নুন্যতম প্রোটেক্টিভ ইকুইপমেন্টস ছাড়াই ডাক্তারদেরক "করোনা-ভাইরাস" এর মুখোমুখি হতে বাধ্য করছে সরকার।
Please watch the following video to know "how was the Corona-fighting tools of The Chinese Doctors:
https://www.facebook.com/120604992672266/posts/231988144867283/?app=fbl
Main Story: নুন্যতম প্রোটেক্টিভ ইকুইপমেন্টস (সুরক্ষা পোশাক সরঞ্জাম) ছাড়াই ডাক্তারদেরকে ১৮৫টি দেশে ভয়ংকর মহামারী ছড়ানো "করোনা-ভাইরাস" এর মুখোমুখি হতে বাধ্য করছে সরকার! ফলাফল কি ঘটতে পারে, সহজেই অনুমেয়।😟😟😟
কাজেই, সর্দি-কাশির রোগী দেখলেই বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা নিজেদের জান বাঁচাতে বিভিন্ন কায়দায় রোগী ফেরত দিচ্ছেন কিংবা ঘরে থাকার উপদেশ দিচ্ছেন, কেউ কেউ আবার অনলাইনে রীতিমতো We are at hospital for you, stay at home for me শিরোনামে ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন! আবার কেউ কেউ প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও শুনা যাচ্ছে!
ইমপ্যযাক্ট টা দেখুনঃ
তাঁর পরিবারের দাবি, রোগীর করোনা ভাইরাস ছিল— সন্দেহ থেকে ডাক্তারা অবহেলায় করায় ওই তরুণীর মৃত্যু হয়েছে। নাজমা ছিলেন কানাডার সাসকাচোয়ানের রেজিনা বিশ্ববিদ্যালয়ের স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থী। তিনি গত সোমবার ঢাকায় ফিরে এসে পেটের ব্যথার কথা পরিবারকে জানান।
তার পরিবারের সদস্যরা গণমাধ্যমকে বলেন, নাজমা মোটেও খেতে পারছিলেন না– প্রতিবার যখন তিনি খাওয়ার চেষ্টা করলেন তখন তার বমি বমি ভাব হয়েছে বা পেটের ভীষণ ব্যথা হয়েছিল। সেই সমস্যা নিয়ে শুক্রবার রাতে তাকে মোহাম্মদপুরের বাড়ির কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এ রাখা দরকার। এরপর ঢামেকে ভর্তি করা হয়।
https://www.thedailycampus.com/health-and-life/40918/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%A4%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81
এখন আপনি যদি 'মেয়েটা মরলো কেন' কিংবা 'ডাক্তাররা পালালো কেন' টাইপের চিন্তা না করে নিজেকেই নিজে প্রশ্ন করেন যে, "পেশাদার, ওয়েল-ট্রেইন্ড ডাক্তার, নার্সরা ভয় পেল কেন", তাহলে নিজেই উত্তর পেয়ে যাবেন।
হ্যাঁ! সমস্যার মূল হলো ওই "সুরক্ষা সামগ্রী ও পোশাক" না থাকাটাই।
এবার বলুন, মেয়েটার মৃত্য এবং ডাক্তার-নার্সদের জীবন ঝুঁকিপূর্ণ করার ক্ষেত্রে প্রকৃত দোষী কারা? কাদেরই বা সাজা হওয়া উচিৎ ?
কাজেই, সর্দি-কাশির রোগী দেখলেই বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা নিজেদের জান বাঁচাতে বিভিন্ন কায়দায় রোগী ফেরত দিচ্ছেন কিংবা ঘরে থাকার উপদেশ দিচ্ছেন, কেউ কেউ আবার অনলাইনে রীতিমতো We are at hospital for you, stay at home for me শিরোনামে ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন! আবার কেউ কেউ প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও শুনা যাচ্ছে!
ইমপ্যযাক্ট টা দেখুনঃ
তাঁর পরিবারের দাবি, রোগীর করোনা ভাইরাস ছিল— সন্দেহ থেকে ডাক্তারা অবহেলায় করায় ওই তরুণীর মৃত্যু হয়েছে। নাজমা ছিলেন কানাডার সাসকাচোয়ানের রেজিনা বিশ্ববিদ্যালয়ের স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থী। তিনি গত সোমবার ঢাকায় ফিরে এসে পেটের ব্যথার কথা পরিবারকে জানান।
তার পরিবারের সদস্যরা গণমাধ্যমকে বলেন, নাজমা মোটেও খেতে পারছিলেন না– প্রতিবার যখন তিনি খাওয়ার চেষ্টা করলেন তখন তার বমি বমি ভাব হয়েছে বা পেটের ভীষণ ব্যথা হয়েছিল। সেই সমস্যা নিয়ে শুক্রবার রাতে তাকে মোহাম্মদপুরের বাড়ির কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এ রাখা দরকার। এরপর ঢামেকে ভর্তি করা হয়।
https://www.thedailycampus.com/health-and-life/40918/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%A4%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81
পলিথিনে মুখ ঢাকা ডিজিট্যাল বাংলাদেশের একদল হতভাগা ডাক্তার |
হ্যাঁ! সমস্যার মূল হলো ওই "সুরক্ষা সামগ্রী ও পোশাক" না থাকাটাই।
এবার বলুন, মেয়েটার মৃত্য এবং ডাক্তার-নার্সদের জীবন ঝুঁকিপূর্ণ করার ক্ষেত্রে প্রকৃত দোষী কারা? কাদেরই বা সাজা হওয়া উচিৎ ?
(চীনা ডাক্তারদের অত্যাধুনিক "সূরক্ষা পোশাক" যা দ্বারা তাঁরা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বজয় করেছেন) |
ফেইসবুক এক্টিভিস্ট
Ikbal Mahmud Sujon
ফ্যাক্টটা কে অল্প কথায় খুব গোছালোভাবে চিত্রিত করেছেনঃ
---------
"করোনা" ভাইরাস বিস্তার ঘটার পর বিশ্বে সর্বোচ্চ প্রায় আড়াই মাস সময় পেয়েছিল বাংলাদেশ। এর মধ্যে এই ভাইরাস প্রতিরোধ ও দুর্যোগ মোকাবেলায় কোন ব্যবস্থাই গ্রহন করেনি,বরং ব্যস্ত ছিল একটা দিবসকে নিয়ে।আবার ভাইরাস নিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা ছিল সরাসরি।
করোনাভাইরাস আক্রান্ত 'রোগী' পরিবহনের অত্যাধুনিক স্ট্রেচার |
করোনাভাইরাস আক্রান্ত রোগীর 'লাশ' পরিবহনের অত্যাধুনিক স্ট্রেচার |
এখন যখন করোনা ছড়িয়ে পড়েছে তখনো এর আক্রান্তের সংখ্যা,চিকিৎসা, কোয়ারেন্টাইন সব কিছুতেই সমন্বয়ের অভাব।বাংলাদেশের মত দরিদ্র, ঘনবসতিপূর্ন ও জনবহুল দেশে ভাইরাসের ভয়াবহতাকে পর্যন্ত অবজ্ঞা করা হয়েছে।শুধুমাত্র সরকারের অবহেলায় দেশ আজ মহামারির দ্বারপ্রান্তে।ক রোনায় প্রতিটি মৃত্যুর জন্য এই সরকারের বিরুদ্ধে হত্যা মামলা করা উচিত।
করোণার প্রাণ হারানো দেশের প্রথম চিকিৎসকঃ ডা. মঈন উদ্দিন।
জানেন, তিনি কিভাবে আক্রান্ত হয়েছিলেন? তিনি আক্রান্ত হয়েছিলেন রোগীর সেবা দিতে গিয়ে। কারন তখনো তাকে সুরক্ষা পোষাক দেয়া হয়নি। অসুস্থ হলে তাকে রাষ্ট্র থেকে দেয়া হয়নি সামান্য ঢাকা আনার আধুনিক ব্যবস্থা! এখন বীর বলেন আর যাই বলেন ফিরিয়ে দিতে পারবেন ঐ ১২ আর ৮ বছরের ছেলেদুটোকে তাদের বাবাকে? কি বলবেন তাদেরকে যখন তারা জানবে যে তাদের বাবা আক্রান্ত হয়েছে আপনাদের অদক্ষতায়, মৃত্যুর আগে পেয়েছে আপনাদের অবহেলা! আর বীর বীর কইরেন না ঘেন্না লাগে!’’
https://m.dailyinqilab.com/article/283659/%E0%A6%A1%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%88%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9D%E0%A7%9C
না, সেই আধুনিক অ্যাম্বুলেন্সটাও পাওয়া হয়নি মঈন সাহেবের। এমনকি তাকে সিলেট থেকে ঢাকায় নেয়ার জন্যে কোন অ্যাম্বুলেন্সই পাওয়া যাচ্ছিল না। ডা. মঈন করোনায় আক্রান্ত রোগী হওয়ায় কেউই তাকে বহন করতে রাজী হচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা অনেক কষ্টে সাধারণ একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, নিজেদের উদ্যোগেই তাকে নিয়ে গেছেন ঢাকায়, ভর্তি করেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।
https://www.facebook.com/100001986591077/posts/2777941318948727/?app=fbl
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
https://www.banglanews24.com/national/news/bd/783007.details#.XpdeH0LyXQs.twitter
জানেন, তিনি কিভাবে আক্রান্ত হয়েছিলেন? তিনি আক্রান্ত হয়েছিলেন রোগীর সেবা দিতে গিয়ে। কারন তখনো তাকে সুরক্ষা পোষাক দেয়া হয়নি। অসুস্থ হলে তাকে রাষ্ট্র থেকে দেয়া হয়নি সামান্য ঢাকা আনার আধুনিক ব্যবস্থা! এখন বীর বলেন আর যাই বলেন ফিরিয়ে দিতে পারবেন ঐ ১২ আর ৮ বছরের ছেলেদুটোকে তাদের বাবাকে? কি বলবেন তাদেরকে যখন তারা জানবে যে তাদের বাবা আক্রান্ত হয়েছে আপনাদের অদক্ষতায়, মৃত্যুর আগে পেয়েছে আপনাদের অবহেলা! আর বীর বীর কইরেন না ঘেন্না লাগে!’’
https://m.dailyinqilab.com/article/283659/%E0%A6%A1%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%88%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9D%E0%A7%9C
এতিম হলো "গরীবের ডাক্তার" খ্যাত শহীদ মুঈন উদ্দিনের দুই অবুঝ শিশু |
ডাক্তার মুঈনের মৃত্যু সংক্রান্ত সকল প্রশ্নের জবাব নিচের এই ভিডিওতে মিলবেঃ
https://www.facebook.com/100014643373006/posts/849331755564929/?app=fbl
Shadhin Mahfoj Mohon
ডা. মঈনের জন্যে এয়ার অ্যাম্বুলেন্স ছিল না। হেলিকপ্টার ছিল না। একটা আইসিইউ অ্যাম্বুলেন্সের জন্যে কয়েকজনকে বলেছিলেন তিনি, ফেসবুকে এক বন্ধুকে মেসেজও দিয়েছিলেন ডা. মঈন, লিখেছিলেন- ‘আমার জন্য কি একটা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়? কুয়েত মৈত্রীতে যাব…’না, সেই আধুনিক অ্যাম্বুলেন্সটাও পাওয়া হয়নি মঈন সাহেবের। এমনকি তাকে সিলেট থেকে ঢাকায় নেয়ার জন্যে কোন অ্যাম্বুলেন্সই পাওয়া যাচ্ছিল না। ডা. মঈন করোনায় আক্রান্ত রোগী হওয়ায় কেউই তাকে বহন করতে রাজী হচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা অনেক কষ্টে সাধারণ একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, নিজেদের উদ্যোগেই তাকে নিয়ে গেছেন ঢাকায়, ভর্তি করেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।
https://www.facebook.com/100001986591077/posts/2777941318948727/?app=fbl
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
https://www.banglanews24.com/national/news/bd/783007.details#.XpdeH0LyXQs.twitter
স্বপরিবারে শহীদ ডা. মুঈন উদ্দিন |
BBC- বাংলার প্রতিবেদনঃ
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার-নার্সদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাব নিয়ে বিচ্ছিন্নভাবে যে উদ্বেগ গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, আজ একটি হাসপাতালের জারি করা নোটিসে তার যথার্থতা অনেকটাই প্রকাশ হয়ে পড়েছে।
ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কর্তৃপক্ষ হাসপাতাল কর্মীদের নিজ দায়িত্বে মাস্ক জোগাড়ের জন্য নোটিস জারি করেছে।
https://www.bbc.com/bengali/news-51988223
Rtv-এর ফিচার(ভিডিও):
চিকিৎসকরাই আছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে।
https://www.facebook.com/RtvInternational/videos/522923695032213/?app=fbl
সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম সেরা প্রতিবাদী দেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী ডাক্তার
Pinaki Bhattacharya স্যারের ভিডিওটি মনযোোগ সহকারে দেখিঃ
বর্তমান চিকিৎসক-সংগঠক ও সাবেক টিভি উপস্থাপক জনাব আব্দুল নুর তুষার সংবাদ সম্মেলন করে দাবী জানালেন "চাই সুরক্ষা।"
ভিডিও লিংকঃ
৪০০কোটি বনাম ৫০কোটি!
ফেইসবুক এক্টিভিস্ট Mokarram Hossain এর চরম হতাশার বহিঃপ্রকাশ!-----সব কিছুর মূল এক দানবীয় শক্তি |
এক মরা মানুষের জন্য ৪০০ কোটি। আর ১৮ কোটি জ্যান্ত মানুষের জন্য ৫০ কোটি । উত্তরটা এখানেই আছে। 'সমন্বয়', 'সতর্কতা', ' কোয়ারেন্টাইন' হলে আপনি বাচবেন । এসব কিছু না।
সব কিছুরই পিছনে দায়ী, এক দানবীয় শক্তি। এই দানবীয় শক্তিকে জাতীর ঘাড় থেকে না সরাতে পারলে, 'করোনা' কেন, আর বিপদ আসতেই থাকবে।
হাস্যকরভাবেই ক্লিনারের পোশাক পরে মহামারীর জীবানু ঠেকাতে লড়ছেন ডিজিট্যাল বাংলাদেশের আরেক ডাক্তার! |
আরো একটি স্বতস্ফূর্ত এক্সপার্ট অপিনিয়নঃ
তিনি দাবি জানালেন করোনা-রোগীদের জন্য অন্ততঃ একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের।
https://www.facebook.com/100038693798205/posts/194227531877039/?app=fbl
All relevant news over the world regarding "safety equipments" of doctors and other health workers
: চিকিৎসকদের সুরক্ষায় চীনের বিশ্বসেরা প্রযুক্তির কথা তো সবাই জানেন এবং ইন্টারনেট এর কল্যাণে চোখেও দেখেছেন। এবার এ সংক্রান্ত অন্যান্য দেশের আপডেট দেওয়ার চেষ্টা করছি।
-----
Italy:
At least 2,629 health workers have been infected by coronavirus since the onset of the outbreak in February, representing more than eight percent of total cases, according to a report published on Wednesday ....
The data has sent shock waves through the country's already strained healthcare system.
https://aje.io/qwn73
ইটালিঃ
ভয়াবহ করোনাভাইরাস মোকাবিলায় সামনের সারিতে থাকতে হচ্ছে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের। ফলে তাদের মধ্যেও সংক্রমিত হচ্ছে ভাইরাসটি।
আলজাজিরা জানায়, ইতালিতে এখন পর্যন্ত ২ হাজার ৬২৯ জন চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ইতালির স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত একটি গোষ্ঠী জানিয়েছে।
https://www.deshrupantor.com/international/2020/03/19/205415?fbclid=IwAR0DTCqzGLMQ5CU0nxd61RlIa5X--W6MxJSMxDkZKAGehqp9KwklRdyMmDo
Latest: Malaysia
..."Once arrived, the face masks would be distributed by the National Disaster Management Agency (Nadma)."
“The priority for these masks will be the frontliners, those who are handling COVID-19 cases, clinics, Ministry of Health, police, Immigration and military personnel, among others, ” he said.
He added if there were an extra of the item, only then it would be put in the market for the public.
https://www.malaysiakini.com/news/515888
মারা যাওয়ার আগে অধ্যাপক ডা. মুঈন সূরক্ষা পোশাক ছাড়া ডিউটি করার কারণে নিজের জীবন নিয়ে শংকা প্রকাশ করেছিলেন। |
প্রাসঙ্গিকঃ
১. শেখ হাসিনার মুজিববর্ষ বনাম ইমরান খানের প্রণোদনার মহাপরিকল্পনা!
https://bloggerosman112.blogspot.com/2020/04/blog-post_10.html?spref=tw
২. করোনা-ভাইরাসের পেছনে পেছনে দৌড়ানো বনাম সামনে থেকে মোকাবেলা করা।
https://bloggerosman112.blogspot.com/2020/04/blog-post.html?spref=tw
----
#Covid19
#CoronaVirus
#Doctors
#Patients
#Hospitals
#ProtectiveEquipments
#DoctorsSafety
#SaveTheDoctors
#StayAtHome
Comments
Post a Comment