শীর্ষ প্রত্যাবাসনএক্টিভিস্ট মাস্টার মুহিব্বুল্লাহর নির্মম হত্যাকাণ্ড ও বাংগালদের রেসিজম তথা বর্ণবাদী সংকীর্ণতা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিখ্যাত রোহিঙ্গা মুসলিম নেতা যিনি বিশ্বব্যাপী রোহিঙ্গাদের অধিকারের বিষয়ে প্রচারণা চালাতেন, রোহিঙ্গাদের বিষয়গুলোকে আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়ে যেতেন সেই মহিব উল্লাহ আজ কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মারা গিয়েছেন!! রোহিঙ্গাদের একটি বড় অধ্যায়ের পরিসমাপ্তি হলো!! ====== স্বরূপ উম্মোচন আমরা বাঙ্গালী কিংবা বাংলাদেশীরা কি রেসিজম মুক্ত?? যদিওবা পাশ্চাত্যে এটা জানাটা খুবই সহজ সাধ্য। যদি সাদা চামড়ার পাশে একজন কালো কিংবা বাদামী চামড়ার মানুষ থাকেন কিংবা ভিন্ন সংস্কৃতির মানুষ থাকেন তবে সেই ব্যক্তি যে ব্যবহার করবে তা থেকে দৃশ্যমান হবে রেসিস্ট, নাকি রেসিজম মুক্ত। আর একটা বিষয় রেসিস্ট যে কেবল সাদা চামড়ার হবে তাও না কালো চামড়ার লোকজন হিস্পানিক কিংবা মেক্সিকান কিংবা এশিয়ানদের বিরুদ্ধে রেসিজমের কারনে অভিযুক্ত হতে পারে। তবে সেখানে নিজেদের মধ্যে কিংবা প্রাতিষ্ঠানিক পরিচয়ের রেসিজম নেই। এখন আসি আমাদের কথায়! আমরা বাঙ্গালীরা আসলে অজন্ম রেসিস্ট ফ্যাসিস্ট এবং জুলুমের সহযোগি। যদি শুরু করেন একসময় হিন্দুরা বৌদ্ধ ধর্মের লোকজন...