ঘৃণ্য পরিবারতন্ত্রঃ শেখ পরিবারের রাহুগাসের কবলে ২১শতকের বাংলাদেশ।
অথচ এগুলোর প্রতিবাদ করার মতো ন্যূনতম সাহস কিংবা সুযোগও সরকারের নেই সেটাও স্বাধীনতার একটা করুণ বাস্তবতা!
কারণ ভারত সত্যিকার অর্থে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে চায়নি, বরং কেবল নিজের স্বার্থেই স্বাধীনতার মোড়কে "বাংলাদেশ শিরোনামে" নতুন একটা করদরাজ্য তৈরি করতে চেয়েছিল। সেক্ষেত্রে তারা যে পুরোপুরিই সফল; তথাকথিত স্বাধীনতার ৪৯ বছর পরও এতদঞ্চলের অধিবাসীদের কাছে তা দিবালোকের মতোই সুস্পষ্ট!
বিআইডিএস’র সিনিয়র ফেলো ড. নাজনীন আহমেদ যুগান্তরকে বলেন, ভারত থেকে বছরের সব সময় পেঁয়াজ আমদানি হয়। কিন্তু গত বছর দেশটিতে বন্যার কারণে পেঁয়াজ উৎপাদন কম হয়।
এতে ভারত তাদের চাহিদা মেটাতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে সে সময় বাংলাদেশের আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করতে পারেনি।
আবার ভারত রপ্তানি শুরু করায় দেশের আমদানিকারকরা পেঁয়াজ আনতে শুরু করেছে। তবে এমন সময় রপ্তানি শুরু হয়েছে, যে সময় দেশে পেঁয়াজের ভরা মৌসুম।
তাই এটা কৃষকের জন্য সুখবর নয়। যেহেতু দেশি পেঁয়াজ বাজারে আসছে, সেহেতু কৃষক যাতে দাম পায় সেজন্য সরকারের উচিত দেশি পেঁয়াজগুলো গুদামজাত করার ব্যবস্থা করা।
মো ফারুক হাসান আবারও পুলিশের হাতে যুবক খুন! |
আজকে জনগণের সেবক পুলিক বাহিনী কি তাহলে মানুষ হত্যার যন্ত্রে পরিণত হয়েছে.....?
বরিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম নামের এই যুবকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
জনগণের দাবি তাকে পুলিশী হেফাযতে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
ওসি প্রদীপের দ্বারা মেজর সিনহা হত্যা, সিলেটের রায়হান হত্যা, রংপুরে গাড়িচালককে হত্যাসহ অসংখ্য নিরীহ মানুষ আজ পুলিশের হাতে নিহত হচ্ছে।
এই পুলিশ দিয়ে বাংলাদেশ চলতে পারেনা, এদের বিরুদ্ধে জনগণকে রাজপথে নামতে হবে।
প্রস্তুতি নিন......।।
মো ফারুক হাসান ঢাকার আন্ডারওয়ার্ল্ডে |
এই হলো বাংলাদেশের আইন আদালতের অবস্থা। কিছুদিন আগেও আমাদের উপর ডাকসুতে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত ভারতীয় দালাল মঞ্চের (মুক্তিযুদ্ধ মঞ্চ) সভাপতি সেক্রেটারিকেও পুলিশ অব্যাহতি দেয়, পুলিশ কারন হিসাবে দেখায় পর্যাপ্ত পরিমাণে সাক্ষ্য প্রমাণ না থাকার কারনে নাকি অব্যাহতি দিয়েছে।
আর আজকেও ইরফান সেলিমকে একই কারনে অব্যাহতি দিয়েছে।
আওয়ামী সরকারের আইন আদালত আজকে সন্ত্রাসীদের বাঁচানোর কারখানায় পরিণত হয়েছে।।
ফারুক হাসান
শেখ হাসিনার মুজিববর্ষ বনাম ইমরান খানের প্রণোদনার মহাপরিকল্পনা!
বিস্তারিত এই লিংকে ক্লিক করে পড়ুন।
পিবিআই বনাম RAB: বহিঃশক্তির গোলামদের বিজয় ও মানবতার পরাজয়!
#Bangladesh
#India
#BSF
#BorderKilling
#politics
#politicsofBangladesh
#BangladeshPolitics
#geopolitics
#BAL
#League_Awami_League
#Hasina
#StepDownHasina
#HasinaRegime
Comments
Post a Comment