১৮ কোটি বাংলাদেশীর 'নায়ক" আর 'ঢাকা মাফিয়াদের কাছে 'ভিলেন'
কাউকে না কাউকে ঝুঁকি নিতে হবে। চাকরি করি প্রজাতন্ত্রের। জনগণের জন্য কাজ করি। সরকার যে দায়িত্ব দিয়েছে সেটাই করছি। ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে, এই ভেবে তো বসে থাকা যাবে না। - - - বিশেষ প্রয়োজনে রাত ১২টার দিকে ফোন করেছিলাম ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে। তখন ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হচ্ছে। ফোন ধরে বললেন, ‘ভাইয়া অভিযানে আছি, খুব জরুরি না হলে শেষ করে কথা বলি।’ সেই রাতে আর কথা হয়নি। কারণ, রাতভর ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কয়েকদিন পর উত্তরায় র্যাবের প্রধান কার্যালয়ে দেখা। একসঙ্গে দুপুরের খাবার খেতে খেতে জিজ্ঞেস প্রশ্ন করলাম, এত বড় বড় মানুষদের বিরুদ্ধে অভিযান করছেন, ভবিষ্যত ক্যারিয়ারে এর প্রভাব পড়ার শঙ্কা আছে কিনা? প্রশ্ন শুনে বেশ হাসিমুখেই উত্তর দিলেন, কাউকে না কাউকে ঝুঁকি নিতে হবে। চাকরি করি প্রজাতন্ত্রের। জনগণের জন্য কাজ করি। সরকার যে দায়িত্ব দিয়েছে সেটাই করছি। ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে, এই ভেবে তো বসে থাকা যাবে না। বসে থাকতে না চাইলেও সারওয়ার আলমকে বসিয়ে রাখার আয়োজন কম হয়নি। উচ্চ আদালতে তার বিরুদ্ধে রিট পিটিশনও করা হয়েছিল। তার ব...