Posts

Showing posts from September, 2021

স্বজাতি রোহিঙ্গাদের দেশে ফেরাতে মরিয়া মাস্টার মুহিব্বুল্লাহ সাহেবকে শেষ পর্যন্ত জীবনটাও হারাতে হলো মানবতার দুশমন, দক্ষিণ এশিয়ার খুনী চক্রের হাতে

Image
শতাব্দীর ভয়ংকরতম জাতিগত নিধনের শিকার হয়ে প্রতিবেশী বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণকারী রাজ্যহীন আরাকানের মুসলিম জনসাধারণ তথা রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন ও পরবর্তীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্দেশ্যে বহুমুখী লবিংয়ের মাধ্যমে মরণপণ চেষ্টারত অবস্থার মধ্য গগনে এসে সন্দেহজনক সন্ত্রাসী সংগঠন ARSA এর নিষ্ঠুর খুনিদের হাতে প্রাণ দিতে হলো, নিপীড়িত রোহিঙ্গা জনসাধারণের আশার আলো মাস্টার মুহিব্বুল্লাহকে।  এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া থেকে নির্ভরযোগ্য অনলাইন অ্যাক্টিভিস্টদের তথ্যভিত্তিক পোস্টগুলো আমরা এখানে আপনাদের জন্য সংযুক্ত করলাম।  পাশাপাশি, মেইনস্ট্রিম মিডিয়া ও অন্যান্য মিডিয়া থেকে প্রাপ্ত ছবি, নিউজ লিংক ও ভিডিওগুলি এখানে পর্যায়ক্রমে সংযুক্ত করা হবে ইনশাআল্লাহ। "শরণার্থীদের অধিকার রক্ষাকারী রোহিঙ্গা কর্মীদের সুরক্ষার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক সহায়তায় জরুরি ব্যবস্থা নেয়া উচিত।" - হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি/ মানবজমিন, ৬ অক্টোবর ২০২১ Twitter পোস্টের লিংকঃ Mokbul Hossain জুলুমের মাধ্যমে কেউ নিহ...

পরকিয়ার মূল সূত্র

Image
#পরকিয়ার_মূল_সূত্র প্রিয় অবিবাহিত ভাইয়েরা, তোমরা যারা #রূপবতী_চাকরিজীবী_নারী বিয়ে করে সাদ্দাদের বেহেশত জয় করার স্বপ্নে বিভোর হয়ে আছো, তাদের জ্ঞাতার্থে দিলাম ... "না বুঝলে তেজপাতা।" ----- পরকিয়ার মূল বিপদজনক বয়স হলোঃ ৩০+

রাজনীতি মানে কেবল সারের বস্তা চুরি আর টেন্ডারবাজি নয়

Image
*  আমার মন্তব্যঃ আব্দুল করিম সরকার আপনি এরকম লাখো বলদ পাবেন, যারা রাজনীতি বলতে কেবল সারের বস্তা চুরি আর টেন্ডারবাজিই শুধু বুঝে। * এরশাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে সবাই জানেন, এই প্রসংগে নতুন করে বলার কিছু নেই । * আর আওয়ামী লীগের সাথে জামায়াত বা জামায়াতের সাথে আওয়ামী লীগ যুগপথ আন্দোলনের যে 'কল্পকাহিনীটা' নিয়ে কিছু আবালচো*রা মেয়েরা হাউকাউ করে... ভাবটা এমন ১৯৯১-৯৬ এ ওরা যেন খোলাফায়ে রাশেদার কোরআনী শাসন চালিয়েছিল! বেশি কিছু বলব না, শুধু এটুকু বলব যে, ১৯৯১ সালে অধ্যাপক গোলাম আযম সাহেবের আন্তরিকতায় জামায়াতের নিঃশর্ত সমর্থন নিয়ে সরকার গঠন করার পরও অনতিবিম্বে দেশের বৃহৎ  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিএনপির সংগঠন ছাত্রদল "শিবির নিধন কর্মসূচি" শুরু করে। চট্টগ্রামে যারা আছেন, তাঁরা জানেন (না হয় খোঁজ নিয়ে দেখেন) নসিমন ভবনে খালি আব্দুল্লাহ আল নোমানের ক্যাডারদের হাতে কয়জন শিবির নেতাকে জবাই করা হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হাতে অই ৫বছরে যে পরিমাণে শিবির নেতা খুন হয়েছিলেন, আওয়ামী লীগের সর্বশেষ দুঃস্বপ্নের শাসনের ১২ বছরেও অত নেতাকে হারায়নি জামায়াত শিবি...