আসুন সবাই মিলে লড়ি অশ্লীলতা ছড়ানো স্প্যামারদের বিরুদ্ধে, "পরিচ্ছন্ন অনলাইন জগৎ গড়ি"
?প্রশ্নঃ স্পামার কারা ? স্প্যাম বলতে কী বোঝায় উত্তরঃ যেসব ইন্টারনেট ইউজার অনলাইনে অশ্লীলতা ছড়ানোর মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে জীবিকা নির্বাহ করে , তাদেরকে স্প্যামার বলা হয়। সহজ ভাষায়, স্প্যামাররা হলো পেশাদার অনলাইন প্রতারক । আর এসব স্প্যামারদের পাঠানো বা শেয়ার/কমেন্ট করা সব ধরনের কনটেন্টকে (লিংক, ছবি, ভিডিও, আকর্ষণীয় পোস্ট, কমেন্ট ... ইত্যাদি) স্প্যাম বলা হয়। এক কথায়, স্পাম হল পেশাদার অনলাইন প্রতারকদের প্রতারণার ফাঁদ। স্পামার চেনার সহজতম উপায় হলো, বিদেশি নাম কিংবা বিদেশিনীর ছবি সংযুক্ত আইডি। ওই আইডিগুলোতে সাধারণতঃ কোন ধরনের পোস্ট বা টুইট থাকেনা যা স্পামার এর এক নম্বর সনাক্তকরণ চিহ্ন । আজকাল কিছু কিছু বিদেশি স্পামারকে প্রোফাইল পিকচারে অপেক্ষাকৃত কম অশ্লীল ছবি ব্যবহার করে ভদ্রতা জনিত আউটলুক নিতেও দেখা যায়। এছাড়া আমেরিকান সোলজারের ড্রেস পরা সুন্দরী নারীগুলি... ফেইসবুক হোক কিংবা টুইটারে হোক, তারা যে ১০০% কনফার্ম স্পামার , এ ব্যাপারে সন্দেহ দূরের কথা, সন্দেহের অবকাশ থাকারও সুযোগ নেই। আবার...