আবারো "প্রদীপের আগুনে ভস্মীভূত" হয়ে কক্সবাজার পুলিশের ইমেজ সংকট!



BBC বাংলার প্রতিবেদনের চুম্বক অংশঃ
কক্সবাজার থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, সোমবার বিকালে কক্সবাজার পৌরসভার মধ্যম কুতুবদিয়াপাড়ার একজন বাসিন্দা রোজিনা খাতুনের তিন লাখ টাকা ছিনতাই হয়।

এজাহারে উল্লেখ করা হয়, কয়েকজন ব্যক্তি সাদা পোশাকে একটি সিএনজি নিয়ে এসে ঘরে ঢুকে পিস্তল দেখিয়ে ওই টাকা ছিনতাই করেন।
সেই সময় স্থানীয়দের সহযোগিতায় একজন পুলিশ সদস্যকে আটক করা হয়। তারা ৯৯৯ নম্বরে ফোন করে কক্সবাজার পুলিশকে জানান। পরবর্তীতে রাতে ঘটনার সাথে জড়িত আরও দুইজন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, একজন উপ-পরিদর্শক ও দুই কনস্টেবলের বিরুদ্ধে ওই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তার পুলিশ সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মোঃ রফিকুল ইসলাম বলছেন, ''এই ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন ভুক্তভোগী। সেই মামলায় তিনজন পুলিশ সদস্যকেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।''

''অপরাধী যেই হোক, আইনের চোখে সমান। পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা ব্যবস্থা নিয়েছি,'' তিনি বলছেন।

গত বছর মেরিন ড্রাইভ রোডে পুলিশের গুলিতে একজন সাবেক সেনা সদস্য নিহত হওয়ার পর কক্সবাজার পুলিশে ব্যাপক পরিবর্তন আনা হয়।

জেলার সকল পুলিশ সদস্যকে তখন বদলি করে নতুন পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছিল।

BBC বাংলার নিউজ লিংকঃ 

গ্রেফতারকৃৃত পুলিশ উপপরিদর্শক (এসআই) নুর-ই খোদা সিদ্দিকীকে ‘পুরান পাপি’ বলে মন্তব্য করেছেন সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

তিনি দুঃখের সঙ্গে বলেন, জেলা পুলিশ চমৎকার সমন্বয় ও চেইন অব কমান্ডের সাথে কাজ করে যাচ্ছিল। নুর-ই খোদা সিদ্দিকী নামের এই ‘পুরান পাপি’ কেমনে রয়েছে গেল, জানলাম না। জঘন্য মানুষটা আমাদের বিব্রতকর অবস্থায় ফেলে দিল!
ওসি বলেন, ইতোপূর্বে সে চকরিয়া থানায়, তার আগে ব্রাহ্মণবাড়িয়া ডিবিতে ছিল।
খোঁজখবর নিয়ে জানা গেছে, মেজর (অব.) সিনহা হত্যা ইস্যুতে কক্সবাজার থেকে একযোগে সব পুলিশ সদস্য বদলী হলেও অদৃশ্য কারণে কক্সবাজারেই রয়ে গেছেন নুর-ই খোদা সিদ্দিকী। অপরাধীদের সঙ্গে সখ্যতা গড়ে টাকা কামাই করার সব পথ জানা ছিল তার।
এসআই নুর-ই খোদা সিদ্দিকী কয়েকদিন আগে চকরিয়া থানা থেকে বদলীয় হয়ে কক্সবাজার শহর ফাঁড়িতে যোগদান করেন।
চকরিয়া থানায় থাকাকালে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় ছিল। পুলিশী হয়রানির ভয়ে ভুক্তভোগিরা কোথাও অভিযোগ দেওয়ার সাহস করেনি। তবে, টাকা ছিনতাইয়ের ঘটনার পর গ্রেফতারের খবরে মুখ খোলতে শুরু করেছে হয়রানির শিকার লোকজন।
উল্লেখ্য, কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়ায় রোজিনা খাতুন নামের এক নারীর বসতবাড়িতে ঢুকে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হন তিন পুলিশ সদস্য।
তারা হলেন- কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর-ই খোদা সিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা।
সোমবার (১ মার্চ) বিকালে সংঘটিত ঘটনায় ভিকটিম রোজিনা খাতুন সদর থানায় তাদের বিরুদ্ধে লিখিত এজাহার দিয়েছেন। পরে তা মামলা হিসেবে থানায় রেকর্ডভুক্ত হয়েছে। অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে মঙ্গলবার (২ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, অপরাধ করে কারো পার পেয়ে যাওয়ার সুযোগ নাই। সে পুলিশ বা অন্য কেউ হোক।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের পর মামলার ভিত্তিতে গ্রেফতার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, ভিকটিম রোজিনা খাতুনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অভিযোগ আছে। এসবের মামলায় গ্রেফতারও হয়েছেন বেশ কয়েকবার। রোজিনা খাতুন কুতবদিয়া পাড়ার বাসিন্দা রিয়াজ আহমদের স্ত্রী।
কক্সবাজার নিউজ এর প্রতিবেদনঃ

 

কক্সবাজার নিউজ কর্তৃক ভিডিও প্রতিবেদনঃ

লিংকঃ

কক্সবাজারে নারীকে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনতাই, এসআইসহ ৩ পুলিশ গ্রেফতার



পড়ুন কক্সবাজার নিউজ এর সর্বশেষ (০৪/০৩/২০২১) প্রতিবেদনঃ



ভিডিওর কৃতজ্ঞতা স্বীকারঃ
শুরুতে সংযুক্ত ভিডিওটি The territorial news - ttn এর অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত।পোস্ট কার্টেসি হিসেবে এখানে লিংকটি সংযুক্ত করলাম লিংক

নারীকে পিস্তল ঠেকিয়ে পুলিশের টাকা ছিনতাইঃ আটক তিন পুলিশ সদস্য ২ দিনের রিমান্ডে।

সানজিদুল আলম সজিবকে সাথে নিয়ে বিস্তারিত আজিম নিহাদের প্রতিবেদনঃ






Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই