শেখ হাসিনার মুজিববর্ষ বনাম ইমরান খানের প্রণোদনার মহাপরিকল্পনা!
সাহায্য প্রার্থীরা ৮১৭১ নাম্বারে নিজেদের জাতীয় পরিচয়পত্র নাম্বার এসএমএস করে সাহায্যের আবেদন করবেন। সরকার বিভিন্ন ভাবে যাচাই করে দেখবে সাহায্য প্রার্থী এই বিশেষ সাহায্য পাওয়ার যোগ্য কিনা। সাহায্য প্রার্থী সরকারির চাকুরিজীবি, করদাতা, গাড়ির মালিক, বার বার বিদেশগমনকারী ইত্যাদি ক্যাটাগরির মধ্যে পড়লে সাহায্য পাবেন না। এছাড়া ন্যাশনাল স্যোসিওইকোনোমিক ডাটাবেজেরও সাহায্য নেয়া হবে। এভাবে যাচাই বাছাই করার পর সাহায্যপ্রার্থী সাহায্যপাওয়ার যোগ্য বিবেচিত হলে তাকে জানিয়ে দেয়া হবে কোন ব্যাংকের কোন শাখার এটিএম বা পজ মেশিন থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশানের মাধ্যমে তিনি তার এককালীন ১২ হাজার রুপী তুলতে পারবেন।
অর্থ বিতরণ কেন্দ্রে করোনাভাইরাসের ঝুঁকির কথা মাথায় রেখে সামাজিকদূরত্বে নিয়মকানুন মেনে যেন অর্থ বিতরণ করা হয় সরকার সেই ব্যবস্থাও নিশ্চিত করবে। অর্থ বিতরণের জন্য পাকিস্তান সরকার হাবিব ব্যাংক ও ব্যাংক আলফালাহর ১৭ হাজার শাখা নির্ধারণ করে দিয়েছে।
বৃহস্পতিবার ৯ এপ্রিল নাগাদ ব্যাংকে ৪ হাজার ৯২০ কোটি রুপি পাঠানো হয়েছে এবং দরিদ্ররা সেই অর্থ তুলতেও শুরু করেছেন । পাকিস্তান সরকারের পরিকল্পনা হলো আগামী আড়াই সপ্তাহের মধ্যে পুরো ১৪ হাজার ৪শ কোটি রুপি ১ লক্ষ ২০ কোটি পরিবারের মধ্যে বিতরণ সম্পন্ন করা।
----
ছবি: পাকিস্তান অবজার্ভার, ১০ এপ্রিল ২০২০
© Kollol Mustafa
সংকলনেঃ অনিরুদ্ধ বুলবুল
তুলনামূলক পর্যালোচনাঃ
খেয়াল করুন, আমাদের দেশে বহু নাটকীয়তার পর নামেমাত্র 'লক-ডাউন' ঘোষণা করা হয় ২৩ শে মার্চ আর একই দিনে পাকিস্তান ঘোষণা করে (২৪ মার্চ পত্রিকায় আসে) করোনা ভাইরাস মোকাবেলায় তাদের ৯০০ 'বিলিয়নের' বিশাল মহাপরিকল্পনা! হাস্যকর ব্যাপার হলো, একই সময়ে বাংলাদেশের বাজেটগুলি ৫০ 'কোটি', ৫০০
'কোটি' এভাবে ধুকতে ধুকতে বাড়তে থাকে।
একইভাবে, পাকিস্তানে ৭২টি টেস্ট ল্যাব নিয়ে (মার্চের মাঝামাঝি), চাইনিজ-মেইড অত্যাধুনিক সুরক্ষা পোশাকে সজ্জিত হয়ে পাকি ডাক্তাররা যখন পুরোদস্তুর করোনা যুদ্ধের মাঝপথে, আমাদের ডাক্তাররা তখন ১টিমাত্র 'দুর্লঙঘেয়' টেস্ট ল্যাবের উপর ভর করে, রেইনকোট কিংবা পলিথিনের পিপি আর গাটের টাকায় কেনা মাস্ক পরে প্রাণভয়ে রোগী ফেরত দিচ্ছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় Stay Home ক্যাম্পেইন করে যাচ্ছিলেন। আর ৫ থেকে ৭ হাসপাতাল ঘুরে ঘুরে বেঘোরে মরছিলেন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীরা!
কাজেই, সহজেই বুঝা যায় যে, পাকিস্তানীরা কত আগে থেকেই বিষয়টা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর ভরন পোষণের বিষয়টি মাথায় রেখে কিভাবে কার্যকরভাবে করোনা ভাইরাস মোকাবেলা করা যায় সেটাই ছিল তাঁদের মূখ্য বিবেচ্য বিষয়ঃ Pakistan on Tuesday unveiled a multi-billion rupee economic package to provide relief to citizens, particularly low-income groups whose livelihood has been badly affected by the coronavirus pandemic.
The package worth 900 billion rupees ($5.66 billion) was approved in a Cabinet meeting chaired by Prime Minister Imran Khan and also attended by army chief Gen. Qamar Javed Bajwa.
The move followed a countrywide lockdown that has forced millions to stay indoors, and left hundreds of thousands of laborers and daily wage workers bereft of income.
http://www.anews.com.tr/economy/2020/03/24/pakistan-unveils-economic-relief-package-to-fight-covid-19 এরপ The Dawn এর অফিসিয়াল ফেইসবুক পেইজের দুইটা আকর্ষণীয় পোস্ট দেখে নিনঃ
১. Dawn.com
PM Imran Khan has announced a Rs12,000 stipend for 12 million families across Pakistan who are worst affected by the lockdown.
#DawnToday #CoronaGoodNews
https://m.facebook.com/dawndotcom/photos/a.250924510441/10163482847300442/?type=3&source=48#DawnToday #CoronaGoodNews
২.
Special Assistant to the Prime Minister on Social Protection and Poverty Alleviation Sania Nishtar says as many as 647,338 families across the country have been given Rs12,000 each under the government's Ehsaas Emergency Cash Programme over the last 48 hours.
দৈনিক প্রথম আলোর প্রতিবেদনঃ পাকিস্তানিদের রক্তেই মিশে রয়েছে উদারতা। সারা বিশ্বের ৪৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে জাকাত দেওয়ার প্রচলন রয়েছে। কিন্তু মাত্র ছয়টি দেশে জাকাত প্রদানে সরকারি বাধ্যবাধকতা আছে। এই সংক্ষিপ্ত তালিকায় পাকিস্তানের নামও রয়েছে।
বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত পাকিস্তানের নাগরিক এম সোহেল খান বলছেন, ‘জাতি হিসেবে আমাদের খুব বেশি কিছু নাও থাকতে পারে, কিন্তু আমাদের রয়েছে বিশাল আত্মা। আপনি যে গ্রামেই যান না কেন, তারা আপনার জন্য বাড়ির দরজা খুলে দেবে।’
সাধারণত সম্পদের আড়াই শতাংশ জাকাত হিসেবে নির্ধারিত হয়। কিন্তু করোনাভাইরাসের বিস্তারের মধ্যে কিছু পাকিস্তানি নাগরিক জাকাতের নির্ধারিত পরিমাণ সম্পদের চেয়েও বেশি দান করছেন। আর যাঁদের জাকাত দেওয়ার সামর্থ্য নেই, তাঁরাও সাধ্যমতো দান করছেন।
https://www.prothomalo.com/international/article/1649517/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE
দৈনিক আমাদের সময়ের প্রতিবেদনঃ
** প্রাণঘাতী করোনাভাইরাসে কোপে জীবিকা হারানো দিনমজুর ও নিম্ন আয়ের দরিদ্র মানুষদের নগদ অর্থ বরাদ্দ দেওয়া শুরু করেছে পাকিস্তান সরকার। গোটা দেশের এমন দরিদ্র মানুষের জন্য ১ হাজার ৪৪০ কোটি রুপির তহবিল বরাদ্দ করেছে ইমরান খানের সরকার।
** পাকিস্তানের জাতীয় দৈনিক ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন-আয়ের পরিবারের জন্য বরাদ্দকৃত প্রায় ৮৬৩ মিলিয়ন ডলারের ওই তহবিল নগদ অর্থ হিসেবে প্রদানের জন্য দেশজুড়ে আনুমানিক ১৭ হাজার বিতরণ কেন্দ্র তৈরি করেছে পাকিস্তান সরকার।
https://www.amadershomoy.com/bn/2020/04/11/1117966.html#.XpD9yqhG7KV.twitter
আসুন এবার পুরানো প্রবাদটা মনে করি, "রোম যখন জ্বলছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল!" জি! অনেকটা ওরকমই... পাকিস্তানে যখন করোনা-ভাইরাস ও এজন্য সৃষ্ট দারিদ্র্যতা ও কর্মহীনতা মোকাবেলায় সাজ সাজ রণপ্রস্তুতি চলছিল, হতভাগা বাংলাদেশে তখন মুজিববর্ষের পটকা ও বাঁশি বাজছিল! ২১/০৩/২০২০ তারিখে লেখা আমার প্রবন্ধটি পড়তে কষ্ট করে নিচের লিংকে একটা ক্লিক করুনঃ (নুন্যতম প্রোটেক্টিভ ইকুইপমেন্টস ছাড়াই ডাক্তারদেরক "করোনা-ভাইরাস" এর মুখোমুখি হতে বাধ্য করছে সরকার।)
https://bloggerosman112.blogspot.com/2020/03/blog-post_21.html?spref=tw
প্রাসঙ্গিকঃ
#Pakistan
#Poverty
#Relief
#Stimulus
#Poor
#JobLess
#Covid19
#CoronaVirus
#Pendamic
#Epidemic_break_out
#Out_break
#Doctors
#Patients
#Hospitals
#ProtectiveEquipments
#DoctorsSafety
#SaveTheDoctors
#StayAtHome
♦💖♦ সদয় দৃষ্টি আকর্ষণঃ ♦💖♦
(মতামত/কমেন্ট কোথায় করবেন? )
ফেইসবুক পোস্টের মতোই এখানেও (পোস্টের একেবারে নিচে গিয়ে স্ক্রিনশটে লাল দাগ দ্বারা চিহ্নিত স্থানে)
ভালো মন্দ, পক্ষে-বিপক্ষে কমেন্ট করা যায়।
পাশাপাশি, ওই কমেন্ট বক্সে এই ব্লগের সাথে সম্পৃক্ত যে কোন ধরনের নিউজ লিংকও কমেন্ট পোস্ট করতে পারেন।
আপনাদের মূল্যবান মতামত আমার ব্লগিংয়ের অনুপ্রেরণা । সবাইকে ধন্যবাদ।
👇👇👇 নিচে কমেন্ট বক্স👇👇👇
Comments
Post a Comment