স্বাস্থ্য-সচিবের জুচ্চুরি ফাঁস করলেন সাহসী এনেস্থেসিস্ট ডাক্তার!
পেশায় একজন #এ্যানেসথেসিওলজিস্ট অর্থাৎ অপারেশনের পুর্বে রোগীকে অচেতন করার #ঝুঁকিপূর্ণ_দায়িত্ব পালন করেন যিনি! নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে কর্মরত। অপরাধঃ #স্বাস্থ্য_সচিবের_জুচ্চুরি ফাঁস। ফলাফলঃ সো-কজ নোটিশ। অস্ত্রঃ ফেইসবুকে নিচের বিষ্ফোরক স্টেটাসটি! Dr-Abu Taher আমি নোয়াখালী ২৫০শয্যা সদর হাসপাতালে কর্মরত একজন এ্যানেসথেসিওলজি স্ট। রোগীর সবচেয়ে কাছ থেকে আমি চিকিৎসা দেই। গত ১মাসে প্রতিদিন হাসপাতালে গিয়েছি। এখন পর্যন্ত আমি সহ আমার ডিপার্টমেন্ট এর কেউ ১টিও n95/kn95/ffp2 মাস্ক পাইনি। তাহলে স্বাস্হ্য সচিব মিথ্যাচার কেন করলেন উনি n95 ইকোয়িভেলেন্ট মাস্ক দিচ্ছেন? তাও মাননীয় প্রধানমন্ত্রী কে মিথ্যা বলতেছে? এই মিথ্যাচার এর শাস্তি কি হবে? গত ১ মাসে আমার ডিপার্টমেন্ট এ ৮জনের জন্য ২টি পিপিই দেওয়া হয়েছে। এই হলো পর্যাপ্ত পিপিই মজুদ। ওহ কি বলবেন আমরা কাজ করিনা? গত ১মাসে ১৫০এর মত অপারেশন আমি একাই করেছি বাকিদের হিসাব দিলাম না। আপনাদের ওসব পিপিই মাস্ক না পেয়ে আমরা বসে নাই বসে থাকবোও না কিন্তু জাতির সামনে মিথ্যাচার কেনো করবেন।। ...