চক্রান্তকারীদের ''নেগেটিভ মার্কেটিং" বনাম আল্লাহর কুদরতী মাইর!
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ওনাকে বরং ধন্যবাদ দেওয়া দরকার। আমারতো মনে হয় এই বক্তব্যটা আল্লাহ চাহেনতো স্যারের জন্য নাজাতের উছিলাও হয়ে যেতে পারে। আমরা আমাদের "উচ্চশিক্ষিত" মাথামোটা বন্ধুবান্ধব ও সহকর্মীদেরকে যে জিনিসগুলি হাজারো চেষ্টা করেও অভ্যস্ত করাতে পারছিনা, উনি কতোটা সাবলীলভাবেই জিনিসগুলি বুঝিয়ে দিলেন... (আপনাকে খালি একটু উল্টা পড়তে হবে, ব্যস)। 😊😊😊 আল্ট্রা মডার্ন ICT যুগে এই টার্মটাকে বলা হয়, Negative marketing (That causes positive results). সাধারণতঃ বহুজাতিক কোম্পানীগুলি কাড়িকাড়ি পয়সা খরচ করে 'নিজেদের বিরুদ্ধে' এই কাজ করিয়ে থাকে। আবার অত্যাচারী, দুর্নীতিবাজ শাসকগোষ্ঠী কিংবা নেতৃস্থানীয় লোকেরা নিজেদের দাম্ভিকতাবশতঃ এই ফাঁদে আটকা পড়ে থাকেন। ** বিশ্বব্যাপী এই টার্মের সবচাইতে বড় সুবিধভোগী (বাহ্যিকভাবে ভিকটিম) হলো মুসলিম উম্মাহ যাদের বিরুদ্ধে জায়নবাদীরা সন্ত্রাসী, জংগীবাদী... বলে ইসলামোফোবিয়া ছড়নোর কারণে সাধারণ অমুসলিমগণ অনুসন্ধানমূলক স্টাডি করতে গিয়ে বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে্ন, আলহামদুলিল্লাহ। যা সাধারণ দ্বীনী তাব...