলতে কেবল সারের বস্তা চুরি আর টেন্ডারবাজিই শুধু বুঝে।
* এরশাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে সবাই জানেন, এই প্রসংগে নতুন করে বলার কিছু নেই ।
* আর আওয়ামী লীগের সাথে জামায়াত বা জামায়াতের সাথে আওয়ামী লীগ যুগপথ আন্দোলনের যে 'কল্পকাহিনীটা' নিয়ে কিছু আবালচো*রা মেয়েরা হাউকাউ করে... ভাবটা এমন ১৯৯১-৯৬ এ ওরা যেন খোলাফায়ে রাশেদার কোরআনী শাসন চালিয়েছিল!
বেশি কিছু বলব না, শুধু এটুকু বলব যে, ১৯৯১ সালে অধ্যাপক গোলাম আযম সাহেবের আন্তরিকতায় জামায়াতের নিঃশর্ত সমর্থন নিয়ে সরকার গঠন করার পরও অনতিবিম্বে দেশের বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিএনপির সংগঠন ছাত্রদল "শিবির নিধন কর্মসূচি" শুরু করে। চট্টগ্রামে যারা আছেন, তাঁরা জানেন (না হয় খোঁজ নিয়ে দেখেন) নসিমন ভবনে খালি আব্দুল্লাহ আল নোমানের ক্যাডারদের হাতে কয়জন শিবির নেতাকে জবাই করা হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হাতে অই ৫বছরে যে পরিমাণে শিবির নেতা খুন হয়েছিলেন, আওয়ামী লীগের সর্বশেষ দুঃস্বপ্নের শাসনের ১২ বছরেও অত নেতাকে হারায়নি জামায়াত শিবির! .... এরকম হাজারো অকৃতজ্ঞতাপুর্ণ ঔদ্বত্ব্য, অনিয়ম, জুলুম ও দুর্নীতির প্রতিবাদেই ওই সময় বিএনপির বিরুদ্ধে রাজপথে নামে জামায়াত। একই সময়ে নিজেদের সুবিধা অসুবিধা বিবেচনায় দলীয় সিদ্ধান্তে একইভাবে মাঠে নামে বিএনপির চির রাজনৈতিক শত্রু আওয়ামী লীগ।....
ইতিহাস না জেনে আজাইরা ফাতরামিমূলক পোস্ট বা কমেন্ট করা দুঃখজনক।
Comments
Post a Comment