করোনার খবরা-খবর আদান প্রদান করা বা না করা
সরাসরি 'সরকারী ও বেসরকারি' বিভিন্ন ওয়েবসাইট থেকে করোনা-ভাইরাস সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে নিচের লিংকগুলিতে ক্লিক করুনঃ
https://bloggerosman112.blogspot.com/2020/04/blog-post_50.html?spref=tw
https://bloggerosman112.blogspot.com/2020/04/blog-post_50.html?spref=tw
----
Main Story: চলমান পরিসস্থিতিতে করোনা-ভাইরাস সংক্রান্ত কোন ''আপডেট" না দেওয়ার এবং না নেওয়ার ব্যাপারে একটা মতামত এসেছে।
এর স্বপক্ষে কিছু বাস্তবিক যুক্তি থাকলেও আমি ব্যাক্তিগতভাবে সে ব্যাপারে একমত নই। আমি মনে করি, মানুষের এ ব্যাপারে জানা উচিৎ প্রথমতঃ ২টা কারণে ।
১. সবাই যাতে Home Stay (ঘরে থাকার) এর গুরুত্বটা বাস্তবতার সাথে দ্রুত এবং সঠিকভাবে বুঝতে পারেন.... যদিও প্রক্রিয়াটা বিতর্কমুক্ত নয়।
২. বিতর্কহীনভাবেই এখন বাংলাদেশের মূল মিডিয়া হচ্ছে, #সোশ্যাল_মিডিয়া। গুজব এবং ভুল তথ্যাবলী সচরাচর বিদ্যমান থাকলেও দেশের মানুষ সঠিক এবং নির্ভুলভাবে তথ্য আদান প্রদান করতে পারেন কেবল এই সোশ্যাল মিডিয়া তথা #ফেইসবুক_টুইটারেই।
কাজেই, করোনা সংক্রান্ত "গুরুত্ববহ" যেকোন তথ্য আপনার নজরে আসলেই তা সতর্কতার সাথে প্রকাশ করা জরুরী এবং অন্যদের জন্য জরুরী হলো সংশ্লিষ্ট সংবাদ, কেইস বা ইনসিডেন্টগুলি স্টাডি করে 'বিবেক খাটিয়ে' নিজের ব্যাক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে এর ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব নির্ণয় করতঃ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া এবং সতর্ক হওয়া।
*** পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় চলমান মহামারীর এলাকাভিত্তিক সঠিক তথ্যাবলী দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথে মেইন্সট্রিম মিডিয়া এবং সরকারী "তথ্য সরবরাহ এজেন্সীগুলির উপর" স্বয়ংক্রিয়ভাবে ব্যাপক চাপ পড়তে থাকে যা তাদেরকে জনগণের কাছে 'বানোয়াট' তথ্যাবলী কিংবা 'বানানো কিচ্ছা' সরবরাহ করা থেকে বিরত রাখে।
#Covid19
#CoronaVirus
#Pendamic
#Epidemic_break_out
#Out_break
#Doctors
#Patients
#Hospitals
#ProtectiveEquipments
#DoctorsSafety
#SaveTheDoctors
#StayAtHome
#Covid19
#CoronaVirus
#Pendamic
#Epidemic_break_out
#Out_break
#Doctors
#Patients
#Hospitals
#ProtectiveEquipments
#DoctorsSafety
#SaveTheDoctors
#StayAtHome
Comments
Post a Comment