এসপি হারুণঃ দিন দিন "অদম্য অসুরে পরিণত হওয়া" এক নারকীয় পুলিশ অফিসার!


২০২১ সালের বিগ ব্রেকিং এর লিংকঃ

সেই এসপি হারুনের অবৈধ ১৫৩২ কোটি যুক্তরাষ্ট্রে আটক, বিস্তারিত ভিডিওঃ

Main Story:
বিশিষ্ট শিল্পপতি আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেলের কাছে দীর্ঘদিন ধরেই চাঁদা দাবি করে আসছেন এসপি হারুন। গত ৫ মে হারুনের বিরুদ্ধে পুলিশ মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেন শওকত আজিজ রাসেল।


শওকত আজিজ  সাহেব জানান, “টাকা দিতে অস্বীকৃতি জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই আমার কোম্পানি আম্বার ডেনিম ফ্যাক্টরির ৪৫ জন কর্মীকে গভীর রাতে গাজীপুর থানায় ধরে নিয়ে যান। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠান এসপি হারুন।” বিস্তারিত....




Aman Abduhu ভাইয়ের Master Analysis:

বাংলার চাটারু সাংবাদিকরা গল্পটা এমনভাবেই সাজিয়েছে যে, গাড়িভর্তি মদ ইয়াবা বুলেট নিয়ে মালিকের বউ এবং ছেলেকে নিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে অন্য গাড়ির ড্রাইভারকে পিস্তল দেখিয়ে হুমকি দিছিলো। সুতরাং সবাই ধরা খাইছে।

আসল ঘটনা চাটা সাংবাদিক ভাইয়েরা জানে তবে বেমালুম গাপ করে দিয়েছে। সাংবাদিক পুলিশ ভাই ভাই, সমানতালে চেটে যাই। তবে হাশেম সাহেব যেহেতু ধনী মানুষ, তার পকেটেও নিঃসন্দেহে কিছু চাটা আছে। সেরকমই এক অখ্যাত পোর্টালে সিসিটিভির ফুটেজে দেখা যায় অন্য ঘটনাঃ

এসপি হারুন শওকতের কাছে ৮ কোটি টাকা দাবী করেছিলো। শওকত দেয়নাই। সুতরাং ঢাকা ক্লাব থেকে তার গাড়ি নিয়ে গেছে। পরদিন বাসা থেকে শওকতের বউ এবং ছেলেকে নিয়ে গেছে। তার কারখানা থেকে ৪৫ জন শ্রমিককেও নিয়ে গেছে। জয় বাংলার বন্দুকযুদ্ধ, ক্রসফায়ারে বউ ছেলের কয়েকঘন্টা হাজতবাস। লিংক


রাসেলের স্ত্রী-ছেলেকে তুলে নেন এসপি হারুন!
লিংক

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে শওকত আজিজের স্ত্রী ও পুত্রকে রাজধানীর গুলশান থেকে নারায়ণগঞ্জে তুলে নিয়ে যাওয়ার ভিডিওঃ


এসপি হারুনের যত অপকর্ম! লিংক



সর্বশেষঃ (০৫/১/২০১৯) রাসেল পরিবারকে হয়রানি, এসপি হারুন প্রত্যাহার। 
(যদিও এটি হলো লোক দেখানো  লঘু শাস্তির মাধ্যমে তাকে সেইভ করার একটা অপচেষ্টা সরকারের)। লিংক 


যেভাবে ফেঁসে গেলেন এসপি হারুন
লিংক

সিসিটিভি ফুটেজের কারনে ফেঁসে যান এসপি হারুন।
প্রত্যাহারের ব্যাপারে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘সরকার মনে করেছে তাই সরিয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কারণ নিশ্চয় আছে, তাই সরানো হয়েছে।’
লিংক

----
২০০ কোটি টাকর গৃহপালিত সাংবাদিকদের দিয়ে করানো বানোয়াট গল্পে ভরপুর রিপোর্টগুলির একটা নমুনাঃ

Comments

Popular posts from this blog

সচিবালয়কে 'হিন্দু-আলয়' -এ রূপান্তর! নেপথ্যে কারা? কি হতে চলেছে বাংলাদেশে?

জাপানে বাংলাদেশী রসায়ন বিজ্ঞানীর অনন্য আবিষ্কারঃ করোনার 'সাময়িক প্রতিরোধ' ও "চিকিৎসা" কেবল ১টি মাত্র ওষুধেই ( One Medicine Treatment)

কাল্পনিক অপরাধে সাজাপ্রাপ্ত ডানপন্থী ব্লগারদের দুঃখের দিনের কান্ডারী ফারাবির নিঃশর্ত মুক্তি চাই