আপনার আদরের মেয়ে কিংবা বোনটা স্কুল কলেজ কোচিং এর নামে কোন পার্কে যায়? কোন হোটেলে যায়? খবর রাখিও, সম্মানিত অভিভাবকবৃন্দ
আপনার আদরের মেয়ে কিংবা বোনটা স্কুল/কলেজ কোচিং এর নামে কোন পার্কে যায়? কোন হোটেলে যায়? খবর রাখিও, সম্মানিত অভিভাবকরা! পাশাপাশিঃ * আকষ্মিকভাবে পরা নুতন জামা টি / হ্যান্ড ব্যাগ / জুতো জোড়া * হাতে ফোনের নতুন মডেলটি আপনিই কিনে দিয়েছেন নাকি অন্য কেউ সেটাও খেয়াল করতে হবে। * স্কুলের শ্রেণী শিক্ষক সহ অন্যান্য পরিচিত টিচার, * কোচিং / প্রাইভেট টিচার, * আপনার ছেলে মেয়ের সহপাঠীদের মধ্যে আপনার প্রতিবেশি/আত্মীয় কিংবা অন্য কোন আস্থাভাজন যারা তাদের সাথে ও তাদের বাবা-মার সাথে আপনার সন্তানের কিংবা তাদের নিজেদের/সন্তানের পড়াশুনার অগ্রগতি, নিয়মিত/বিলম্বিত উপস্থিতি, ভালো দিকগুলো এবং খারাপ আশক্তিগুলো সম্পর্কে কৌশলে আলাপ করে জেনে নিন ... এবং সংশ্লিষ্ট ফ্যাক্টগুলোতে ধীর স্থির, সুচিন্তিত অথচ কার্যকর পদক্ষেপ নিন। আপনার ছেলে কিংবা মেয়েকে যে পরিমাণ হাতখরচ দেন তা থেকে নাস্তা পানি, শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া-আসা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে তাদের পক্ষে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলা কিংবা আন-ইন্টারাপ্টেড হেভি ডাটা (MB) ব্যবহার করা সম্ভব কিনা , সেটা ভাবাটা আরো বেশি জরুরী। যদি মনে করেন সম্ভ...