ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো কি বাংলাদেশে আইনতঃ অপরাধ? অবশ্যই নয়। বরং এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক কর্তব্য।
স্বাধীনাতা কি জিনিস এটা বাঙ্গালীরা জানে, স্বাধীনতার জন্য যুদ্ধ করা জঙ্গীবাদ না। যে সব বাংলা মিডিয়া স্বাধীনতা কামী ফিলিস্তিনিদের জঙ্গী বলেতেছে তাদের ধিক্কার জানাই, যদি তারা ৫০ বছর আগে হতো তাহলে মুক্তিযোদ্ধাদের অনেক কঠিন হয়ে যেত বাংলাদেশ স্বাধীন করা এর মধ্যে কিছু সৌদি মদদপুষ্ট শায়েক ও রয়েছে যারা প্রতিনিয়ত আকিদা শুদ্ধ নেই বলে প্রচার করতেছে “মনে রাখবেন সব লিখা হয়ে যাচ্ছে আল্লাহ তায়ালার কাছে” সেদিন জিজ্ঞাসিত হবে কিসে তোমাকে গাফের করেছিল? স্বাধীন বাংলা আমার অহংকার, মুক্তিযোদ্ধারা আমার অলংকার। আমরা হয়তো কিছুই করতে পারবো না তবে দোয়া করতে পারব কিন্তু নেগেটিভ কিছু বলব না। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী, কার্যসম্পাদনকারী। ১৯৭১ এ ফিলিস্তিনের পত্রিকায় ফেইসবুক পোস্টের লিংকঃ ভিডিও ১৯৭১ সালে ফিলিস্তিনি স্বাধীনতা যোদ্ধারা এবং তাঁদের লবিস্টগণ আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। বঙ্গবন্ধু পরিবার এবং পার্সোনালি বঙ্গবন্ধুর সাথে ইয়াসির আরাফাত ও পিএলও আন্দোলনের নেতাদের যুগপৎ সম্পর্ক ছিল। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সা...