ঘৃণ্য পরিবারতন্ত্রঃ শেখ পরিবারের রাহুগাসের কবলে ২১শতকের বাংলাদেশ।
আমাকে অনেকেই ইননবক্সে অভিযোগ এবং অনুযোগ করেন, কেন আমি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা(তথাকথিত) এসব বিষয়াদি নিয়ে করে ব্যঙ্গ করি, গালিগালাজ করি? ওকে, ফাইন। আমি 'প্র্যাক্টিক্যালি' জবাব দেওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রাখলাম। নিচের ইউটিউব ভিডিওটিতে ক্লিক করে টেনে ৮.৩০মিনিটে চলে যান। এরপর থেকে কয়েক মিনিট মনযোগ সহকারে দেখতে+শুনতে থাকুন। সুদীর্ঘ তালিকাটি শুনার পরও যদি আপনার এখনো স্বাধীনতার আরো কিছু স্বাদ অক্ষুণ্ণ থাকে, তারপর নিচে স্ক্রল করে ধাপে ধাপে সংযুক্ত তথ্য গুলি দেখতে ও পড়তে থাকুন। তথাকথিত 'মুক্তিযুদ্ধ ব্যবসার অন্তরালে' সারাদেশকে 'মুজিব পরিবারের পারিবারিক জায়গীর' -এ রূপান্তর! স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যঙ্গ করার কিংবা গালিগালাজ করার কারণগুলো আমি সহজে বোধগম্য মাল্টিমিডিয়া এভিডেন্সসহ এই ব্লগে উপস্থাপন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।পাশাপাশি, আমি বেঁচে থাকলে যতোটা সম্ভব এই পোস্টে ধাপে ধাপে পর্যাপ্ত তথ্য সংযোজন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। শেখ পরিবারের দুঃশাসনের রক্ষাকবচ আজিজ পরিবারের ৫ খুঁটি! আল জাজিরার ভিডিও প্রতিবেদনের অনুবাদ ও পর্যালোচনা স...