ঘৃণ্য পরিবারতন্ত্রঃ শেখ পরিবারের রাহুগাসের কবলে ২১শতকের বাংলাদেশ।

আমাকে অনেকেই ইননবক্সে অভিযোগ এবং অনুযোগ করেন, কেন আমি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা(তথাকথিত) এসব বিষয়াদি নিয়ে করে ব্যঙ্গ করি, গালিগালাজ করি?

ওকে, ফাইন। আমি 'প্র‍্যাক্টিক্যালি' জবাব দেওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রাখলাম। নিচের ইউটিউব ভিডিওটিতে ক্লিক করে টেনে ৮.৩০মিনিটে চলে যান। এরপর থেকে কয়েক মিনিট মনযোগ সহকারে দেখতে+শুনতে থাকুন। সুদীর্ঘ তালিকাটি শুনার পরও যদি আপনার এখনো স্বাধীনতার আরো কিছু স্বাদ অক্ষুণ্ণ থাকে, তারপর নিচে স্ক্রল করে ধাপে ধাপে সংযুক্ত তথ্য গুলি দেখতে ও পড়তে থাকুন।

স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যঙ্গ করার কিংবা গালিগালাজ করার কারণগুলো আমি সহজে বোধগম্য মাল্টিমিডিয়া এভিডেন্সসহ এই ব্লগে উপস্থাপন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।পাশাপাশি, আমি বেঁচে থাকলে যতোটা সম্ভব এই পোস্টে  ধাপে ধাপে পর্যাপ্ত তথ্য সংযোজন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। 



তথাকথিত স্বাধীনতা নামে যেটা আমরা অর্জন করেছি বা যেটার জন্য মানুষকে লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধ নাম দিয়ে মরণপণ যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য মোটিভেট করা হয়েছিল, সেটার উদ্দেশ্য ছিল শাসন, প্রশাসন, নিয়োগ, বাণিজ্য, উৎপাদন.... ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রে যেসব বৈষম্যগুলি বিরাজমান ছিল, সেগুলো দূর করা।  সর্বোপরি, স্বাধীন মানবসমাজ হিসেবে স্বাধীনতার স্বাদ উপভোগ করা। কিন্তু স্বাধীনতা লাভ করার পরে (তথাকথিত) স্বাধীন বাংলাদেশের জনগণ এখন কড়ায় গন্ডায় বুঝতেছে! 

বিএসএফ আর নাসাকার কাছে প্রতিনিয়ত লাত্থি-উষ্টা, গুলি, পাথর... খেয়ে মরছে সীমান্তের লোকজন। আবার দিন দুপুরে আমাদের মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন স্কুলে, বাসে, ট্রেনে, পুলিশ হেফাজতে কিংবা হাসপাতালে! জাতির সেরা সৎ ও মেধাবী সন্তানরা নির্বিচারে  দিনে রাতে গুম, খুন ও বিচারবহির্ভূত সিলেক্টেড কিলিং এর শিকার  হচ্ছেন! ব্যাংক লুট হচ্ছে, রিজার্ভ গায়েব হচ্ছে, চাকরির বাজার দখল হচ্ছে... পশ্চিম পাকিস্তানীদের পরিবর্তে ভারতীয়দের হাতে।  আদালতগুলি সার্কাসে পরিণত হয়েছে.... সবই সংঘঠিত হচ্ছে ভারতের দাদাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই।

অথচ এগুলোর প্রতিবাদ করার মতো ন্যূনতম সাহস কিংবা সুযোগও সরকারের নেই সেটাও স্বাধীনতার একটা করুণ বাস্তবতা!

কারণ ভারত সত্যিকার অর্থে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে চায়নি, বরং কেবল নিজের স্বার্থেই স্বাধীনতার মোড়কে "বাংলাদেশ শিরোনামে" নতুন একটা করদরাজ্য তৈরি করতে চেয়েছিল। সেক্ষেত্রে তারা যে পুরোপুরিই সফল; তথাকথিত স্বাধীনতার ৪৯ বছর পরও এতদঞ্চলের অধিবাসীদের কাছে তা দিবালোকের মতোই সুস্পষ্ট!

======== # ========

নিচের লিংকে ক্লিক করে রোমহর্ষক সব তথ্যাবলী সম্বলিত আমার এই ব্লগ পোস্টটি  পড়ুন; দেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।



বিআইডিএস’র সিনিয়র ফেলো ড. নাজনীন আহমেদ যুগান্তরকে বলেন, ভারত থেকে বছরের সব সময় পেঁয়াজ আমদানি হয়। কিন্তু গত বছর দেশটিতে বন্যার কারণে পেঁয়াজ উৎপাদন কম হয়।

এতে ভারত তাদের চাহিদা মেটাতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে সে সময় বাংলাদেশের আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করতে পারেনি।

আবার ভারত রপ্তানি শুরু করায় দেশের আমদানিকারকরা পেঁয়াজ আনতে শুরু করেছে। তবে এমন সময় রপ্তানি শুরু হয়েছে, যে সময় দেশে পেঁয়াজের ভরা মৌসুম।

তাই এটা কৃষকের জন্য সুখবর নয়। যেহেতু দেশি পেঁয়াজ বাজারে আসছে, সেহেতু কৃষক যাতে দাম পায় সেজন্য সরকারের উচিত দেশি পেঁয়াজগুলো গুদামজাত করার ব্যবস্থা করা। 

বিস্তারিত নিউজ লিংক


*** স্বাধীনতার সুুুফল ***

*** স্বাধীনতার সুুুফল ***

*** স্বাধীনতার সুুুফল ***


আজকে জনগণের সেবক পুলিক বাহিনী কি তাহলে মানুষ হত্যার যন্ত্রে পরিণত হয়েছে.....?
বরিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম নামের এই যুবকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
জনগণের দাবি তাকে পুলিশী হেফাযতে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
ওসি প্রদীপের দ্বারা মেজর সিনহা হত্যা, সিলেটের রায়হান হত্যা, রংপুরে গাড়িচালককে হত্যাসহ অসংখ্য নিরীহ মানুষ আজ পুলিশের হাতে নিহত হচ্ছে।
এই পুলিশ দিয়ে বাংলাদেশ চলতে পারেনা, এদের বিরুদ্ধে জনগণকে রাজপথে নামতে হবে।
প্রস্তুতি নিন......।।

ফেসবুক পোস্টের লিংক



*** স্বাধীনতার সুুুফল ***

*** স্বাধীনতার সুুুফল ***

       *** স্বাধীনতার একটি বিরল স্ম্মারক***

*** স্বাধীনতার সুুুফল ***

এই হলো বাংলাদেশের আইন আদালতের অবস্থা। কিছুদিন আগেও আমাদের উপর ডাকসুতে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত ভারতীয় দালাল মঞ্চের (মুক্তিযুদ্ধ মঞ্চ) সভাপতি সেক্রেটারিকেও পুলিশ অব্যাহতি দেয়, পুলিশ কারন হিসাবে দেখায় পর্যাপ্ত পরিমাণে সাক্ষ্য প্রমাণ না থাকার কারনে নাকি অব্যাহতি দিয়েছে।
আর আজকেও ইরফান সেলিমকে একই কারনে অব্যাহতি দিয়েছে।
আওয়ামী সরকারের আইন আদালত আজকে সন্ত্রাসীদের বাঁচানোর কারখানায় পরিণত হয়েছে।।

ফারুক হাসান






*** স্বাধীনতার সুুুফল ***


*** স্বাধীনতার সুুুফল ***

*** স্বাধীনতার সুুুফল ***

*** কি বুঝলেন? স্বাধীনতার চমৎকার সুুুফল না?  ***

স্বাধীনতার চমৎকার সুুুফলঃ সেনাবাহিনীকে ভারতের তাবেদার মার্চেনারী বাহিনীতে রূপান্তরিত করা!



পড়ুুনঃঃ 




প্রাসঙ্গিকঃ 




Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই