Posts

Showing posts from April, 2021

প্রতিবেশী ইন্ডিয়ায় চলছে করোনার প্রলয় নৃত্য! সতর্ক হওয়ার এখনই শেষ সুযোগ।

Image
ভিডিওঃ-১ ভারতে শ্মশানে লাশের লাইন, ফ্রিজে বাবার লাশ নিয়ে ছেলে | এক দু’ঘণ্টা নয়, ১৬ থেকে ২০ ঘণ্টা বসে রয়েছেন কেউ কেউ। যে প্লাস্টিকের থলিতে লাশ মোড়া রয়েছে, তার উপর নাম, নম্বর লেখা থাকায় হাতছাড়া হওয়ার ভয় নেই। তাই একটানা বসে না থেকে বাইরে থেকে মাঝেমধ্যে পোড়া লাশের গন্ধ এবং ধোঁয়া থেকে বেরিয়ে একটু তাজা শ্বাস নিয়ে আসছেন অনেকে। কিন্তু বাইরে বেরিয়েও যে প্রাণভরে শ্বাস নেবেন তার উপায় নেই। সেখানেও লাশ নিয়ে সারি সারি অ্যাম্বুল্যান্স এবং গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তখনও ধাক্কা সামলে উঠতে না পারা কয়েকজন কাদছেন। কোনখানে দাঁড়াবেন বুঝতে পারছেন না। তাতে বাকিরাও রীতিমতো অপ্রস্তুত।   নিউজ লিংকঃ ভিডিওঃ- ২ S K Liton Kutubi #### # সাবধান --সাবধান ######## উড়িষ্যায় হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে বৃদ্ধা ছেলের সামনে এক মায়ের হাত পা ভাঙ্গা হচ্ছে যাতে সহজে কাঁধে করে লাশ বাড়িতে নিয়ে যেতে পারেন। এটা কোন্ ধর্মের প্রথা সেটাও আলোচ্য বিষয় নয়।  যেটা ভাবার বিষয় তা হল আজ বিশ্বে অসহায় মানুষের জন্যই কি কোন একটি রাষ্ট্র আছে নাকি শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্যই রাষ্ট্র তার সকল সুযোগ সুবিধা নিয়ে হ...

বর্তমানে ভারত-বাংলাদেশে ভয়াবহ করোনা সংক্রমণের ব্যাপারে 'প্রকৃত সত্য' টা জানুন

Image
আমাদের অনেক অতি আবেগি,  ফেইসবুক একটিভিস্টগণের মাথায় একটা জিনিস ১০০% সেট হয়ে গেছে যে, "কেবল হেফাজত মোকাবিলায়" সরকার লক ডাউন দিয়েছে ও করোনার ম্যানিপুলেটেড তথ্য দিয়েছে!!!!! আরে ভাই! মাত্র এক রাতে কাঁত হয়ে গিয়ে.... উলটা "হাসিনা ডাইনীকে সংবর্ধনা দেওয়া" হেফাজতকে ডিজিএফআই গোণায় ধরে?  বরং ১৮কোটি আবেগী বাংগালকে উষ্টা মারানো বাস্তব অথচ করুণ সত্যটা হলো , মুজিব-বর্ষের জমকালো অনুষ্ঠান পালনের সুবিধার্থেই সরকার এর "প্রায় ২মাস আগে থেকেই ক্রমবর্ধমান" করোনা সংক্রমণের সঠিক তথ্য পরিকল্পিতভাবে গোপন করে কিছুদিন নুতন কোভিড রোগীর সংখ্যা কম দেখিয়েছিল , যা পরবর্তীতে এমনিতেই বাড়াতে হতো।  এর মাঝখানে হেফাজত ইস্যুটা এসেছে কো-ইনসিডেন্ট হিসেবে, আর স্বাভাবিকভাবেই এটার সদ্ব্যবহার করেছে জালিম সরকার... ১০ এর যায়গায় হয়তো ১২ দেখিয়েছে, কিংবা ১৪ বা ১৫!  এভাবে করোনা ভাইরাস দ্বারা রাজনৈতিক ফায়দা হাসিল করা আমাদের ডাইনী রেজিমই একমাত্র সরকার নয়; বরং রাশিয়া, আমেরিকা, মালয়েশিয়াসহ অনেক দেশই রাজনৈতিক উদ্দেশ্যে করোনার তথ্য ম্যানিপুলেট করেছে। আমার জানামতে,  সবচেয়ে বেশি করেছে হাসিনার মতোই ব্য...