জেনারেল কাশেম সুলেমানির শাহাদাত ও "বিশ্ব মোল্লাদের" আনাড়িপনার সর্বোচ্চ লেভেল !
----------------------
সোলাইমানিকে নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের মাথাব্যথাই বেশি। ইরানের এই জেনারেলকে তারা প্রকাশ্যেই ‘এক নম্বর শত্রু’ বলে। ইসরায়েল মনে করছে লেবানন, সিরিয়া, গাজা থেকে সোলাইমানির অদৃশ্য সৈনিকেরা ক্রমে তাদের ঘিরে ফেলছে। এভাবে ইরান সীমান্তকে সোলাইমানি টেনে নিয়ে এসেছেন ইসরায়েলের বাড়ির পাশে। অথচ তেহরান-জেরুজালেমের মাঝে দূরত্ব ১৫০০ কিলোমিটারের বেশি।
প্রতিবেশী সিরিয়ায় ইরানের কুদস ফোর্সের সামরিক দপ্তর থাকা ইসরায়েলের কাছে তেহরানের পারমাণবিক অস্ত্রের মতোই অসহনীয় কিছু। ইসরায়েলের জেনারেলরা এটা কখনোই গোপন করেন না যে মোশাদের হিটলিস্টে সোলাইমানি সর্বাগ্রেই আছেন। ইরানেরও তা অজানা নেই। হয়তো এ কারণেই আয়াতুল্লাহ আলী খামেনি সোলাইমানিকে অভিহিত করেন ইরানের ‘জীবন্ত শহীদ’ হিসেবে।
https://www.prothomalo.com/opinion/article/1617315
ইরান-আমেরিকা উত্তেজনা সৃষ্টির চূড়ান্ত প্রেক্ষাপটঃ
আপডেট ২) এমব্যাসির উপর আমেরিকান এপাচি হেলিকপ্টার ঘুরছে, এম্বাসির গ্রাউন্ডে আর চারিদিক হাজার কাসাইব হেজবোল্লাহ মিলিশিয়া/ সমর্থক অবস্হান নিয়েছে, এমব্যাসির ভিতরে এমব্যাসির স্টাফ লকড ইন। এমব্যাসির দেয়ালে বিক্ষোভকারিরা লিখেছে ‘সুলাইমানি আমাদের লিডার’, স্লোগান দিচ্ছে ‘ডেথ টু আমেরিকা আর ইসরায়েল’, আর ছাদে উড়িয়েছে কাসাইব হেজবোল্লাহদের পতাকা। অবস্হা ভয়াবহ আকারের দিকে ঝুঁকছে।
আপডেট ১) আমেরিকান মেরিনেরা এমবেসিতে পৌছে গেছে। এপাচি হেলিকপ্টার এমব্যাসির উপর ঘুরছে।
বাগদাদে আমেরিকান এমব্যাসি ইজি আন্ডার এট্যাকঃ বেনগাজি ডে জা ভু।
ঘটনা যেভাবে আগাচ্ছেঃ
১)গেলো শুক্রবারে ইরাকে পিএমইউ ফোর্সের কাসাইব হেজবোল্লাহ মিলিশিয়াদের এক রকেট আক্রমনে ইরাকের কিরকুকে একজন আমেরিকান কন্ট্রাক্টর নিহত হয়েছে।
PMU - Popular Mobilization Units (PMU) is an Iraqi state-sponsored umbrella organization composed of some 40 militias that are mostly Shia Muslim groups, but also including Sunni Muslim, Christian, and Yazidi individuals as well. (wiki)
২) গেলো সোমবারে প্রতিশোধ নিতে আমেরিকা ইরাকের ৫ জায়গায় মিসাইল আক্রমন করে যাতে ২৫ জন কাসাইব মিলিশিয়া নিহত হয়। নিহতদের মাঝে ছিল ইরানের কুদস ফোর্সের কাসেম সুলাইমানির খুব নিকটস্থ একজন উচ্চ পদস্থ আর্মি অফিসার।
৩) ইরাকি প্রধানমন্ত্রী আমেরিকান আক্রমণের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ক্যাবিনেট নিয়ে ইমারজেন্সি মিটিং করেন । আমেরিকাকে তাদের বিনা অনুমতিতে এই আক্রমণের জন্য সমালোচনা করেন আর তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে জানান।
৪) আজ পিএমইউ সমর্থকেরা (কাসাইব মিলিশিয়া) বাগদাদের সিকিউরড গ্রিন যোনে ঢুকে আমেরিকান এমব্যাসি ঘেরাও করেছে। এম্ব্যাসির কোন কোন জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে। বুঝাই যাচ্ছে এতে ইরাকি সরকারের সমর্থন আছে।
৫) আমেরিকান এমব্যাসি স্টাফদের সরিয়ে নিচ্ছে আমেরিকান ফোর্স। তারা অতিরিক্ত ১০০ জন মেরিন ফোর্স পাঠাচ্ছে। হয় তারা ফের এমব্যাসি কন্ট্রোলে নিবে না হয় এমব্যাসি থেকে বাকি স্টাফদের সরিয়ে নিয়ে আসবে। তবে মুলত চেষ্টা করবে সিচুয়েশান কন্ট্রোলে আনতে।
৬) বিক্ষভকারিরা এম্ব্যাসির কম্পাঊন্ডে অবস্থান নিয়েছে। তারা এম্ব্যাসিত বিল্ডিং এ ঢোকার চেষ্টা করছে। তাদের বাধা দিতে এম্ব্যাসিতে অবস্থানরত আমেরিকান সেনারা স্টান গ্রেনেইড ছুড়ছে।
ইরাক-আমেরিকান সম্পর্ক এখন খুব খারাপ অবস্থানে আছে। ইরাকে এখনও সরকার বিরোধী বিক্ষোভ বিদ্যমান যাদের সাথে আজকের এই এমব্যাসি ঘেরাওয়ের কোন সম্পর্ক নাই। আর এই মুহূর্তে এম্ব্যাসিতে বিক্ষোভ অবস্থানে আছে ইরান সমর্থিত কাসাইব হেজবোল্লাহ মিলিশিয়া/
ওয়েলকাম ২০২০। ইটস গোয়িং টু বি এ ব্রূটাল ইয়ার।
ট্রাম্পের পৃথিবী কাঁপানো টুইট (প্রত্যক্ষ হুমকি) দুটিঃ
১. ....Iran will be held fully responsible for lives lost, or damage incurred, at any of our facilities. They will pay a very BIG PRICE! This is not a Warning, it is a Threat. Happy New Year!
২. The U.S. Embassy in Iraq is, & has been for hours, SAFE! Many of our great Warfighters, together with the most lethal military equipment in the world, was immediately rushed to the site. Thank you to the President & Prime Minister of Iraq for their rapid response upon request....
(Donald J. Trump✔@realDonaldTrum
ট্রাম্প হুমকি দেওয়ার পরপরই ওনাদেরকে টার্গেট কিলিং করা হয়। তার মানে কি? মানে আমার কাছে মোট ৩টাঃ
* উভয়ের (IRGC Leader Qassem Suleimani & Kataib Hezbollah leader Muhandis) কনফার্মড লোকেশন পেন্টাগন এর কাছে আগে থেকেই ছিল।
* ইরানের মিলিটারি স্ত্রাটেজিগুলি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (প্রোপাগান্ডা এবং সাইবার হামলায় কাইত) বয়োবৃদ্ধ নেতাদের মতোই অশীতিপর বৃদ্ধগণ হ্যান্ডেল করেন তা আবারো প্রমাণিত হলো! তা না হলে বিশ্বানন্দিত এই দুইজন জেনারেল এর লোকেশনগুলি Encrypt করা গেলনা কেন!
হুটহাট করে ফতোয়া দেয়া এক জিনিস, ICT যুগের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে Electronic Warefare মোকাবেলা করা আরেক জিনিস।
* শাইখ ওসামা বিন লাদেনের তুলনা কেবল তিনি নিজেই।
প্রমাণ কিঃ শাহাদাতের পর ওনার কক্ষে তেমন কিছুই পাওয়া যায়নি, কেবল কয়েকশ #ইউ_এস_বি_স্টিক ছাড়া (২৩ সেকেন্ড এর বেশি মোবাইল কিংবা ইন্টারনেট ব্যবহার করতেননা তিনি)।
অনেকেই হয়তো জানেননা যে, আমেরিকার বিশ্বসেরা ইলেক্টনিক প্রযুক্তি কিংবা নিজের নির্বুদ্ধিতার কারণে হারেননি; হেরেছিলেন ২টাকায় সহজেই বিক্রয় হওয়া এক সুন্নী মুসলিম ডাক্তারের মিরজাফরীর কারণেই।
মূল খবরঃ
ইরানের রেভোলিউশনারি গার্ডসের অভিজাত বাহিনী কুদ'স ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি ইরাকে নিহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।
পেন্টাগন নিশ্চিত করেছে যে তাকে 'মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী হত্যা করা হয়েছে'।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে বাগদাদ বিমানবন্দরের কাছে হওয়া এক হামলায় মারা যাওয়া বেশ কয়েকজনের মধ্যে কাসেম সোলেইমানি রয়েছেন।
ইরানের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি জেনারেল সোলেইমানি। তার কুদ'স বাহিনী সরাসরি দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে রিপোর্ট করে।
আয়াতুল্লাহ খামেনির পর জেনারেল সোলেইমানিকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হতো।
ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, এই হামলার পেছনে থাকা 'অপরাধীদের বিরুদ্ধে চরম প্রতিশোধ' নেয়া হবে। জেনারেল সোলেইমানির মৃত্যুতে তিন দিনের জাতীয় শোকও ঘোষণা করেছেন তিনি।
It’s confirmed. Qassem Suleimani is killed by a US drone strike.
Iraqi Gov TV identified targets killed as IRGC Leader Qassem Suleimani & Kataib Hezbollah leader Muhandis . This is a big game changer in many different ways.
“Multiple reports coming from #Iraq claiming that *both* #IRGC Quds Force chief Qassem Soleimani & #PMU Deputy Abu Mahdi al-Mohandes were killed tonight in the [alleged US] drone strike outside #Baghdad Airport.” Charles Lister
MP Ahmed Al-Assadi, spokesman of PMU and Fatah coalition confirmed in a WhatsApp group belong to the PMU the death of Qassim Solaimani and Abu Mahdi Al-Mohandes.
American defense secretary Esper will announce soon.
আপডেট-১ঃ
আমেরিকান কর্মকর্তারা এভাবেও ভাবছে ---
-------
"সোলায়মানীকে হত্যার বিষয়ে ইরানের প্রতিক্রিয়া কী হতে পারে, সে সম্পর্কে একজন ওয়াকিফহাল ব্যক্তির সাথে কথা বলছিলাম। আমি যুক্তি দিয়েছিলাম, এটি হতে পারে যে ইরান পেট্রিয়াস বা ম্যাটিসের সমতুল্য কাউকে হত্যা করলো।
তিনি বললেন, "না, এটা হবে তার চেয়ে অনেক বড়ো কিছু ..."
[Spoke to a very knowledgeable person about what Iran's response to Soleimani's assassination might be. This would be the equivalent of Iran assassinating Petreus or Mattis, I argued. No, he responded, this is much bigger than that ...]
#ইরান আপডেট:
সোলাইমানীকে হত্যার প্রতিক্রিয়া আলোচনা করতে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জরুরি মিটিং করেছে।
আইআরজিসি জানায়, জানাযার পরিকল্পনা চলছে।
হিজবুল্লাহ এবং আঞ্চলিক-ইরানপন্ থী মিলিশিয়াগুলিকে সর্বোচ্চ হুঁশিয়ারি বজায় রাখার হুকুম জারি করা হয়েছে।
বিভিন্ন ফ্যাকশনের ইরানী কর্মকর্তারা বড় ধরনের তীব্রতা-বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন।
#ইরান
[#Iran update:
Iran's National Security Council holds emergency meeting to discuss response to Soleimani killing.
IRGC says funeral plans underway.
Hezbollah & regional pro-Iran militia ordered on highest alert.
Iranian officials across factions warn of major escalation
#Iran]
From:
Farnaz FassihiVerified account
@farnazfassihi
Journalist @nytimes Former @WSJ | War Correspondent | Mideast & Iran Expert Author book on Iraq war Ellis Island Medal of Honor @Columbia & @Harvard Alum
সর্বশেষ ইরান-আমেরিকা যুদ্ধোম্মুখ পরিস্থিতির বিশ্লেষণঃ
Mohammad Basirul Haq Sinha |
ইরানের কেন্দ্রীয় নেতাকে টার্গেট করে হত্যার ছক তৈরী করা হয়েছে একটি নয়া যুদ্ধ শুরু করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ জেগে উঠে না থামালে এই যুদ্ধ পুরো অঞ্চলকে ছেয়ে ফেলবে এবং জলদি বিশ্বযুদ্ধে পরিণত হয়ে অনিশ্চয়তা ও সম্ভাব্য গুরুতর পরিণতির দিকে নিয়ে যাবে।
[The Trump administration and Pentagon have moved to start a war with Iran by assassinating Qassem Soleimani, the top military leader of that country. If Iran openly assassinated a top U.S. general and bragged about it, there is no question that the United States would initiate full scale war. Trump and the Pentagon have acted illegally, in violation of the Constitution, the War Powers Act and international law.
The targeted assassination and murder of a central leader of Iran is designed to initiate a new war. Unless the people of the United States rise up and stop it, this war will engulf the whole region and could quickly turn into a global conflict of unpredictable scope and potentially the gravest consequences.]
-----
New statement from the ANSWER Coalition-
[অ্যানসার কোয়ালিশনের নয়া বিবৃতি]:
https://www.answercoalition.org/national_action_us_troops_out_of_iraq
Mohammad Basirul Haq Sinha |
#আপডেট :
• সব মার্কিন নাগরিককে অবিলম্বে ইরাক ত্যাগের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন
• নেতানিয়াহু তার বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন
• আয়াতুল্লাহ খামেনী মার্কিনীদের জওয়াব দেয়ার বিষয় নিয়ে আলোচনা করতে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিচ্ছেন
• মোকতাদা আল-সদর তাঁর "মাহদী আর্মি" রিভাইব করার হুকুম দিয়েছেন। ২০০৩ সালে ইরাকে হামলা শুরুর পর থেকে মাহদী আর্মি মার্কিন ফৌজের বিরুদ্ধে লড়াই করে এবং ২০০৮ সালে এটা ভেঙ্গে দেয়া হয়।
----
[Update on American assassination of Iranian Islamic Revolutionary Guard Top General Suleimani:
• US calls all its citizens in Iraq to leave the country immediately
• Netanyahu cuts his trip off, returns home
• Ayatollah Khamenee is participating for the first time in a National Security Council meeting to discuss the response
• Muqtada al-Sadr orders the return of "Mahdi Army". Mahdi Army fought the US troops during the invasion in 2003 and was disbanded in 2008.]
https://aje.io/z6s94
Comments
Post a Comment