ওজন কমানোর ব্যাপারে বিভিন্ন লিখা ও ভিডিও টিউটোরিয়াল সমূহের একটি 'সংকলন-গুচ্ছ'
আসুন ধীরেসূস্থে, স্বাস্থ্যসম্মতভাবে ভূড়ি কমাই
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
উপরে সংযুক্ত প্রবন্ধ কিংবা ভিডিওগুলির কোনটাই পবিত্র কোরআন শরীফ কিংবা সহি বুখারী শরীফের মত 'অকাট্য দলিল বা পদ্ধতি নয়।'
কাজেই, যতটা সম্ভব স্টাডি করুন... ভিডিও দেখুন, কিন্তু কেবল আপনার বেশি পছন্দ হয়েছে কিংবা আপনার কাছে খুবই সহজ-অনুসরণযোগ্য মনে হচ্ছে এরকম সর্বোচ্চ দুই একটা পদ্ধতি অবলম্বন করে যতটা সম্ভব দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসের সহিত এগিয়ে যান, সফলতা আসবেই, ইনশাআল্লাহ।
Comments
Post a Comment